নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চৌধুরী সাহেবের মেয়ে নেই বলে...

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন তার সাফল্যের মূল কথা হিসেবে একটি কথা বলেন, আপনি যদি ভালো জিনিস সঠিক দামে কিনতে না পারেন তাহলে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না ।
.
বেশী লাভে বিক্রীর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশী লাভে খরিদ্ করতে পারার আর্ট,
.
এখানে সফলতা এবং ব্যর্থতার গল্প রচিত হয়ে যায় ।
.
তার চেয়ে বড় বিষয় দরকার সাহসিকতার,
তো এক বার এক মার্কেটিং অফিসার স্বনামধন্য গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যানকে ফোন করে বলেছিলো, 'আমি ওমুক গ্রুপের চেয়ারম্যান তমুক মার্কেটিং অফিসারের বেতনটা একটু বাড়িয়ে দিয়েন ।’
.
কিন্তু গ্রুপ চেয়ারম্যান কন্ঠ চিনে গিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাগো মার্কেটিং সেলিম্মা না? গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান কখন হইলি?
সেলিম্মা তো বিপদে পড়ে চুপ করে আছে । মাইনকার চিপা ।
পরের দিন ভয়ে ভয়ে অফিসে গিয়ে দেখে তার প্রমোশন হয়ে গেছে!
.
চেয়ারম্যান কোন একদিন হাসতে হাসতে গল্পটি বলতে বলতে বলেছিলেন, আমার এমন সাহসী ছেলে দরকার /
.
শুধু সাহস করে বলার অভাবে পৃথিবীতে কত প্রেম অঙ্কুরে বিনিষ্ট হয়ে গেছে তার খবর কে বা রাখে....!
.
বলবো বলবো করে বলা হয়নি আর কখনো! সাহস! আহারে সাহস!
.
প্রতিদিন রোজ সকালে উঠে চুলে সিধা সিঁথা কেটে কত বার তার সামনে গিয়ে ফিরে এসেছে সে হিসেব কে বা রাখে ।
.
প্রথম প্রেমে পড়ে যে তিন দিনের মাথায় আই লাভ ইয়ু বলে দিতে পারে এই সমাজে এমন সাহসী ছেলে সত্যি দরকার ।
.
এখন প্রশ্ন হলো কম দামে কিনতে হলেও সাহস লাগে । স্ট্রেট বলে দিয়েছি, দশ তালা বাড়িটা এক লাখ টাকা বললে কি খুব বেশী রাগ করবেন? সে বললো, আমার কোন মেয়ে নেই যে তোমাকে বিয়ে দিয়ে যৌতুক হিসেবে দিবো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ভাল।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.