নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ফ্লেক্সিলোডের দোকানদার পাশের ছেলেটিকে জিজ্ঞেস করছে এটা আপনার নাম্বার জানি কিন্তু পাশেরটা কার? লোকটি দাঁত কিড়মিড় করে বললো, 'ফ্রি ফেসবুক বন্ধের বিড়ম্বনায় আছি ৷ নিজের খরচ সাথে আজ থেকে বউয়ের ফেসবুক খরচও চালাতে হচ্ছে ৷'
.
দোকানদার এবার হেসে বললো, 'ভাই রে ভাই ৷ আমার ভাবী এতো ভালো কেনো? আপনার ভাবী তো যখন কানা ফেসবুক ছিলো তখনও চশমা ব্যবহার করতো ৷ ওর নাকি ফ্রি ফেসবুক ভালো লাগে না ৷'
.
এলাকার মুরুব্বি হঠাৎ আজ বলতেছে, দেশ থেকে পর্দা উঠে গেছে ৷ কাহিনীর খোঁজ নিয়ে জানলাম, ছবি ছাড়া ফেসবুক ছিলো গরীব পর্দাওয়ালা মুখবই ৷
.
শোভকলোণীর নেয়ামত কাকার ভাষ্য নিতে গেছি ৷ আইডিয়ার কারিগর ৷ বলে ডিজিটেল রেডিওর দিন শেষ, জুকারবার্গের টেলিভিশনে বাংলাদেশ ৷ কাকা সব সময় পজেটিভ্ ৷ থিংক পজেটিভের কারখানা ৷
.
কানা ফেসবুক বন্ধের প্রতিবাদ করে স্ট্যাটাস দেওয়ায় সখিনার তোপের মুখে আমাদের আজাদ আবুল কালাম ভাই ৷ এতোদিন তাহলে না দেখে ই মারেম্মা কি সুন্দর লাগছে গো এমন কমেন্ট করতে? ওপাশ থেকে রিপ্লে আসলো, 'মনের চোখ ই আসল চোখ ৷'
.
এদিকে অভাবী ব্যবহারকারীদের সাথে মিতব্যয়ী ব্যবহারকারী একাত্মতা পোষণ করেছে ৷ একজন বললো, সে ফ্রি ফেসবুক ব্যবহার করতো এবং বাঁচানো টাকা জমিয়ে তা দিয়ে হাঁস মুরগী পালন করে আজ স্বাবলম্বী ৷ এভাবে কানা ফেসবুক যখন জাতিকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছিলো এমন সময় রাজস্ব আয় বৃদ্ধির অজুহাতে এমন সুযোগ বন্ধ করায় হুমকির মুখে ক্ষুদ্রও মাঝারি উদ্যোক্তারা ৷
.
আরেকজন দাবী করেছে, তার ক্ষেতে বাতাবী লেবুর বাম্পার ফলন হয়েছে ৷ কম খরচে সে ফেসবুকে পোস্ট করে লেবু বিক্রী করতো ৷ প্রতিদিন গড়ে বিশটি লেবু বিক্রী করলেও দুদিন বিজ্ঞাপন দিতে অপারগ হওয়ায় বিক্রী কমে আটটিতে চলে এসেছে ৷ সাথে তীব্র নিন্দাও জ্ঞাপন করেছে ৷
.
পাশাপাশি বিপাকে পড়েছে কথিত ফেসবুক সেলেব্রেটিরা ৷ আগে বাসা থেকে বের হলে গড়ে দশটা সালাম পেতো অাজ তা কমে তিনটাতে এসে দাঁড়িয়েছে ৷
.
চারদিক থেকে প্রস্তাব আসছে 'কানা ফেসবুক এসোসিয়েশন' খুলে ঈদের পর আন্দোলনের ডাক দেওয়ার ৷ এতে ঝামেলা হলো ফ্রি ফেসবুক ব্যবহার করায় কেউ কারো ছবি দেখতো না বলে সংগঠিত হতে একটু বিলম্ব হচ্ছে ৷
.
করোনাকালে ফ্রি ফেসবুক ছিলো গরীবের বাসায় থাকার একমাত্র অনুপ্রেরণা ৷ এখন ভাল্লাগেনা বলে বাসা থেকে বের রয়ে রাস্তায় ভীড় করছে অলস সম্প্রদায় ৷ সাথে বাড়ছে করোনা ঝুঁকি ৷
.
ফেসবুকে যেহুতু কমে গেছে ললনাদের ভীড় সেহুতু রোমান্টিক গল্প আজ হুমকির মুখে ৷ লেখকরা ডিপ্রেশনে চলে গেছে ৷
.
সব কথার শেষ কথা, প্রেমের সমাধি ভেঙে, ফেসবুকের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় ৷ মিসকল দিবে তা জানি ৷ শুধু চোখের পানি ৷ আগের মতো হবে না তাই ৷ বিদায় ৷
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: আপনার রম্য বাস্তব সমস্যা গুলো নিয়েই।