নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছোটবেলায় মাকসুদের প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ অ্যালবাম পকেটে নিয়ে ঘুরতাম ৷ তারপর কোন এক বন্ধুর ওয়াকম্যানে ক্যাসেটটি সুযোগ পেলে ঢুকিয়ে শুনতাম ৷
.
লোকে বলে আমার পাছা বাড়েনা ৷ কারণ গণতন্ত্র অ্যালবামের গানে পাছা দুলিয়ে নাচা নাচা নাচা শুনে কত নেচেছি তাই ৷ আজকের লেখকদের উদ্দেশ্যে হয়তো তিনি গেয়েছিলেন, 'গনতন্ত্র মনে বিশ্ব বেহায়া মুক্ত বাতাসে বসে কবিতা লিখে ৷ দেশপ্রেমি জনতা নব্বইয়ের ইতিহাস ভুলেই গেছে ৷'
.
আমি নব্বই দশকের ছেলে ৷ আমাদের পাছা কোন দিন বাড়বে না ৷ খোদার কসম বাড়বে না ৷
.
মাকসুদ ভাই আপনাকে যত দেখি তত শ্রদ্ধা জ্ঞাপন করি ৷ বড় হয়ে গুরু শিল্পীদের মুখে যখন শুনি আপনি ই গুরু তখন কলিজা ডাঙ্গর হয়ে যায় ৷
.
আর কাউকে এভাবে গাইতে শুনিনা, 'গনতন্ত্র মানে পুরনো বোতলে ঢালা নতুন সুধা ৷' শুধু তাহেরি সাব্ বলেছিলো, ঢেলে দিই ৷
.
কোন শিল্পী আর বলেনি, আবার যুদ্ধে চলো ৷ অথবা আমি আমার মৃত্যুদন্ডের দাবী তুলতে চাই ৷ কেউ বলেনি ৷ মাকসুদ আপনি ই এক্লা ৷ এক্লা লড়ে গেছেন ৷ লাল সালাম ৷
.
গতবছর ফিডব্যাকের চল্লিশ বছর ফূর্তিতে তাদের সাথে যখন মঞ্চে আসেন মাকসুদুল হক, সেটা যেন হয়ে ওঠে কনসার্টের সেরা মুহূর্ত। আমার কথা না ভাই ৷ প্রথম আলোর রিপোর্ট ৷
.
গীতি মিছিল গানটি যে শুনেনি সে এখনো সদ্যজাত শিশু, একটু শুনিয়ে দিই, 'গনতন্ত্র মানে মিছিল মুখে মিছে স্লোগানের ভাষা, 'বাংলাদেশ জিন্দাবাদ' 'জয় বাংলা'
.
গনতন্ত্র মানে ধর্ষণ দেখে মাজা দুলিয়ে নাচা নাচা নাচা, সেই থেকে গান শুনে নাচতে নাচতে মাজা আর মোটা হয় না ৷
.
আরেকটু শুনাবো, 'আজ কাকের হাগায় তাদের স্মৃতির সৌধ ছায়া, চুরি করা ফুল নিয়ে যায় সেখানে আমরা বছরে একদিন, বাজিয়ে বগল তলি , বলি, দেখ শালা মোরা দেশটাকে করেছি স্বাধীন ৷'
.
আরো একটু শুনবেন, গনতন্ত্র মানে সাংবিধানিক্ এক মাস্তানতন্ত্র ৷
.
গুরু ফিডব্যাক ছেড়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যান্ডদল ‘মাকসুদ ও ঢাকা’। অটোগ্রাফ মুভিতে একটা ডায়লগ আছে, 'আই এম প্রসেনজিৎ চ্যাটার্জি , আই এম এ ইন্ডাস্ট্রি ৷' জীবনে কিছু করতে হলে ছেড়ে আসা শিখতে হয় কিংবা হবে ৷
.
