নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
খরগোশ একদিন হুন্ডা চালিয়ে যাচ্ছিলো আর কচ্ছপ সাইকেল চালিয়ে,
মাঝখান থেকে শেয়াল তাদের পথ আগলিয়ে বললো, একটা প্রতিযোগিতা হয়ে যাক, কে জিতবে?
.
খরগোশ হুন্ডায় ঘুরান্টি দিয়ে বললো, কে আবার! এফজেড্ ফিফটিন(FZ15), কচ্ছপও রসিকতা করে বললো, ফনিক্স সাইকেল! যুগ যুগের অহংকার /
.
প্রতিযোগিতা শুরু হয়ে গেলো! বনের পশুপাখি লাইন ধরে দাঁড়িয়ে গেলো তাদের প্রতিযোগিতা দেখতে,
গুটি গুটি পায়ে সাইকেলের হ্যান্ডেল আর প্যাডেলের তালে কচ্ছপ এগিয়ে চলছে! অন্যদিকে খরগোশ হুন্ডা নিয়ে ভোঁ....!
.
অনেক দূর যাওয়ার পর কচ্ছপ আবিষ্কার করলো ঐ দূরে পুলিশ খরগোশকে ধরে রেখেছে । সে পুলিশকে অনেক বুঝাচ্ছে এটা প্রতিযোগিতা । ভাই ছেড়ে দিন । ট্রাফিক পুলিশ মানছেই না!
.
খরগোশ বললো স্যার আমার হেলমেট আছে । পুলিশ বললো তোর লাইসেন্স দেখা । সে লাইসেন্স দেখালো ।
.
পুলিশ এবার মনের সুখে লাইসেন্স মুখস্ত করা শুরু করলো! কচ্ছপ ফনিক্স সাইকেল নিয়ে আরো কাছে আসলো/
.
লাইসেন্স চেক্ করে ফেরত দিয়ে পুলিশ এবার তাকে ছেড়ে দিবে এমন সময় সাইকেলের প্যাডেল ঘুরাতে ঘুরাতে কচ্ছপ বললো, স্যার খরগোশের হুন্ডার লুকিং গ্লাস ঠিক নাই!
.
এবার পুলিশ লুকিং গ্লাসের অবস্থান আকাশের দিকে এটা কোন মামলায় দেওয়া যায় তা নিয়ে কাকে যেনো ফোন করে খোঁজ করতে লাগলো ।
.
এদিকে পুলিশকে খরগোশ বলছে স্যার মামলা দিলে দ্রুত দেন্ । বেচারা, একটা সিগারেট বের করে ধরিয়ে বললো, খুব টেনশনে আছি, সকাল থেকে কোন মুরগী ধরতে পারি নাই ।
.
এদিকে সাইকেল চালিয়ে চালিয়ে কচ্ছপ লাল ফিতার কাছাকাছি চলে গেলে কোন রকমে খরগোশ পুলিশ থেকে ছুটে আসলো,
.
আর চিল্লাইয়া বলতে থাকলো, সাইকেলের লাইসেন্স নাই, হেলমেট নাই, লুকিং গ্লাস নেই! এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই আর আমার সব থেকেও পুলিশ আমাকে ছাড় দিলো না!
.
তা শুনে কচ্ছপ বিজয় ট্রফি উঁচিয়ে বললো, কচ্ছপের পকেটে পুলিশকে দেওয়ার মতো টাকাও নেই ।
“মাঝে মাঝে কোনকিছু না থাকাও ভালো কিছু পাবার উছিলা । হতাশ হয়োনা । সুদিন আসবেই । নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি । আল্লাহর কথা ।”
২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮
ফেরদৌসী মাসুদ বলেছেন: চমৎকার ও আকর্ষণীয় ফিচার নিয়ে তৈরি, খরগোশ কচ্ছপ গল্পের লেটেস্ট ভার্সন
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:৫৭
হাসান জামাল গোলাপ বলেছেন: ফিনিক্স সাইকেল এখনো দেশে বিক্রি হয়? আমার স্কুল,কলেজ, আড্ডার বাহন ছিল আশির দশকে।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৪৬
সোহানী বলেছেন: দারুন লিখেছেনতো।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৪
মিরোরডডল বলেছেন:
মজার
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে একই রকম ভঙ্গিতে লিখছেন। এভার লেখার ভঙ্গিমা বদলান।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১
গেঁয়ো ভূত বলেছেন: বেশ মজা পাইলাম লেখাটা পড়ে।