নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিছু মাথার মূল্য

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে বসে কোকাকোলা খাচ্ছিলাম কারণ কোকাকোলার এমন একটি ফর্মুলা আছে যা পৃথিবীর দুইটা মানুষ ছাড়া আর কেউ জানে না ৷
.
ঐ দুইজন মানুষকে আবার একই বিমানে ভ্রমণ করতে দেওয়া হয় না কারণ যদি বিমান দূর্ঘটনায় তাদের মৃত্যু হয় তাহলে কোম্পানির কি হবে ৷
.
কিছু কিছু মানুষের মাথার মূল্য এমনি হয়,
.
প্রসেনজিৎ চ্যাটার্জির অটোগ্রাফ মুভির একটি জনপ্রিয় ডায়লগ আছে, আই এম প্রসেনজিৎ চ্যাটার্জি, আই এম এ ইন্ডাস্ট্রি ৷
.
সিলেট বিভাগের মৌলভিবাজার জেলার বিখ্যাত চায়ের কারিগর রমেশ বলছিলেন, 'অামার চায়ের সাতটা রং পরিস্কার বুঝা যায়, অন্য জায়গায় বুঝা যায় না। সেটা চাইলে অাপনিও দেখতে পারেন৷৷' কেনো বুঝা যায় তার উত্তর রমেশের মাথা ৷ যা টপ সিক্রেট! হি ইজ এ ইন্ডাস্ট্রি ৷
.
জীবনে প্রতিষ্ঠানের কর্মচারি কর্মকর্তা হয়ে লাভ নেই সফলতা হলো নিজে ই একটি প্রতিষ্ঠান হয়ে যাওয়া ৷
.
যেমন হতে পেরেছিলেন সাহিত্যে রবি নজরুলসহ আরো অনেকে তেমনি সবক্ষেত্রে স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গরা ৷
.
কিন্তু কিভাবে নিজেকে একটি প্রতিষ্ঠান বানানো যায় তার কোন সহজ আছে বলে মনে হয় না ৷
.
এই প্রসঙ্গে ইউএসসি কিক স্কুল অব মেডিসিন এবং ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. ডেভিড আগাস বলেছিলেন, 'কোনো কাজে সফলতা আনার চেষ্টা করে দেখলেন, যতো সহজ মনে হয়েছিল ততো সহজ নয়। এই সময়টাতে মাথা ঠাণ্ডা রাখুন এবং কাজ করতে থাকুন। বাকি কাজ আপনা-আপনি হয়ে যাবে।'
.
কখনো যদি চিন্তা করি আমি নিজে একদিনে পুকুর কাটবো তাহলে তা সম্ভব না কিন্তু আমি যদি প্রতিদিন কোদাল চালাতে থাকি অনেক বছর পর সেটা নিজের অজান্তে পুকুর হয়ে যাবে ৷
.
বঙ্গবন্ধু বলেছিলেন, 'আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি শুধু এই দেশের মানুষের মুক্তি চাই ৷ যা তাকে সর্বকালের সেরা বাঙ্গালী বানিয়ে দিবে তা কে ই বা জানতো ৷'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: আসলেই কিছু মাথার মূল্য বৃহৎ

২| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু একজন গ্রেট ম্যান।

৩| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪০

শেরজা তপন বলেছেন: আপনার লেখা পড়তে তো ভয় করে- যদি আবার টাকা পয়সা চেয়ে বসেন :)

৪| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৭

আব্দুল মোমেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.