নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গাবতলীর গরুর হাটে স্বপ্ন পদ্মা সেতু...।

০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:২৯

গাবতলী হাটে এক গরুর নাম রাখা হয়েছে নুসরাত ফারিয়া । বিক্রেতাকে একজন মাইক্রো ফোন এগিয়ে দিয়ে বললো এই নাম কেনো? সে বললো, ডান্স টান্স করেতো তাই ।
.
গরুর ওজন হবে কমপক্ষে সাত মণ এবং দামও দুই লক্ষের উপরে ।
.
এখন নুসরাত ফারিয়াকে খুশির খবরটি জানার জন্য ফোন করা হলে সে কোনভাবে খুশি হতে পারলো না কারণ গরুর দাম সৌন্দর্য সবি ঠিক আছে কিন্তু ওজন বেশী । ফারিয়ার দাবী সে গরু থেকেও অনেক স্লিম ।
.
বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম এক গরুর নাম রাখা হয়েছে মেসি । কোন কারণ খুঁজে না পেয়ে যোগাযোগ করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামের এক প্রান্তিক খামারির সাথে । সে কোন কিছু না ভেবেই উত্তর দিলো, গরুটি যদি বিরিষ হয় তাহলে নাম ঠিক আছে । মাঠে অন্য গরু দেখলেই দ্রুত গোল দিতে পারে ।
.
কোরবান আসলে গরুর এতো কদর বেড়ে যায় যে, গরুর বাচ্চা গালিটিও গলুর বাচ্চা টাইপ কিউট করে দেয় কেউ কেউ ।
.
বউকে নিজের অজান্তে বললাম তোমাকে গুলুগুলু লাগছে । সে বললো, গলুগলু কি? ইয়ে মানে এটা হলো কিউটের ডিব্বা বাচক শব্দ ।
.
গরুর নাম সাকিব খান রাখার পর সঙ্গত কারণে একজন প্রশ্ন করে বসতেই পারে, ভাই দুধের গরু দিয়ে কি কোরবানি হবে? তা শুনে পাশ থেকে একজন বলে বসলো, আরে ভাই! কি যে বলেন । অনন্ত জলিল দিয়ে পর্যন্ত কোরবানি হয় ।
.
আমার খুব ইচ্ছে দেশের বাড়ি সন্দ্বীপ গিয়ে একটা গরুর খামার করে জয়া আহসানকে পালবো ।
.
কিন্তু গরু ব্যবসায়ীরা একটু কম চালাক । তাই হয়তো বোকাদের গরুর সাথে তুলনা করা হয় । কোন গরুর মালিক যদি তার গরুর নাম স্বপ্ন পদ্মা সেতু রেখে হাটে তুলতো এতোক্ষণে সে সেলেব্রেটির পাশাপাশি নানা উপহারে ভরপুর ঈদ করতে পারতো ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:০৮

ইমরোজ৭৫ বলেছেন: কুরবানীর পশু যদি ছয় মাস আগে ক্রয় করা হয় তাহলে পালতে সমস্যা হয় না। কিন্তু ২ দিন বা ৩ দিনের জন্য পশু কিনলে পালতে খুব অসুবিধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.