নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ছিঃরিয়াল

২১ শে মে, ২০২১ রাত ৯:০৫

জি বাংলায় প্রচারিতো মেগা ধারাবাহিক এই ছেলেটা ভেলভেলেটা, দ্বীপ জ্বেলে যাই, গোয়েন্দা গিন্নি, জড়োয়ার ঝুমকো, আমার দুর্গা, ভুতু, ফুলমনি,সাত পাকে বাঁধা, রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম, কাছে আয় সই, এরাও শত্রু, সুবর্ণলতা, কনকাঞ্জলি, শাশুড়ি জিন্দাবাদ, কেয়া পাতার নৌকা, সতী, রাগে অনুরাগে, রাশি, কোজাগরী, তুমি রবে নীরবে অথবা চোখের বালিসহ সব সিরিয়ালের কাহিনী মোটামুটি একই রকম যেমন ধরেন,
.
চান্দু ভাইকে পছন্দ করেন আপনি কিন্তু ভাই পছন্দ করে আপনার বোনকে বোন পছন্দ করে আমাকেও আপনাকেও..... এভাবে করে একশ পর্বে গিয়ে দেখা গেলো সত্যি সত্যি দুই বোন থেকে একজন মারা গেলো অথবা সে অভিনয় ছেড়ে দিয়েছে নতুবা অন্য কোন কারণে সে সিরিয়ালে অভিনয়ের উপর বিরক্ত অতপর পরিচালক কোন উপায় না পেয়ে খালি যে দুই জন অবশিষ্ট আছে তাদের একজনের সাথে আরেকজনের বিয়ে দিয়ে ঘোষণা দিয়েছে আগামী শেষ দশ পর্বে সিরিয়ালটির সমাপ্তি হবে ৷
.
কিন্তু তবুও সিরিয়ালটি শেষ হইয়াও হইলো না শেষ ৷ একদিন দেখা গেলো পেট ব্যথার অজুহাতে কেউ আর সিরিয়ালের সেটে অভিনয় করতে আসছে না তারপর বাধ্য হয়ে সিরিয়াল শেষ করে দিতে হয়েছে ৷
.
The Chittagong University Journal of Social Sciences Vol. 29,2011 (P. 285-302) জার্নালের একটি গবেষণায় দেখা গেছে শতকরা নব্বই শতাংশ নারী জি বাংলা ভারতীয় চ্যানেলটি বেশী দেখে
.
যদিও গবেষণাটি করা হয়েছিলো চট্টগ্রামের উপর ভিত্তি করে তবুও এটিকে আমি পুরো দেশের আয়না হিসেবে ধরে নিচ্ছি ৷
.
কিন্তু কেনো নারীরা সিরিয়ালের প্রতি আসক্ত হয় ? সোজা কথা একটাই তাদের ধৈর্য বেশী ! একশ পর্ব সিরিয়াল দেখার জন্য যে মানসিকতা এবং ধৈর্য দরকার তা কেবলি মেয়েদেরই আছে ৷
.
ছেলেরাতো দশ মিনিট সিরিয়াল দেখলে আউট হয়ে যায় ইয়ে মানে টিভি রুম থেকে আউটের কথা বলছিলাম ৷
.
ইশ্ যদি এভাবে মেয়েরাও সমাজ পরিবার ধ্বংসকারী সিরিয়াল থেকে আউট হতে পারতো তাহলে হয়তো পরিবারগুলো আরো সুন্দর হতো ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় লেখক কি সঞ্জীব চট্রোপাধায়?

২| ২১ শে মে, ২০২১ রাত ১১:৫৫

শেরজা তপন বলেছেন: এর পেছনে নারীদের মনস্তাত্বিক বিষয়টা বের করার চেষ্টা করেন।

পৃথিবীতে সম্ভবত একমাত্র বাংলা দেশেই , বিনোদনের চ্যানেল , স্পোর্টস চ্যানেল সহ প্রায় সব চ্যানেলে( জিবি আর দুরন্ত বাদে)
সারাদিন সংবাদ দেখায়। বিজ্ঞাপনচিত্র শুরু হলে শেষ হতে চায় না,বস্তাপচা হাসির নাটক, ভয়ঙ্কর সব বাংলা সিনেমা আর ভারতীয়
সিরিয়ালের অনুকরনে কিছি হাস্যকর সিরিজ যার শুরু কখন হবে শেষ কখন হবে কেউ জানেনা।
ওরা আমাদের মেয়েদের সাইক্লোজি বোঝে, শুরু ও শেষ হবে নির্দিষ্ট সময়ে- এবং সেটা যথা সম্ভব গৃহিনীদের অবসর সময়ে।
যেই ফরমেট মেয়েরা খায় সেই ফরমেটেই ওরা নাটক বানিয়ে যাচ্ছে।

৩| ২২ শে মে, ২০২১ রাত ১:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: এই সব বস্তা পচা সিরিয়াল সরকার ছাড়া আর কেহ বন্ধ করতে পারবে না, তবে কিছুটা শিক্ষিত নারীরা হিন্দি সিরিয়াল দেখে, স্টার প্লাস, সনিতে। নারীরা কেন জানি নিউজ, খেলাধুলা, টেকনিক্যাল, ভ্রমণ ইত্যাদি ডুকুমেন্টারী দেখেই না। আমি এর কোন কারন খুজেই পাই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.