নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মন মরা এক জীবন

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

আমেরিকার সাপ্তাহিক ছুটি রবিবার সেই সূত্রে সপ্তাহের প্রথম অফিস খোলা হয় সোমবার,
.
ল্যারি ডোসি তার আলোচিত বই 'রিকভারিং দি সোল্(soul)' লিখেছেন, গবেষণায় দেখা গেছে ৮৫ শতাংশ আমেরিকান সোমবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে 'হার্ট অ্যাটাক' করেছেন!
.
চাকরিতে যেতে হবে এই চিন্তাটা আমাদের শরীরে কতটা প্রভাব বিস্তার করে একবার ভেবে দেখুন,
.
কেডিএস এক্সেসোরিজে ইরফান নামে একটা ছেলে জয়েন করেছিলো, প্রথম দিন অফিস করার পর রিয়াজ ভাই তাকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে অফিস? সে বলেছিলো, 'সকাল নয়টায় অফিস আসতে হবে এই টেনশনে রাতে ঘুম হয়নি সুতরাং বুঝেন কেমন লাগছে' ঠিক মাথার উপ্রে দিয়ে,
.
চাকরির প্রেসার, ঘরে বউয়ের প্রেসার, সামাজের নানান প্রেসার, টেনশন! কতো হাজার হরেক রকমের টেনশন!
.
ছেলের পড়াশুনা, মেয়ের বিয়ে, বাড়ি ভাড়া, পকেট খরচ থেকে শুরু করে নিত্য পণ্য...... কোথায় প্রেসার নেই! আত্মীয় স্বজন তার উপর পাল্লা দিয়ে স্ট্যাটাস রক্ষা, প্রমোশন ব্লা ব্লা,
.
সেদিনের দেখা আঙ্গুরের মতো মানুষটা আজ কিসমিস্ হয়ে গেছে! যাচ্ছে! যাবে,
.
একদিন ধুত্তরি শালার আর পারিনা বলে মানুষটা হাত পা নাড়ে না! অভিমান করে! শুয়ে থাকে আর জাগে না! আমরা ধরে নিই সে মরে গেছে!
.
ভারত কিংবা সিঙ্গাপুর থেকে দেবী শেঠিরা ছুটে আসে! মানুষ হুমড়ি খেয়ে পড়ে, স্যার যতটাকা লাগে আমাকে একটু দেখেন! ক্রমে ক্রমে শেষ হয়ে যাচ্ছি....!
.
তারপর দেবী শেঠিরা সবার উদ্দেশ্যে টিপস্ দেয়! পত্রিকা, পোট্রাল, ব্লগে মুড়ির মতো শেয়ার হয় টিপসগুলো,
.
আমার স্যার অফিসে এসে জিজ্ঞেস করে ভাই আখরোট কি! হার্টের জন্য নাকি বেশী ভালো! দেবী শেঠি বলেছে!
.
আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে আসার পর শেঠির টিপসে দেশে আখরোটের চাহিদা বেড়ে গেছে! অফিসের বসদের ডেস্কে ডেস্কে আখরোট! বাঁচতে হলে এগুলো খেতে হবে!
.
আসলে আখরোটে এক প্রকার বাদাম যাতে আছে 'পলিআনস্যাচুরেটেড ফ্যাট’ যা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রক্তচাপ কমাতে সহায়ক করে, এই হলো বেপার!
.
ঘুরে ফিরে চলে আসে টেনশন! প্রেসার! দুশ্চিন্তা! ফলস্বরূপ, উচ্চরক্ত চাপ! আবার কেউ কেউ এতো এতো খায় যে তাদের উপ্রে খাবার প্রেসার ভর করে! অবশেষে স্ট্রোক!
.
গবেষণা হয়! দুক্কের বিষয়, একশ জন স্ট্রোক করা মানুষের মধ্যে সত্তর জনই পুরুষ আর ঊনত্রিশ জন মহিলা!
.
এই লেখাটি লেখা কিংবা পড়ার মধ্যে কয়েক শত মানুষ স্ট্রোক করে ফেলেছেন কারণ প্রায় প্রতি ছয় সেকেন্ড একজন মানুষ স্ট্রোক করেন,
.
আগে বাথরুমে গেলে মানুষ মনের সুখে গান করতো এখন বাথরুমে গিয়ে মানুষ বেশী স্ট্রোক করে!!!
.
মনে সুখ নাই তো ভাই! কোন সুখ নাই! আড্ডা নাই! হাসি নাই! মায়া নাই! মহব্বত নাই! ভালবাসা নাই! বোঝাপড়া নাই! সৃষ্টি কর্তার উপর ভরসা নাই! নাই কিচ্ছু নাই! আছে কেবলি নষ্ট প্রতিযোগিতা! স্বার্থপরতা! আমি! আমি! আমি! আর আমরা কয়েকজনা!
.
কত ধরণের ইগো! রাগ! ক্ষোভ! অহংকার! মইরা যামু মাগার এগুলো ছাড়তে পারুম না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপে যান, রাতে চেঁউয়া মাছ ধরেন, মহিসের দুধের দই খেয়ে আসেন, কেডিএস'এর রেভেনিউ বেড়ে যাবে।

২| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: রাগ ক্ষোভ ইগো মানুষের ক্ষতি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.