নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবনের স্বপ্নগুলো এমনি.../

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৩

সেইই কালো একটা ছেলে ছোট খাটো একটা সিকিউরিটির জব করে তার একটা স্বপ্ন সে একদিন একটা হুন্ডা কিনবে,
.
নীল রংয়ের হুন্ডার সাথে ম্যাচিং করে একটা নীলছে সানগ্লাস, এক জোড়া নীল জুতো সাথে মিলিয়ে একটা নীল টি শার্ট কিনবে!
.
তারপর সে অনেক সুন্দরী একটা মেয়ে বিয়ে করবে! মেয়েটির চুলে শ্যাম্পু করিয়ে উড়ো উড়ো করে নীল শাড়ি পড়িয়ে পিছনে বসিয়ে পুরো শহর ঘুরিয়ে বেড়াবে!
.
সে কলিগ কিংবা বন্ধুদের তার গল্পগুলো বলে এবং গল্প শুনে বন্ধুরা হাসে,
.
একদিন রাস্তার মোড়ে তার বন্ধুরা আড্ডা দেওয়ার সময় সে হঠাৎ ভোঁ করে হুন্ডা নিয়ে তাদের সামনে এসে পড়বে!
.
পিছনে পারফেক্ট ম্যাচিং করা সুন্দরী মেয়ে দেখে তাদের বন্ধুরা বলে উঠবে 'মাল তো সেইই' কথাটি শুনে সে জোরসে হুন্ডার ব্রেক কষবে!
.
এরপর কালো ছেলেটি হুন্ডার চাবি ঘুরাতে ঘুরাতে বন্ধুদের কাছে আসবে!
.
এসে হুংকার দিয়ে বলবে 'ভাবীকে মাল বলছোস কোন হালারে?'
.
বন্ধুরা আমতা আমতা করে বলবে আসলে ভাবীতো মায়ের মতো তবুও মুখ ফসকে বেরিয়ে গেছে!
.
তারপর সে গর্জন করে বলবে 'কে মাল বলেছিস বল' নাহলে আজ খবর আছে!
.
একজন মিনমিন করে বলবে 'বস্ সরি আমি বলছি'
.
সে পিছনে হাত দিয়ে মানিব্যাগ বের করবে এবং ওখান থেকে পাঁচশ টাকার নোট বের করে দিয়ে বলবে 'মাল বলছোস তাই এটা বকশিশ দিলাম'
.
বন্ধুরা হৈ হুল্লর করতে করতে এটা ওটা অর্ডার করবে আর সে মেয়েটিকে পিছনে বসিয়ে দূরে কোথাও হারিয়ে যাবে!
.
সত্যি ছেলেটি একদিন একটা নীল রংয়ের একটা হুন্ডা কিনেছে আজ সে পাঠাও এপসের রেগুলার রাইডার! চাকরির পর অবসর সময়ে রাইডিং করে!
.
গল্পটি যেদিন বলেছিলো সেদিন আমি নীল রংয়ের টি শার্ট কেডস্ এবং ম্যাচিং করে সানগ্লাস পড়ে তার হুন্ডার পিছনে ছিলাম! ইন্ডিয়া হলে আমাদের রাইডিংটা রংধনু ফ্লেভার পেতো! কোন মেয়ে হয়তো এডাম টিজিং করে বলতো 'কি মাল লইয়া ঘুরো মাল তো সেইই...!'
.
যাকগে সে কথা,
.
জীবনের স্বপ্নগুলো এমনি কিছুটা মিলেও মিলে না! গল্পগুলো নীল রংয়ের, বেদনায় এসে মিশে একাকার! একদিন সব থাকে কেবলি মনের মানুষটা থাকে না.....!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: করুণ। প্যাথেটিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.