নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি আবারো বলছি, অনলাইন লেখকদের সম্মানী চাই ৷ বিন্দুমাত্র পিছপা হবো না ৷
.
পাঁচ বছর আগে যখন ব্লগে প্রথম লিখছিলাম তখন একটি নামে চোখ আটকে গেলো 'সোনাবীজ অথবা ধুলোবালিছাই' নামকরণের অদ্ভুতভাব দেখে ৷ পরে জনলাম এটা মনে হয় তার ২০১১ সালে প্রকাশিত একটি বইয়ের নাম ৷
.
খুব ই জনপ্রিয় একজন ব্লগার ৷ ভাবী যদি কখনো এসে বলে Khalil Mahmud ভাইয়ের খোঁজ পাচ্ছে না তখন আমি বিন্দুমাত্র বিচলিত হবো না বরং বলবো সামু ব্লগে খোঁজ করে দেখেন ৷ বেঁচে থাকলে ওখানে ই তাকে পাবেন ৷
.
আমি যখন অনলাইন লেখকদের সম্মানী চাই মর্মে আন্দোলন করছিলাম তখন ফেসবুক থেকে অনেকে এগিয়ে আসলেও একজন ব্লগার বারবার এগিয়ে এসে যেনো জানান গিয়ে যাচ্ছে থেমো না ৷
.
প্রথমবার পাঠিয়েছেন ৩৩৩ টাকা, দ্বিতীয়বার ১১১ টাকা এবং শেষ কাল ঈদ সেলামী বাবদ ৫১০ টাকা ৷
.
শত আলোচনা সমালোচনার মুখে কেউ কেউ এভাবে বুকে আগলিয়ে রাখে ৷ দুই বার অনেকে পাঠিয়েছি ৷ তবে প্রথম কেউ একজন হ্যাট্রিক করেছে ৷ তাকে অভিনন্দন ৷ হ্যাট্রিকককককককক! আমাদের মেসি ভাই ৷
২| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩৮
শেরজা তপন বলেছেন: আমার খানিকটা ভিন্নমত আছে। বিষয়টা নেহায়েত আমার ব্যক্তিগত। আপনার মতামতকে শ্রদ্ধা জানাই। @ সোনাবীজ অথবা ধুলোবালিছাই' এর প্রতি কৃতজ্ঞতা
৩| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: 'সোনাবীজ অথবা ধুলোবালিছাই' (খলিল মাহমুদ) ভাই অভিজ্ঞ মানুষ। তাকে আমি ভালোবাসি।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!
আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
এভাবে নতুনের সৃষ্টি হোক।