নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভারতের অরুণিমা সিনহা একদিন ট্রেন দিয়ে যাওয়ার সময় ডাকাতদল তার সোনার চেইন কেড়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিলো ৷
.
একের পর এক ট্রেনের বগি তার পায়ের উপর দিয়ে গিয়েছিলো ৷ পুরো দেশ জুড়ে তোলপাড় হয়েছিলো ঘটনাটি ৷ একজন জাতীয় ভলিবল খেলোয়ারের এমন করুণ দৃশ্য তখন ভাইরাল ৷
.
টিকেট না কেটে ট্রেনে উঠাতে কিছুদিন পর হঠাৎ করে মিডিয়া তার সমালোচনা করা শুরু করলো ৷ কেউ কেউ বলা শুরু করলো সে আত্মহত্যার জন্য ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলো ৷
.
পা হারানো অরুণিমার চোখের সামনে যখন এসব খবর আসতো তখন তার খুব খারাপ লাগতো ৷ সে খুব হতাশ হয়ে পরেছিলো ৷
.
অরুণিমার গল্পটি জানেন কি না জানি না তবে আমাদের মিডিয়াগুলো অনেকটা এমনি ৷ আজ আপনাকে মাথার উপর তুলতেছে তো কাল ধপ্পাস করে মাথা থেকে ফেলে দিয়ে চলে যাবে ৷
.
ঠিক সেই সময়ে একটা সামান্য অনুপ্রেরণা আপনাকে বেঁচে থাকতে সাহস জোগাবে ৷ একটা জিনিস কি জানেন, জীবনে বেঁচে থাকতে হলে অনুপ্রেরণার কোন বিকল্প নেই ৷
.
তৎকালীন সময়ে জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং ক্যান্সার মোকাবেলা করে জয় লাভের ইতিহাসও অনেকটা ভারতের টক অব দি কান্ট্রি ছিলো ৷ ক্যান্সারকে হার মানানোর অনবদ্য সংগ্রাম অরুণিমাকেও মুগ্ধ করেছিলো ৷ যুবরাজ সিং হয়ে গেলো তার আইডল ৷
.
সকল সমালোচনাকে পিছনে ফেলে অরুণিমাও সিন্ধান্ত নেয় এক পা নিয়ে সে উঠে দাঁড়াবে ৷ শুধু উঠে দাঁড়ালে হবে না সেই পা দিয়ে সে এভারেস্ট জয়ের ট্রেনিং নেওয়া আরম্ভ করলো ৷ একটু অনুপ্রেরণা সঙ্গে নিয়ে সে অসাধ্য সাধনের লক্ষ্যে কৃত্রিম পা নিয়ে কসরত করতে থাকে ৷
.
আমি আবারো বলছি, ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যান্সার জয় করার গল্প যদি অরুণিমার চোখে না পড়তো হয়তো তার জীবন বিচানায় কেটে যেতো ৷ অবজ্ঞা অবহেলা আর সমালোচনা মুখর হয়ে পরনির্ভরশীল হয়ে একদিন পৃথিবী থেকে বিদায় নিতো সে ৷
.
তোমরা যারা মোটিবেশননাল গল্প দেখলে নাক সিঁটকাও তারা জানো না সামান্য একটু উৎসাহ লক্ষ মানুষের জীবন পাল্টে দিয়েছে ৷ দিতে থাকে ৷ তুমিও পারবে ৷ একটি বিশ্বাস, তুমিও জিতবে ৷ সত্যি জিতিয়ে দেয় অনেকটা ৷
.
পাড়া প্রতিবেশী বন্ধু শত্রু থেকে শুরু করে দুনিয়ার সকল মিডিয়া আপনার সমালোচনা করলেও দিনশেষে একজন অনুপ্রেরণার মানুষ আপনার পাশে থাকলে, আপনার জয় হবে ৷ শুধু হাল ছেড়ো না একটি কথা আপনাকে কাজ কিংবা স্বপ্নের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখবে আজীবন ৷
.
অরুণিমা এক পা নিয়ে এভারেস্ট জয় করতে পেরেছিলো কি না সেটা আপনারা গুগুল করে জেনে নিন্ ৷ যদি পেরে থাকে সে ই প্রথম মানবী যে কৃত্রিম পা নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলো ৷
.
তোমার আমার সবার জীবন অরুণিমার মতো ৷ বড্ড অসহায় ৷ বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের কাছে পরাজয় হয় ডাকাত দলের ডাকাতির ইতিহাস ৷ হারিয়ে যায় পায়ের উপর দিয়ে একের পর এক বগি চলে যাওয়ার গল্প ৷ তবুও দমে গেলে চলবে না ৷
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১
শোভন শামস বলেছেন: গল্প লেখা চলতে থাকুক।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন এক সংগ্রামের নাম।কাউকে পাশে পেলে ভাল নয়তো একাই সংগ্রাম করতে হবে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: অরুনিমার ঘটনা টা জানতাম না।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯
আমি সাজিদ বলেছেন: বেশ লিখেন আপনি। একদিন আড্ডা দিবো নে।