নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০০৬ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদিক মুসলিম আজাদ নামক যে মানুষটা আমাকে কি বুঝে না বুঝে তার মাসিক পত্রিকার দায়িত্ব কাঁধে দিয়েছিলেন সে এখনো আমাকে লেখক না লেখিয়ে বলে ৷
.
প্লিজ তোমাদের ভুল ভাঙ্গাতে এসেছি ৷ আমাকে লেখক বলিও না ৷
.
গুরু সব সময় বলতেন কেল্লা অনেক দূর শরীফ ৷ আমি বলতাম বস্ কত দূর? সে বলতো লেখক হইস না তুই লেখিয়ে থাকবি ৷ সেদিনও সে আমাকে বলে, তুই সত্যি লেখিয়ে হয়ে যাচ্ছিস ৷ ছাড়িস্ না ৷ বললাম, আপনি ছেড়ে দিয়েছেন ৷ আমি ছাড়ছি না, আপনাকেও টেনে নিয়ে যাবো ৷
.
রেডিও মুন্নাতে আমার একক পোস্ট ই মে বি সর্বোচ্চ ছিলো ৷ এডমিন প্যানেলের সাদিফ সৈকত ভাই আমাকে কতবার বলেছে আজকে তোর চারটা লেখা গেছে ৷ আর দিবিনা একটাও ৷ জানি সেই মানুষটার খুব অভাব ৷ এখন তো পারে না নিয়মের ঠ্যালায় ঘাড় ধরে বের করে দিতে,
.
২০১৬ সালে রেডিওমুন্নার প্যানেল নিয়ে একটা খুব ই স্বপ্নের বই ছিলো ৷ আরমান জোহা, নাহিদ ভাই ওরা খুব ভালো জানবে ৷ বইয়ে জাস্ট মে বি তিনটা গল্প প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেছিলো ৷ লিমনের হৃদয় যেনো একটু টুকরো বাংলাদেশ নিজের জীবনে গল্পটি টিকে যায় ৷ সবাই বই মেলায় যেতো ৷ আমি কখনো যায়নি ৷ কয়েকটা বইয়ে থাকা সত্ত্বেও কখনো যায়নি ৷ সাহস্ হয় না ৷ আমি তো যোগ্য না ৷ লেখক না ৷ লেখিয়ে ৷
.
সে অনেক কথা,
.
গত বই মেলায় বইয়ে শহর প্রকাশক গ্রুপ থেকে বই থেকে বই বের করেছে ৷ ঊর্মিলা বলেই দিলো, গল্প না দিলে কথা নেই ৷ গল্প দিলাম ৷ সে বললো, ভাই কেঁদে দিয়েছি ৷ সবচেয়ে বড় কথা অনেকে গেলো প্রকাশনী উৎসবে ৷ আমি গেলাম না ৷ আশে পাশে যাদের গল্প তারা সত্যি খুব ই প্রিয় লেখক ৷
.
একক বই নেই কেনো এই প্রশ্নের উত্তর অনেক দিয়েছি ৷ ঐ যোগ্যতা নেই ৷ সামর্থ্যও ৷ওদের আমি সামু ব্লগের ঠিকানা দিই ৷ বিনামূল্যে আমার পছন্দের পনের'শ লেখা পড়া সুযোগ ৷
.
আরেকটা বিষয় ক্লিয়ার করি, পত্রিকা লেখার মতো যোগ্যতা আমার নেই ৷ কখনো লেখাও দিই নি ৷ একদিন সমকালের একজন সাব এডিটর নক করে বললো, ভাই অনুমতি দেন্ ৷ আমার মতো অদমের কাছে আবার অনুমতি ৷ বললো, আপনার পেঁয়াজ নিয়ে লেখাটা এতো ভালো লেগেছে যে পত্রিকায় দিবো ৷ এটা কোন কথা হলো ৷ দিবেন না মানে!
.
পত্রিকায় আসলো ৷ বললাম ভাই, কাগজের পেপারে আসেনি? হেসে বললো, দূর ভাই ৷ কেনো আসবে না ৷
.
তারপর আমিও রম্য লিখতে থাকলাম ৷ ওরা ও ছাপায় ৷ যে দশ টাকা আগে সিগারেটের জন্য বরাদ্দ ছিলো সেটা এখন পত্রিকা কিনতে হয় ৷ দশ টাকার পত্রিকা স্কেন করতে বিশ টাকা খরচ ৷ কয়েকবার প্রতিবাদ করে আসছি ৷ এখন পনের টাকায় স্কেন করি ৷
.
ওরা ও বলে এতো রম্য কোনটা রেখে কোনটা দিবো ৷ লেখা বেশী দিয়েন না ৷ ভালো লেখা রম্য মিস্ হয়ে যেতে পারে ৷
.
আবারও বলছি আমি লেখক না ৷ লেখিয়ে ৷ লেখিয়ে কোন অপশন নেই বলে প্রোফাইল লেখক ট্যাগ দিতে হয় ৷
.
আজ থেকে প্লিজ কেউ আমাকে লেখক বলবেন না ৷ লেখকদের প্রতিবাদ করতে ঝামেলায় পড়তে হয় ৷ কিংবা পারে না ৷
.
লেখক আমি হবো না এটাই আমার অ্যাম্বিশন ৷ আমার সব পোস্টের নিচে লিখেছেন থাকে ৷ সেটা ফেসবুকের শত শত পেইজ স্বাক্ষী ৷
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি একজন ভালো লেখক। লিখে যান।
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: স্যার ৷ লাভ ইয়ু ৷
৩| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: উর্মিলা কি প্রকাশক? কোন প্রকাশনী?
১৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৮
আবদুর রব শরীফ বলেছেন: বইয়ের শহর ৷ ওখানে কাজ করে ৷
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৫
নেওয়াজ আলি বলেছেন: ভাল লাগল ।