নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চুরির শতাধিক মোবাইল উদ্ধার করে নিজেদের জিম্মায় রেখে দিয়েছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযান চালিয়ে সেই মোবাইল উদ্ধার করলো পুলিশ।
এদিকে মামলার সুষ্ঠ তদন্ত করতে হয়তো মাঠে নামবে র্যাব ।
ওদিকে কারো উপর বিশ্বাস নেই বলে সেনাবাহিনীর উপর পুরো তদন্ত ভার দাবী করবে জনগন ।
সেখানে হয়তো হস্তক্ষেপ করবে সরকার । প্রসঙ্গ হিসেবে তারা টানবে এরশাদ, ফখরুল কিংবা মেজর জিয়ার অতীতে বিচার করতে এসে ক্ষমতায় থেকে যাওয়াকে,
তথ্যমন্ত্রী এসে বিরোধিদলের ষড়যন্ত্রের গন্ধের খোঁজ পাবে । টকশোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এসে দাবী করবে মোবাইলগুলো তার দলের নেতা কর্মীদের ।
মমতাজ সংসদে এসে গান ধরবে, ক্ষণিকের মোবাইল জিম্মা ভুলে করিব পদ্মা সেতুর বন্দনা, প্রিয় নেত্রী তুমি করেছো ডিজিটেল বাংলাদেশ নাহয় এমন চুরি ঘটাতো না ।
জিম্মায় থাকা মোবাইল দেখতে ভীড় জমাবে উৎসুক জনগন । ততক্ষণে এটা ভাইরাল ইস্যু । আমিও যাবো সেখানে আইফোন থার্টিন প্রোম্যাক্স আছি কিনা দেখার জন্য । কিন্তু ভেবে টেনশনে পরে গেলাম! পুলিশ, র্যাব, সরকার, দুদক কিংবা মাদক, টাকাটা কার পকেটে চালান করলে ওটা আমার হতে পারে ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ভালো।