নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
শুরুটা বাংলাদেশের ইতিহাসের কালজয়ী নাটক 'কেউ কোথাও নেই' ধারাবাহিকের বাকের ভাইয়ের মোটর সাইকেলের ঠিক পিছনে বসে থাকা একটি চরিত্র বদি দিয়ে, সেই বদি ই আজকে আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া আবদুল কাদের ৷
.
বদি, মজনু এবং বাকের ভাই নামক তিন গুন্ডা চরিত্র একসময় এতো জনপ্রিয় ছিলো যে বাকের ভাইয়ের ফাঁসি ঘোষণা আসলে মানুষ ঘর থেকে রাস্তায় বের হয়ে মিছিল শুরু করে ৷ বাকের ভাইদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ৷
.
সত্যি সময়ের সাথে কেমন যেনো চিরন্তন বাস্তবতা ধরা দিয়েছে আবদুল কাদেরদের জীবনে ৷ কোথায় যেনো কেউ আর নেই ৷ ক্যান্সারের কাছে মৃত্যুদন্ড হয়েছে তার ৷
.
ইত্যাদিতে আর কখনো দেশ এবং দশের ক্ষতি হবে ভাগিনার অভিনব এমন সব ব্যবসার আইডিয়ার সামনে কাল হয়ে দাড়াবে না আবদুল কাদের ৷ জাতি একজন আদর্শের ধারক মামাকে হারালো ৷
.
শেষ যখন ইত্যাদির সেটে আবদুল কাদেরকে বলা হলো, ভয়েস আরেকটু জোরে দিতে তখন তিনি অসুস্থতা গোপন রেখে শেষ চেষ্টা করে বলেছিলেন, আর জোরে ভয়েস দিতে পারবো না ৷ সত্যি তারপর থেকে আর পারেননি ৷ তবুও চেষ্টার ত্রুটি করেননি ৷
.
চেয়েছিলেন পৃথিবীর বুকে মাত্র আরো কিছু দিন বেঁচে থাকতে ৷
.
এখনো বুড়োবুড়িরা যখন নাতি নাতনীকে বলে 'আমার ভাইটামিনগুলো এনে দেও তো' তখন আমরা হাসি ৷ আসলে এটা ছিলো কাদের ভাইয়ের একটা বিখ্যাত ডায়লগ, ‘মাইরের মধ্যে ভাইটামিন আছে’
.
মনে পরে যায়, ‘বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে’৷ তারপরও তিনি সেটে সাক্ষী দিতে এসেছিলেন মুখে দাড়ি লাগিয়ে কারণ হিসেবে বললেন, আজকের পর জনগন আমাকে দেখে চিনে ফেললে মাইর একটাও মাটিতে পরবে না ৷ এরপরে ঢাকা শহরে মুখে দাড়ি লাগিয়ে ছদ্মবেশে ঘুরবো ৷
.
জানিনা সাক্ষী দেওয়ার পর মুখে দাড়ি লাগিয়ে তিনিও জনগনের সাথে একাত্ম হয়ে স্লোগান দিয়েছিলেন কিনা ৷ তবে হৃদয় জয় করে নিয়েছিলেন ইত্যাদিতে একজন আদর্শ মামা হয়ে ৷ এভাবে হয়তো মানুষের মানস্পটে বেঁচে থাকবেন চিরকাল ৷
২| ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: তার অভিনয় দেখেছি। ভালো লেগেছে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১
অনেক কথা বলতে চাই বলেছেন: Shobai ae bhul kotha ta bolei jacche. Na, shuru ta Kothao Keu Nei diye shuru hoy ni. Uni bohu age thekei akjon bhalo obhineta chilen.
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮
অলোকানন্দার ডায়েরি বলেছেন: এভাবেই বুঝি একে একে সব নক্ষত্রের পতন হবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
স্থিতধী বলেছেন: একজন হাই কোয়ালিটি এক্টর ছিলেন । অনেক হেসেছি ওনার অভিনয় দক্ষতায় । ২০২০ বহু প্রাণ কেড়ে নিলো ।