নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
১৮৫৮ সালে ইংল্যান্ডের ক্রিকেটার এইচএইচ স্টিফেনসন তিন বলে তিন উইকেট পাওয়ায় তার মাথায় সম্মান দেখিয়ে একটি হ্যাট পড়িয়ে দেওয়া হয়েছিলো সে থেকে হ্যাট্রিকের শুরু গুরু ।
.
সেই সম্মানের হ্যাটটি শেষ খবর পাওয়া পর্যন্ত যার মাথায় উঠেছিলেন তিনি হলেন কিউটের ডিব্বা তাসকিন ভাইয়ের মাথায় ॥
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের ম্যাথ আর পরিসংখ্যানে আমারও একটি হ্যাট্রিক আছে ! মার্কশিটে গোল করে লিখে রেখেছি হ্যাট্রিক !
.
ক্রিকেট ভালোবাসলে যা হয় আরকি ! প্রেমেও হ্যাট্রিক করতে ইচ্ছে করে এমন কি বিয়ে করেও
.
অনেকে মনে মনে জনৈক আমাকে এখন লুইচ্চা বলা শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলবো,
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে যখন মিডিয়ায় তোলপাড় তখন তিনি রম্য করে বলেছিলেন এবার বিয়ে করলে হ্যাট্রিক হয়ে যাবে ।
.
পৃথিবীর অন্যতম সেরা অনলাইন কোম্পানী আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনবার ফেইল করে হ্যাট্রিক করেছিলো ।
.
আজকের দিনে আমার অফিসে তিনবার বিদ্যুত গিয়েও হ্যাট্রিক হয়েছিলো ॥
.
আজ একটি মেয়েকে তিনবার ফোন করেছিলাম রিসিভ না করে সে ও হ্যাট্রিক করেছিলো ।
.
মজার ব্যাপার হলো এর আগে তিনবার বাংলাদেশ তিনশ রান তাড়া করে জিতেছিলো ! সুতরাং 'দেশ' 'দেশ' 'দেশ' সাবাস বাংলাদেশ /
.
আরো মজার বেপার হলো হ্যাট্রিক করে মেট্রিক পাশ করলে এখন ভাইরাল ।
.
হ্যাট্রিক করেছে জ্বালানীর দাম । দ্রব্যমূল্যসহ শিশু থেকে তরুণ বয়স ।কিন্তু আয় সব সময় হ্যাট্রিক করা বলে তিনবার বোল্ড আউট ।
২| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! হ্যাট্রিকের ইতিহাস জানা হলো তো!! তাও ক্রিকেটেই হ্যাট্রিকের যাত্রা, এটা বেশি আনন্দ দিল।
আমার হ্যাট্রিক করতে ভালো লাগে, কিন্তু আমি কোনোদিন হ্যাট্রিক করতে পারি নি। এ ব্যাক্যটিতে ভাবগত বা ব্যাকরণগত কোনো ভুল আছে কি?
বাংলাদেশ ওডিআইতে ৪ বার ৩০০ রানের টার্গেট টপকে গেছে।
Bangladesh West Indies The Cooper Associates County Ground 17/06/2019 টার্গেট ৩২২। বাংলাদেশ - 3/322
Bangladesh Scotland Saxton Oval 04/03/2015 টার্গেট 319 বাংলাদেশ - 4/322
Bangladesh Zimbabwe Queens Sports Club 16/08/2009 টার্গেট 313 বাংলাদেশ - 6/313
Bangladesh New Zealand Khan Shaheb Osman Ali Stadium 03/11/2013 টার্গেট 308 বাংলাদেশ 6/309
ভালো লাগলো হ্যাট্রিকের গল্প
৩| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০২
বিটপি বলেছেন: হ্যাট্রিক শব্দটি প্রথম শুনেছি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে। ক্রিকেটেও যে হ্যাট্রিক আছে, সে তখন জানতাম না।
ফুটবলে হ্যাট্রিক শব্দের উৎপত্তি কিভাবে হয়েছিল জানেন?
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:০০
জ্যাক স্মিথ বলেছেন: হ্যা্ট্রিকময় জীবন।
ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা তাই, ডাবল সেঞ্চুরী হয় কিন্তু ডাবল হ্যাট্রিক হয় না, ছয় ছক্কা হয় কিন্তু এক ওভারে ছয় উইকেট পরে না। এবারের এশিয়া কাপ জমবে ভাল।