দুই বছর আগে যুগান্তরকে বলেছিলেন, আমার ‘প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ’ অ্যালবামটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকে বলেছে এটা নিষিদ্ধ হবে। আমি বলেছি এটা নিষিদ্ধ কেন হবে? কারা করবে? আমি নিজেই সেটার নাম দিলাম ‘প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ।’ প্রাপ্তবয়স্ক বলতে আমি যারা দেশ চালায় তাদেরই বলেছি।
.
অতপর বলেছিলেন, ১৯৯৯ সালের টুকরো কিছু লেখা নিয়ে ২০০৪ সালে ‘আমি বাংলাদেশের দালাল বলছি’ নামে একটা বই প্রকাশ করি। ব্যাপক জনপ্রিয়তা ও কাটতি থাকা সত্ত্বেও বইটি কোথাও পাওয়া যায় না।
.
দালালে চেয়ে গেছে দেশ ৷ এখন নিজেকে ই দালাল দাবী করা ছাড়া উপায় নেই ৷
.
আজম খান ভুলে গেয়েছেন, আলালও দুলাল ৷ আলালও দুলাল ৷ আসলে সেটা হবে, আলালও দালাল ৷ আলাল ও দালাল ৷ তাদের বাবা...? যা বেটা, নাম বললে চাকরি থাকবে না ৷ এখনো বিয়ে করিনি ৷
২| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিল্পী হিসাবে সামাজিক দায়িত্ব গায়ক মাকসুদ পালন করার চেষ্টা করেছেন। হামিন, শাফিনরা নাক উঁচু টাইপের। তারা এ ব্যাপারে উদাসীন ছিলেন। আর মুক্তিযোদ্ধা আজম খান তো সবার গুরু। ওনার অবদান প্রশ্নাতিত।
৩| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০২
কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি নিষিদ্ধ এলবাম শুনিনি কিন্তু আলাল দালাল শুনেছি। তবে কি আমি শিশু নাকি বুড়া?
৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
৫| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৬
শেরজা তপন বলেছেন: সাঙ্ঘাতিক গোঁয়ার আর খ্যাপাটে ধরনের মানুষ।নিজের মতামতের বাইরে কাউকে খুব একটা মুল্যায়ন করতে চান না। বহু আগে থেকে দেখে আসছি তাকে কাছে-পিঠে
৬| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৩
মিরোরডডল বলেছেন:
মাকসুদের গান খুবই ভালো লাগে । মাকসুদ ফিডব্যাক ছাড়ার পর শ্রোতা হিসেবে আমিও ফিডব্যাক কুইট করেছি ।
৭| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২৯
নেওয়াজ আলি বলেছেন: পড়লাম । ভালা লাগলো । নিষিদ্ধ এ্যালবাম ছোটকালে শুনেছি
৮| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৭
রায়হান চৌঃ বলেছেন: এ ধরনের গান করার জন্য বুকের পাটা বড় হতে হয়।
এলবাম "প্রাপ্তবয়ষ্কদের জন্য নিষিদ্ব" রিলিজ হওয়ার ঠিক ৪/৫ পর সপ্তা দশ দিনের জন্য বাজার থেকে পুরোপুরি উদাও হয়ে গিয়েছিল ঠিক, তবে রিলিজ হওয়ার মাত্র ৪/৫ দিনে ই পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ায় সরকার আর "প্রাপ্তবয়ষ্কদের জন্য নিষিদ্ব" কন্টোল করতে পারেনি এবং এটাই ছিল "প্রাপ্তবয়ষ্কদের জন্য নিষিদ্ব" এলবামের বড় সার্থকতা।
ধন্যবাদ মাকসুদ ভাই.... ধন্যবাদ ৯০ দশক
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩২
তানভীরএফওয়ান বলেছেন: অনেক ধন্যবাদ এই জিনিসগুলো অজানা ছিল। দালাল বলছি বইটির লিংক দয়া করে দেন।