নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন সকালে এক মাম্মী ড্যাডির মেয়ের ফোনে ঘুম ভাঙ্গলো ৷ Hi শরীফ ভাই i mean বলতে চাচ্ছি আগামীকাল একুশে february আমাদের lot of plan আছে about twenty first feb নিয়ে ৷ আপনি কি থাকবেন আমাদের সাথে ? হেব্বী fun হবে actually we want celebrating আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ৷
.
কয়েক বছর আগে একুশে ফেব্রুয়ারীতে ফুল দিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের একটি মেয়ে, তার এক হাতে ফুলের ডান্ডা আরেক হাতে মোবাইলে কাকে যেনো বলছে, 'হাই নটি বয় এই একুশে ফেব্রুয়ারীতে মুসকিল হে তেরে বিনা এক বি কদম চালনা!' আসলে মনে হয় ফুলের তোড়াটা বেশী ভারী ছিলো তাই ধরার জন্য হলেও একটা ছেলে দরকার ছিলো ৷
.
গোলাপী বেগম'রা এখন pinky madam রং চেঞ্জ হয়নি বটে তবে ভাষা চেঞ্জ হয়ে গেছে ৷
.
আমাদের চিকিৎসক কবি সায়েম ভাই পণ করেছে ফেব্রুয়ারী মাসে বাংলা শব্দ ছাড়া কথা বলবে না ৷ ডাক্তাররা কবিও হয় অথবা কবি যে কেউ হতে পারে শুধু মন থাকতে হয় ডাক্তার সাব তার জ্বল জ্বল উজ্জ্বল প্রাণবন্ত উদাহরণ এবং চলমান দৃষ্টান্ত ৷ উনি একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা দিচ্ছেন এভাবে, 'আপনাকে একুশে ইংরেজী সনের দ্বিতীয় মাসের শুভেচ্ছা! ইংরেজী শব্দটির বাংলা শব্দ অভিধানে খুঁজে পাইনি বলে দুঃখিত লজ্জিত ৷'
.
অনেক বছর আগে সন্দ্বীপে নানার বাড়ি বাউরিয়ার বধুমালাদারের বাড়িতে কোন এক আট ই ফাল্গুনে ঘুম থেকে উঠে দেখি ভদ্রমশাই 'বাংলা গালি' দিচ্ছে ৷ সে কি গালি ৷ ভাবলাম ভাষা দিবস উপলক্ষে সে গালিটাও বাংলায় দিচ্ছে ভেবে গর্বে বুক ভরে যাচ্ছি ৷ বললাম নানা এটা 'ফকিরন্নীর বাচ্চা হবে না উচ্চারণ হবে ফইন্নীর বাচ্চা!' সে বললো দূর রাখেন আপনার ফইন্নীর বাচ্চা সাঁজ সকালে আমার বাগান থেকে ফুল চুরি করে শ্রদ্ধা নিবেদন করতে গেছে ৷ হালা ফইন্নী ! হাউ কিউট!
.
কোন এক বছর একুশেলফি তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম সেখানে দেখলাম ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে বায়ান্নর একুশে ফেব্রুয়ারীর রিহার্সেল চলছে ৷ এ যেনো আ মারি বাংলা ভাষার!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪
মেহেদি_হাসান. বলেছেন: আজকে আমার ঘুম ভেঙেছে হিন্দি গান শুনে
গ্রামের প্রাইমারী স্কুলের শহীদ মিনারে সকালে বাচ্চারা ফুল দিয়েছে তার ঘন্টাখানেক পরে দেখি ফুল নেই মিনারের সামনে দাড়িয়ে পোলাপাইন সিগারেট টানছে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: সব কিছু বদলে যায়। ভাষা বদলে যাবে আনা কেন?
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩
বোকা পুরুষ বলেছেন: শহীদ দিবসের ''শহীদ" শব্দটি আরবি আবার বাংলা একাডেমির "একাডেমি" শব্দ টা ইংরেজি
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আজকের পড়া সবথেকে সেরা পোস্ট এটাই...