নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, কানা ফেসবুকের বিদায়

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

ফ্লেক্সিলোডের দোকানদার পাশের ছেলেটিকে জিজ্ঞেস করছে এটা আপনার নাম্বার জানি কিন্তু পাশেরটা কার? লোকটি দাঁত কিড়মিড় করে বললো, 'ফ্রি ফেসবুক বন্ধের বিড়ম্বনায় আছি ৷ নিজের খরচ সাথে আজ থেকে বউয়ের ফেসবুক খরচও চালাতে হচ্ছে ৷'
.
দোকানদার এবার হেসে বললো, 'ভাই রে ভাই ৷ আমার ভাবী এতো ভালো কেনো? আপনার ভাবী তো যখন কানা ফেসবুক ছিলো তখনও চশমা ব্যবহার করতো ৷ ওর নাকি ফ্রি ফেসবুক ভালো লাগে না ৷'
.
এলাকার মুরুব্বি হঠাৎ আজ বলতেছে, দেশ থেকে পর্দা উঠে গেছে ৷ কাহিনীর খোঁজ নিয়ে জানলাম, ছবি ছাড়া ফেসবুক ছিলো গরীব পর্দাওয়ালা মুখবই ৷
.
শোভকলোণীর নেয়ামত কাকার ভাষ্য নিতে গেছি ৷ আইডিয়ার কারিগর ৷ বলে ডিজিটেল রেডিওর দিন শেষ, জুকারবার্গের টেলিভিশনে বাংলাদেশ ৷ কাকা সব সময় পজেটিভ্ ৷ থিংক পজেটিভের কারখানা ৷
.
কানা ফেসবুক বন্ধের প্রতিবাদ করে স্ট্যাটাস দেওয়ায় সখিনার তোপের মুখে আমাদের আজাদ আবুল কালাম ভাই ৷ এতোদিন তাহলে না দেখে ই মারেম্মা কি সুন্দর লাগছে গো এমন কমেন্ট করতে? ওপাশ থেকে রিপ্লে আসলো, 'মনের চোখ ই আসল চোখ ৷'
.
এদিকে অভাবী ব্যবহারকারীদের সাথে মিতব্যয়ী ব্যবহারকারী একাত্মতা পোষণ করেছে ৷ একজন বললো, সে ফ্রি ফেসবুক ব্যবহার করতো এবং বাঁচানো টাকা জমিয়ে তা দিয়ে হাঁস মুরগী পালন করে আজ স্বাবলম্বী ৷ এভাবে কানা ফেসবুক যখন জাতিকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছিলো এমন সময় রাজস্ব আয় বৃদ্ধির অজুহাতে এমন সুযোগ বন্ধ করায় হুমকির মুখে ক্ষুদ্রও মাঝারি উদ্যোক্তারা ৷
.
আরেকজন দাবী করেছে, তার ক্ষেতে বাতাবী লেবুর বাম্পার ফলন হয়েছে ৷ কম খরচে সে ফেসবুকে পোস্ট করে লেবু বিক্রী করতো ৷ প্রতিদিন গড়ে বিশটি লেবু বিক্রী করলেও দুদিন বিজ্ঞাপন দিতে অপারগ হওয়ায় বিক্রী কমে আটটিতে চলে এসেছে ৷ সাথে তীব্র নিন্দাও জ্ঞাপন করেছে ৷
.
পাশাপাশি বিপাকে পড়েছে কথিত ফেসবুক সেলেব্রেটিরা ৷ আগে বাসা থেকে বের হলে গড়ে দশটা সালাম পেতো অাজ তা কমে তিনটাতে এসে দাঁড়িয়েছে ৷
.
চারদিক থেকে প্রস্তাব আসছে 'কানা ফেসবুক এসোসিয়েশন' খুলে ঈদের পর আন্দোলনের ডাক দেওয়ার ৷ এতে ঝামেলা হলো ফ্রি ফেসবুক ব্যবহার করায় কেউ কারো ছবি দেখতো না বলে সংগঠিত হতে একটু বিলম্ব হচ্ছে ৷
.
করোনাকালে ফ্রি ফেসবুক ছিলো গরীবের বাসায় থাকার একমাত্র অনুপ্রেরণা ৷ এখন ভাল্লাগেনা বলে বাসা থেকে বের রয়ে রাস্তায় ভীড় করছে অলস সম্প্রদায় ৷ সাথে বাড়ছে করোনা ঝুঁকি ৷
.
ফেসবুকে যেহুতু কমে গেছে ললনাদের ভীড় সেহুতু রোমান্টিক গল্প আজ হুমকির মুখে ৷ লেখকরা ডিপ্রেশনে চলে গেছে ৷
.
সব কথার শেষ কথা, প্রেমের সমাধি ভেঙে, ফেসবুকের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় ৷ মিসকল দিবে তা জানি ৷ শুধু চোখের পানি ৷ আগের মতো হবে না তাই ৷ বিদায় ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার রম্য বাস্তব সমস্যা গুলো নিয়েই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.