নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শ্রমিকের অধিকার আসলে কারা বাস্তবায়ন করেছিলো!

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

'মানব মু্ক্তির প্রথম শর্ত নারী মুক্তি' প্লেকার্ড নিয়ে যখন বুয়েট পাশ নারীবাদী স্লোগান দেয় তখন আবার খবর বের হয় তার হাতেই নির্মম নির্যাতনের শিকার হয়েছে তার গৃহপরিচারিকা ৷
.
কাজের মেয়েকে তালা খুলতে দেরী হওয়ায় নির্যাতন কিংবা এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গায়ে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতনের খবর আমাদের দেশে প্রতিনিয়ত সামনে আসে ৷
.
যারা নির্যাতন নিপীড়ন করে তারা ই আবার সভা সেমিনার সিম্পোজিয়ামে লম্বা লম্বা ভাষণ দেয় তা কালে কালে বিভিন্ন সংবাদ মাধ্যমের আমাদের চোখে পরছে ৷
.
শুনেন ভাই, চৌদ্দশ বছর আগে একজন মানুষ মক্কা থেকে মদীনাতে হিজরত করতে যাওয়ার পর যে তার সাথে দেখা করতে যেতো খুশি হয়ে আনন্দচিত্তে কিছু হাদিয়া নিয়ে যেতো ৷
.
জনৈক মহিলা ছিলো গরীব ৷ সে কোন উপহার নিয়ে যেতে পারেনি ৷ তাই তার ছেলেকে এগিয়ে দিয়ে বললো, আমি আমার ছেলেকে হাদিয়ে স্বরূপ আপনার খেদমতে দিয়ে গেলাম ৷
.
দশ বছর সেই ছেলে তার খেদমতে নিয়োজিত ছিলো ৷ টুকটাক হুট ফরমায়েশ পালন করতো ৷
.
দশ বছর পর তিনি বলেন আমার মা আমাকে যার খেদমতে নিয়োজিত করেছিলেন তিনি কখনো ভুলেও আমার গায়ে হাত তুলেননি ৷ কখনো গালি দেন নাই ৷ বকাও দেন নাই ৷ আমার দিকে বিরক্তি ভরে তাকান নাই ৷ কখনো বলেন নাই, এটা করোনি কেনো ৷ ওটা করোনি কেনো ৷
.
দশটা বছর একটা মানুষ তার অধিনস্তের প্রতি বিন্দুমাত্র জুলুম করে নাই তার স্বাক্ষ্য স্বয়ং আনাস রাঃ নিজেই বলে গেছেন ৷ সেই মানুষটি হয়ে গেছেন তার প্রিয় নবী ৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ৷ কলিজার টুকরা ৷ মানুষটি আমাদের প্রিয় নবী ৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (সঃ) ৷
.
মে দিবস আসলে তোমরা শ্রমিক অধিকার চাও ৷ তারপর বছর জুড়ে দিনশেষের বাঁশটাও শ্রমিকদের পেছনে ই মারো ৷
.
শিল্পপতি হয়ে হাজার কোটি টাকার মালিক হও ৷ আর শ্রমিকদের বোনাস দিতে গেলে ভান ধরো রাস্তার ভিক্ষুক হয়ে গেছো ৷ নেওয়ার বেলায় মালিক সাজো ৷ দেওয়ার বেলায় ওম্মারেম্মা, আমিতো শেষ ৷
.
শ্রমিক বাসে ঝুলে আসে তুমি কোটি টাকা দামের গাড়ি ৷ করোনাকালে জীবন বাজী রেখে যে শ্রমিকরা তোমাদের অর্থনীতি সচল রেখেছে তাদের কোম্পানীর লস দেখিয়ে ছাঁটাইও করো ৷
.
মনে রেখো, শ্রমিকদের অধিকার কেমন হবে চৌদ্দশ বছর আগে প্রিয় নবী দেখিয়ে দিয়েছেন ৷ কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ৷ আল্লাহ নিজে বলেছেন, শ্রমিকদের মজুরি নিয়ে টালবাহানা করলে আল্লাহ তার আদালতে সরাসরি এই বিচার করবেন ৷ সেদিন তোমরা বাঁচতে পারবে না ৷
.
কত ধরণের লেভার অর্গানাইজেশন আছে ৷ তারা তো উল্টো মালিক পক্ষ হয়ে কথা বলে ৷ মালিকের লোকজন পকেটে কিছু দিয়ে দিলে, তারাই বলে বিচার মানি কিন্তু তালগাছ মালিকের ৷
.
অধিকার কেমন হবে আল্লাহ বলে দিয়ে গেছেন ৷ নবী বাস্তবায়ন করেছেন ৷ তোমরা তো খালি মুখে বলো, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন চাই ৷ কাজে ঠনঠন ৷
.
শুনে রাখো, বেলাল রাঃ ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ-এর ক্রীতদাস ও নিষ্ঠুর নির্যাতিত শিকার ছিলেন ৷ পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করলে দ্বাসত্ব ও অত্যাচার থেকে তিনি মুক্তি লাভ করেন ৷ ইসলামের আলোয় এসে তিনি শুধু শ্রেষ্ঠ মুয়াজ্জিনের সম্মান লাভ করেননি সাথে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদও পেয়েছিলেন ৷ এই হলো মহান ইসলাম ৷ শ্রমিকের ইসলাম ৷ যার নাম শুনলে তোমাদের অনেকের চুলকানি উঠে ৷

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কত ধরণের লেভার অর্গানাইজেশন আছে ৷ - আসলে এদের অন্যরূপ মালিক পক্ষের হয়ে কাজ করা!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমার কোনো কিছুতেই চুলকানি উঠে না। কারন যে যা বলে আমি সব মেনে নিই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: পোষ্টটি ভাল লেগেছে। শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.