নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
স্ত্রী নিয়ে বিল গেটস পর্যন্ত মজা করে কথা বলতে ছাড়েননি,
.
তিনি একবার বলেছিলেন, পৃথিবী পরিবর্তন কিংবা যা পরিবর্তন করার বিয়ের আগে করে নাও কারণ বিয়ের পর টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না ৷
.
ভারতকে অনেকটা পাল্টে দেওয়ার সুযোগ হয়েছিলো রতন টাটার কিন্তু তিনি কখনো নিজেকে পাল্টে বিয়ের কঠিন সিন্ধান্ত নিতে পারেননি বলে অকপটে স্বীকার করেছেন ৷
.
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অবশ্য আরো সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো আমার স্ত্রীকে আমাকে বিয়ে করাতে রাজী করানো ৷
.
বুঝছেন ভাই, এই এক জায়গায় এসে ইতিহাসের ইয়া বড় বড় সফল মানুষদেরও ঘাম ছুটে গেছে!
.
সেদিন কোথায় যেনো লেখা দেখলাম, যে জীবনে বিয়ের মতো রিস্ক নিতে পেরেছে তাকে আর ঝুঁকির ভয় দেখিয়ে লাভ নাই ৷
.
একবার সুবিখ্যাত ইংরেজি কবি জন ড্রাইডেনের সারাদিন বই পড়া দেখে বউ এসে অভিযোগ করলেন 'আমি তোমার বউ না হয়ে বই হলে বেশী সময় পেতাম' তা শুনে তিনি বলেছিলেন 'আরেকটু কষ্ট করে বর্ষপঞ্জি হলেই পারো, এটলিস্ট বছর শেষে বদলানো তো যাবে!'
.
আমাদের রাষ্ট্রপতি আবদুল হামিদ তো প্রায় সময় সমাবর্তনে বলে বউ এই বয়সে ও তার প্রতি কিভাবে নজরদারি করে,
.
আবদুল্লাহ আবু সায়ীদ তো আরো সুন্দর বলেন, বউ মানে অনেকটা সতী নারীর পতি নিন্দা ৷
.
কত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা কত কিছু প্রমাণ করেছেন কিন্তু দাম্পত্য জীবনে 'আমি তোমাকে আগের মতোই ভালবাসি' এটা প্রমাণ করে দেখাতে পারেননি'
.
দিনশেষে 'তুমি তো আমাকে মে বি আগের মতো ভালোবাসো না'
.
কে যেনো বলেছিলো পুরুষ মানুষ কাপড়ের মতো, ময়লা হলে তাকে ধৌত করে সোজা করার জন্য স্ত্রী লাগে, বউ হলো তেমন এক্কান ইস্ত্রী!
.
এদিকে কবি বলে বিয়ে মানে দিল্লীকা লাড্ডু! খেলে পস্তাবেন! না খেলে ও পাস্তাবেন!
.
তবুও মানুষ কেনো যে আমাকে বলে ভাই বিয়ে কখন করবেন? বিস্ময়!
২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: এগুলো কিন্তু নারীবাদীদের চোখে অপরাধ মূলক কথা!
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩০
নাহল তরকারি বলেছেন: আমাদের তালাক হবার পর বউ, ঘর সংসরা, পরিবার এসবের প্রতি বিরক্ত এসে গেছে। এখন কাউকে বিয়ে করতে দেখতে ভয় লাগে। “গণিত শিক্ষকের হাতে বেত” এমন ভয় উৎপন্ন করতে পারে না।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: বিয়ের বয়স যত বাড়তে থাকে স্ত্রী তত বিষাক্ত হতে থাকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
ফুয়াদের বাপ বলেছেন: ভালো জীবনসঙ্গী পাওয়া স্রষ্টার পক্ষ থেকে বড় নেয়ামত মনে হয়। জীবনসঙ্গী মনমতো না হলে জিন্দেগী তেজপাতা সম। এই ভয়কে জয় করেই বিয়ে করতে হয়।