নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে লেখা হারিয়ে যায় না/

১৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২

ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক গ্রন্থপ্রণেতা চার্লস ডিকেন্স পাছে লোকে কিছু বলে এই ভয়ে গভীর রাতে নীরবে নিভৃতে গিয়ে ডাক বক্সে লেখা ফেলে আসতেন!
.
এভাবে দীর্ঘদিন তার গল্প কোথাও প্রকাশিত না হওয়ার পরও তিনি থেমে যান নি,
.
বাইশ বছর বয়সে তার প্রথম গল্প যখন বিনামূল্যে ছাপা হয় তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন, এবং পাগলের মত ছুটাছুটি করতেছিলেন!
.
দীর্ঘদিন পর একটি গল্পের জন্য পাঁচ ডলার পেয়েছিলেন, কিন্তু তার শেষ পান্ডুলিপিটির থেকে প্রতিটি শব্দের জন্য পনের ডলার আয় হয়েছিল তার, ভাবা যায়!
.
কিছু পাওয়ার প্রত্যাশায় যারা লেখালেখি করতে চায় তাদের উচিত গল্প না লিখে ব্যবসা করা, অনেক কাটাকুটি করে একটি গল্প লিখে হয়ত কোন ভাল পত্রিকায় প্রকাশিত হলে তিন-চারশ টাকা পাবেন তার চেয়ে একজন দিনমজুরের প্রতিদিনের মজুরি ঢেড় বেশী
.
নজরুলের জীবনী গ্রন্থে পড়েছিলাম, যত টাকা দিয়ে তার সমাধি প্রস্তর নির্মাণ করা হয়েছিল ঐ টাকা তার শেষ বয়সে তাকে দান করলে সে অনেক সুখে শান্তিতে মরতে পারতেন!
.
শেক্সপিয়ারকে চিনে না এমন মানুষ নেই, তার মৃত্যুর একশ বছর পরেও তার নাম ছিল সকলের নিকট অজানা, অজ্ঞাত কিন্তু তার পরে তাকে নিয়ে তার প্রতিভা এত বেশী লেখা হয়েছে যে সেই লেখাগুলো একত্র করলে পাহাড়কে পাহাড় ছাড়িয়ে যাবে!
.
খ্যাতির চিন্তা করে লিখে জীবনে কেউ কখনো লেখক হতে পারে নি, লেখক হিসেবে যারা ইতিহাসের পাতায় আজো অম্লান/জ্বলজ্বল করে জ্বলছে তাদের জীবনের প্রতি দিনের পাতায় পাতায় ছিল অন্যরকম এক সাধনা,
.
কথা বলছিলাম সে প্রসঙ্গে সে প্রসঙ্গে আসি, হ্যামলেট, ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম সহ তার যে কোন গ্রন্থ কিনতে গেলে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে জীবদ্দশায় সে এগুলো লিখে তার কানাকড়িও পাননি কারণ তার মৃত্যুর ও অনেক পড়ে লেখাগুলো খুঁজে গ্রন্থ আকারে প্রকাশ করা হয় ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০২

সোনাগাজী বলেছেন:



আপনার ১ম লেখা আপনার কত বয়সে পত্রিকায় ছাপা হয়েছিলো?

২| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:




পোষ্ট দিয়ে কি সন্দ্বীপ চলে গেছেন?

৩| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



১ম পাতায় দেখছি ৩ পোষ্ট, চাকুরী আছে তো? রিসেশন শুরু হয়েছে।

৪| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫১

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: পত্তম ফাতায় তিনডি পোষ্টাইচৈন তিনডাইয় টুকলিফাইং, অপর জনের লিখা কাটপেষ্ট কৈরা দিছুইন। কাম না তাকলে মুডি খান।

৫| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠকের সাথে ইন্টারেকশান ছাড়া ব্লগিং করে কী মজা পান?

৬| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩০

বিটপি বলেছেন: শেক্সপিয়রের লেখাগুলো বর্তমান সাহিত্যমান বিচারে কোন লেখাই নয় - স্রেফ গার্বেজ। সেইসময় মঞ্চ নাটকের প্লট হিসেবে ঠিক ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.