নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অনার্সের পর অনেক সাধ হলো বিসিএস ক্যাডার হবো, সেই সময় এক মেয়েকে বললাম, বিয়ে করবা? সে একটা ছবি পাঠালো, তাতে লেখা, মনু বিসিএস ক্যাডার হইছো? না হবা!
.
একটা সুন্দরী বিয়ে করার জন্য হলেও আমাদের স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হতে হবে ৷
.
বিসিএসের ভূত সবচেয়ে বেশী ভর করছিলো বন্ধু মোঃ কাদের মাথায়, হঠাৎ খেয়াল করলাম কেউ তার নাম জিজ্ঞেস করলে সে ঢং করে বলে, আমি মোঃ ক্যাডের্! আপনি?
.
ক্যাডার না হতে পেরে বুঝতে পেরেছিলাম প্রেমিকার মাথায় আমি আর নাই সেই আমি ৷ একদিন কাঁদতে কাঁদতে বলেছিলো, ভালবেসে তুমি আমাকে আর 'ক্যাডাইয়ো' না, আমি বাবার পছন্দের ক্যাডার ছেলে বিয়ে করবো ৷
.
সুশান্ত পালের বক্তব্য শুনার পর তো আরো মাথা খারাপ, মনে হতে লাগলো ক্যাডার হতে না পারলে সে জীবন একদম ফাউল ৷
.
অবশেষে মমতাজের গানকে মিমিক করলাম, 'ক্যাডার যখন কোট টাই পইরা, রাস্তা দিয়ে রঙ্গ কইরা হাইট্টা হেলেদুলে অফিস যায়, ভাইগ্গা যায়! কত জনের গফ্ ভাইগ্গা যায়!'
.
তারপর প্রথম বিসিএস দেওয়ার পর যখন মনে হলো কারো কারো দ্বারা 'বিসিএস' হবে না কখনো হবে তখন নিজেকে 'বিশ্রীএস(Ass)' মনে হতে লাগলো ৷
.
বাতির অভাবে জোনাকির আলোয় পড়ে বিসিএস ক্যাডার সখিনা টাইপ নিউজগুলো দেখে খুব হিংসে হতো ৷ এই জীবনে হয়তো কখনো বলা হবে না, হাই আই এম চৌত্রিশ বিসিএস ৷ আমি আবারো বলছি ৷ আই এম এ ৩৪ তম বিসিএস ৷
.
আগে জানের জান ছিলো বিসিএস ফেইল করার পর কত প্রেমিক যে ভাইজান হয়ে গেছে সে কথা কি আর বলবো ৷ আপাতত অটো পাশের মতো অটো বিসিএস হবো এমন কোন সুযোগের অপেক্ষায় আছি ৷ স্বপ্ন পূরণ হবে কি!
২| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন দেখা ভালো।
৩| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
নীল আকাশ বলেছেন: ভাই অটো বিয়ে হয় না? অটো পাশের মতো?
৪| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই জান,স্বপ্ন যদি দেখেন তবে ভালটাই দেখেন।
অটো বি-ছি-এস এর স্বপ্ন কেন দেখবেন ।যেটা বড় স্বপ্ন বিয়া সেটাই দেখেন না ।বিয়া বহুত ঝামেলার।হেইয়া যদি অটো অই যায় তাইলে কতনা মজা হয় -তাইনা?
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার স্বপ্ন পূরণ হোক।
কিন্তু, বিসিএস ক্যাডার কি হাইফাই কোনোকিছু? একটা অ্যাডেও দেখা যায় এরকম একটা কিছু।