নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সারস পাখি যখন মাছ শিকার করে তখন নিঃশব্দে পানির দিকে তাকিয়ে থাকে,
.
পেটে ক্ষুধা! ছোট ছোট মাছ এসে পায়ে ঠোকর দেয়! নিঃশব্দে সে পানির দিকে তাকিয়ে থাকে!
.
একাগ্রচিত্তে,
.
আশে পাশে মাছ আসে মাছ যায়, খেলা করে, চলে যায়!
.
সে অপেক্ষা করে বড় মাছের জন্য, কঠিনভাবে! নড়ে চড়ে না!
.
সুযোগের অপেক্ষা! একবার বড় মাছ এলেই সে ওমনি নিজের শিকারি রূপ নিয়ে আবির্ভাব হয়!
.
একটা বড় মাছের আশায় সে ছোট ছোট মাছের দিকে খেয়াল রাখে না,
.
অতপর বড় শিকারের স্বাদ থাকে অপেক্ষা ভুলিয়ে দেয়
.
জীবন এমনি, আপনি যখন বড় কিছুর জন্য অপেক্ষা করবেন, ছোট খাট অনেক বিষয় ছেড়ে দিতে হবে!
.
দেখেও না দেখার ভান করতে হবে! কে আপনার পায়ে কামড়ালো! কে নিন্দা কিংবা কাহার পরনিন্দা!
.
যে খেলে সে কখনো দর্শকের দিকে তাকিয়ে থাকতে পারে না অথবা চোখ পড়লে ফিরিয়ে নিতে হয়,
.
সমস্ত দর্শকরা টিকেট কেটে তার খেলা দেখতে আসে, হাসে, কাঁদে, হাততালি দেয়, বোতল নিক্ষেপ করে নতুবা জয়োল্লাস!
.
ছোট খাট বিষয় মাথায় রেখে কখনো জীবনে আগানো যায় না! কিছু বিষয়ের কবর রচনা করে এগুতে হয়,
.
সাময়িক আবেগ, ইচ্ছে কিংবা ফুল শয্যা!!!
.
আরো আগ্রাসি হয়ে নিজেই নিজের উপ্রে স্টিম রোলার চালাতে হয়, এটাই জীবন, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে লেখার নিচে কমেন্ট করতেন, জীবনের শ্রী!
.
একটাই লক্ষ্য!
.
লক্ষ জিনিস মাথায় নিয়ে কেউ কখনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি,
.
বরং একটি লক্ষ্যে পৌঁছাতে গিয়ে লক্ষ জিনিস ছেড়ে এসেছে শিখর চূড়ায়!
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫২
জগতারন বলেছেন:
এই পোস্টের বক্তব্যের সাথে সহমর্মিতা জ্ঞাপন করছি।
লেখক-এর প্রতি সুভেচ্ছা,
লাইক!