নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় মামা আর নেই!

২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

শুরুটা বাংলাদেশের ইতিহাসের কালজয়ী নাটক 'কেউ কোথাও নেই' ধারাবাহিকের বাকের ভাইয়ের মোটর সাইকেলের ঠিক পিছনে বসে থাকা একটি চরিত্র বদি দিয়ে, সেই বদি ই আজকে আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া আবদুল কাদের ৷
.
বদি, মজনু এবং বাকের ভাই নামক তিন গুন্ডা চরিত্র একসময় এতো জনপ্রিয় ছিলো যে বাকের ভাইয়ের ফাঁসি ঘোষণা আসলে মানুষ ঘর থেকে রাস্তায় বের হয়ে মিছিল শুরু করে ৷ বাকের ভাইদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ৷
.
সত্যি সময়ের সাথে কেমন যেনো চিরন্তন বাস্তবতা ধরা দিয়েছে আবদুল কাদেরদের জীবনে ৷ কোথায় যেনো কেউ আর নেই ৷ ক্যান্সারের কাছে মৃত্যুদন্ড হয়েছে তার ৷
.
ইত্যাদিতে আর কখনো দেশ এবং দশের ক্ষতি হবে ভাগিনার অভিনব এমন সব ব্যবসার আইডিয়ার সামনে কাল হয়ে দাড়াবে না আবদুল কাদের ৷ জাতি একজন আদর্শের ধারক মামাকে হারালো ৷
.
শেষ যখন ইত্যাদির সেটে আবদুল কাদেরকে বলা হলো, ভয়েস আরেকটু জোরে দিতে তখন তিনি অসুস্থতা গোপন রেখে শেষ চেষ্টা করে বলেছিলেন, আর জোরে ভয়েস দিতে পারবো না ৷ সত্যি তারপর থেকে আর পারেননি ৷ তবুও চেষ্টার ত্রুটি করেননি ৷
.
চেয়েছিলেন পৃথিবীর বুকে মাত্র আরো কিছু দিন বেঁচে থাকতে ৷
.
এখনো বুড়োবুড়িরা যখন নাতি নাতনীকে বলে 'আমার ভাইটামিনগুলো এনে দেও তো' তখন আমরা হাসি ৷ আসলে এটা ছিলো কাদের ভাইয়ের একটা বিখ্যাত ডায়লগ, ‘মাইরের মধ্যে ভাইটামিন আছে’
.
মনে পরে যায়, ‘বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে’৷ তারপরও তিনি সেটে সাক্ষী দিতে এসেছিলেন মুখে দাড়ি লাগিয়ে কারণ হিসেবে বললেন, আজকের পর জনগন আমাকে দেখে চিনে ফেললে মাইর একটাও মাটিতে পরবে না ৷ এরপরে ঢাকা শহরে মুখে দাড়ি লাগিয়ে ছদ্মবেশে ঘুরবো ৷
.
জানিনা সাক্ষী দেওয়ার পর মুখে দাড়ি লাগিয়ে তিনিও জনগনের সাথে একাত্ম হয়ে স্লোগান দিয়েছিলেন কিনা ৷ তবে হৃদয় জয় করে নিয়েছিলেন ইত্যাদিতে একজন আদর্শ মামা হয়ে ৷ এভাবে হয়তো মানুষের মানস্পটে বেঁচে থাকবেন চিরকাল ৷

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

স্থিতধী বলেছেন: একজন হাই কোয়ালিটি এক্টর ছিলেন । অনেক হেসেছি ওনার অভিনয় দক্ষতায় । ২০২০ বহু প্রাণ কেড়ে নিলো ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: তার অভিনয় দেখেছি। ভালো লেগেছে।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

অনেক কথা বলতে চাই বলেছেন: Shobai ae bhul kotha ta bolei jacche. Na, shuru ta Kothao Keu Nei diye shuru hoy ni. Uni bohu age thekei akjon bhalo obhineta chilen.

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

অলোকানন্দার ডায়েরি বলেছেন: এভাবেই বুঝি একে একে সব নক্ষত্রের পতন হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.