নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সবাই বললে শুনবে কে

২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

পুরো পৃথিবীতে নেলসন্ ম্যান্ডেলাকে বলা হয় অন্যতম সর্বজনবিদিত নেতা ।
তাকে জিজ্ঞেস করা হয়েছিলো এমন একজন নেতা হওয়ার জন্য কোন গুনটি দরকার?
.
ম্যান্ডেলা উত্তর দিয়েছিলেন, বেশী বেশী অন্যের কথা শুনতে হবে । জাস্ট লিসেনিং । বলতে হবে সবার কথা শুনা শেষ হলে তারপরে,
.
সমস্যা হলে আমরা সবাই শুধু বলতে চাই । কেউ শুনতে চাইনা ।
.
মফিজ ম্যাজিক টুথপাউডার দিয়ে দাঁত ঘষে বলে, জোরসে বলো ।
.
অবশ্যই বলতে হবে তবে সবার কথা শুনার পর । কিংবদন্তি নেতা হতে হলে সবার সমস্যাগুলো শুনতে হবে ।
তারচেয়ে বড় কথা নিজের কাজের প্রতি সবচেয়ে বেশী সময় ব্যয় করতে হবে ।
.
গত দুই তিনশ বছরের মানুষের চেয়ে বর্তমান মানুষগুলো অনেক ব্যস্ত, পানি খাওয়া থেকে শুরু করে টয়লেট করার সময় পর্যন্ত নেই!
.
কিন্তু গবেষণায় দেখা গেছে যার যে কাজ সে সেই কাজে বিশ পার্সেন্ট সময় দিলেও অকাজে আশি পার্সেন্ট সময় ব্যয় করে।
.
ধরেন একজন সরকারী চাকরিজীবী সে তার মূল কাজে ফাঁকি দিয়ে বাকী সব কাজ হান্ড্রেড পার্সেন্ট দক্ষতার সাথে শেষ করে ।
.
পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষক কিন্তু নিজের মাঠে তার স্কোর টুয়েন্টি হলেও রাজনীতির মাঠে সে পুরোদস্তর মেসি! রোনালদো! ব্লা ব্লা!
.
ধরে নিলাম তার পরিচয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার মতো এক ছাত্র ।কিন্তু সে পড়ালেখায় যে সময় দেয় তার দ্বিগুণ প্রেমিকার পিছনে ব্যয় করে রুমে ফিরে আসে /
.
আরো ধরে নিলাম ছেলেটির লক্ষ্য লেখক কিন্তু সে সময়ে অসময়ে একটি গল্প লিখে তারপর মেয়ে ভক্তদের সাথে চ্যাট করে বিন্দাস ব্যস্ত ।
.
বেচারার পরিচয় একজন জনগনের সেবক কিন্তু আশি পার্সেন্ট সময় জনগন তার সেবায় ব্যস্ত থাকে ।
.
মূল কথা হচ্ছে গিয়ে নিজের সেক্টর ছাড়া বাকী সেক্টরে আমরা সবাই গোল্ডেন এ+
.
একজন মানুষকে পূর্ণাঙ্গ সফল মানুষ হতে হলে অবশ্যই তাকে বাহ্যিক নলেজ অর্জন করতে হবে । দুই তিনটি কাজের সাথে তার সম্পর্ক থাকতে হবে, তবে তার মূল কাজটি ঠিক রেখে ।
.
আমাদের দেশের মানুষের উন্নতি হবে কেমনে? একটা সমাবেশের ডাক দিলে লাখ লাখ মানুষ নিজের কাজ রেখে ওখানে পড়ে থাকে! স্লোগান দেয়!
.
রাজনীতি সচেতনতা দরকার আছে কিন্তু সবাই এক একটা রাজনীতিবিদ্ এমন দেশ পৃথিবীতে মনে হয় আমরা একমাত্র ।
.
ভিশন্ টুয়েন্টি টুয়েন্টি ওয়ান, ডিজেটেল বাংলাদেশ কিংবা উন্নয়নের জোয়ার বাস্তবায়ন তখন হবে যখন যে যার অবস্থান থেকে এক একটা বুলেট হয়ে বের হবে ।
.
অর্থনীতিবিদ্, প্রযুক্তিবিদ্, শিক্ষাবিদ্ থেকে শুরু করে সবাই যদি রাজনীতিবিদ্ হয়ে যায় তাহলে স্বপ্নগুলো কেবলি স্বপ্ন থেকে যাবে বলে মনে হয় ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আমার বলতে ভাল লাগে না। শুনতে ভাল লাগে।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

আবদুর রব শরীফ বলেছেন: আমার এক বন্ধু ছিলো মুখে বোম মারলেও কথা ফুটতো না ।

২| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৩

নয়া পাঠক বলেছেন: এ জন্যই তো প্রতিদিনই ব্লগে আসি আর আপনারা যা বলেন তা চুপচাপ শুনে যাই। তেমন একটা নিজে বলতে চাই না।

তবে আপনি যে উদাহরণগুলো দিলেন তা সম্পূর্ণ বাস্তব। যা আমরা বর্তমানে আমাদের চারপাশে দেখছি।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

আবদুর রব শরীফ বলেছেন: চুপচাপ শুনার চেয়ে বলাও দরকার ।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

ইমরোজ৭৫ বলেছেন: আমিও সব সময় শুনি।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

আবদুর রব শরীফ বলেছেন: বলা আর লেখা কি প্রতিশব্দ?

৪| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আহা, আমার আগে মন্তব্যকারীরা সকলেই কত ভালো!

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

আবদুর রব শরীফ বলেছেন: ভালো আছি, ভালো থেকো । কথা না বলে চিঠি লেখো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.