নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চীনের এক দম্পতি ইতালির লম্বারডি অঞ্চলের কডঙ্গও শহরে বেড়াতে গিয়েছিলো সেখান থেকে পুরো ইতালিতে করোনা ছড়িয়ে পরে,
.
স্প্রেফ্ একটা দম্পতি ৷ দুইজন মানুষ ৷ আর আমাদের ডাক্তার সাবরিনারা ১৫ হাজার ৪৬০ জন মানুষকে করোনার ভুয়া রিপোর্ট প্রদানের স্বাক্ষী ৷
.
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার এভাবে হাতিয়ে নিয়েছেন সাত কোটি ৭০ লাখ টাকা।
.
একটা করোনা রোগী যেখানে পুরো দেশে করোনা ছড়িয়ে দিতে পারে তা আমরা চীন, ইতালী, স্পেনে দেখেছি সেখানে হাজার হাজার মানুষকে ভুয়া রিপোর্ট দিয়ে কিভাবে একটি দেশ ধ্বংস করে দিতে পারলো কয়েক কোটি টাকার মাধ্যমে ৷
.
প্রশাসন জবাব চাই ৷ এটা কি পরিকল্পিত হত্যা না? প্রতিদিন সবার বাবা চাচা দাদারা যে মারা যাচ্ছে সেই দায়ভার কে নিবে! দেশটাকে যে ভরে দিয়েছে এই বিচার কোন আদালতে দিবো আমরা?
.
গ্রেপ্তারের পর স্বাস্থ্য অধিদপ্তর ডা. সাবরিনাকে সাময়িক বরখাস্ত করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৷ অথচ তাদের বিরুদ্ধে খুনি,দেশদ্রোহী, রাজাকার, কিলার অব দি করোনা এমন হাজারো অভিযোগ দিলেও কম হয়ে যেতো ৷
.
আজ একটা মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা ভাঙ্গা হলে দলে দলে মানুষ বের হয়ে যেতো ৷ রক্ত টগবগ করতো কিন্তু এতোগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও একটা গণজোয়ার বয়ে যাওয়া আন্দোলন নেই ৷ হুমকি নেই ৷
.
প্রতিবাদমূলক লেখা নেই ৷ যেনো দেয়ালে নোটিশ, নিউজে বিবৃতি দিয়ে দায়সারা জাতির বিবেকেরা ৷ ফেসবুক টাইমলাইন কেবলি তার পর্বতমালা দেখানো ছবিতে ঠাসা ৷ বাহ্ ৷ বাহ্ ৷
.
শুনেছে রিমান্ডে নিলে গরম ডিম পুশ করা হয় ৷ এতে কি ডা. সাবরিনাদের পোষাবে?
.
কিছু বলবো না, শুধু দেখেছি, স্বামীকে ডিভোর্স দিয়েছেন ডাক্তার সাবরিনা সেটা নিয়ে হরেক রকম রং চঙ্গা নিউজ ৷ পর্বতমালা হলিউড বলিউড সানিলিউড, মিয়ালিফাউডকে হার মানিয়েছে তা ইনিয়ে বিনিয়ে রেনিয়ে বলার চেষ্টা ৷
.
ওরে সাংবাদিকতা ৷ খুঁজে বের করে ফেলেছে কার সাথে শুয়েছিলো, তা তার হাজবেন্ড দেখে ডিসুম ডিসুম ৷ সাইজও মাপা হয়ে গেছে ৷
.
একটু আগে দেখলাম, ডাক্তার না বরং নায়িকা হতে চেয়েছিলো ডাক্তারনী ৷ সেটা নিয়ে সাংবাদিকের আপসোসের শেষ নেই ৷ আরেক প্রজাতি কেবলি খুঁজে বের করছে সরকার দলীয় কার কার সাথে ছবি ছিলো ৷
.
আমি এখন পল্টি নিবো,
.
ডাক্তার আরিফ তোদের ভয় নাই, স্বাস্থ্যমন্ত্রী আছে এখনো ক্ষমতায় ৷ বের হয়ে দেশটাকে অারো খেলে দিস্!
.
মনে রাখবি সবাই বলবে সব দোষ ঐ কালারের কেউ বলবে না......!
.
একসময় চুরি করার আগে চোরে গায়ে তেল মাখতো এখন কালা কোট সাদা পাঞ্জাবী পরে ৷ বঙ্গবন্ধু আগে এমন হবে জানলে ল্যাংটি পরে থাকতো ৷
.
কিছু কমু না ৷
.
হয়তো তাই মানবতার দেয়ালে কোনদিন মুজিব কোট ঝুলতে দেখি নাই ৷ হিমুর গায়েও আজ মুজিব কোট ৷ প্রোফাইলে শেখ হাসিনার সাথে ছবি ৷ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে এক্কান ছবি তুলেও আপনাকে বিক্রী করে খাচ্ছে ৷
.
লিখার ভাষা নেই ৷ দেশ নিয়ে আর আশা ও নেই ৷ বাংলাদেশে জন্ম ই আজন্ম পাপ ৷
২| ১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:১৪
নেওয়াজ আলি বলেছেন: কোন প্রশাসন জবাব দিবে না । সবইতো চোর। এইসব চোরদের পক্ষে কথা যারা বলে তাদেরও লজ্জা নাই।
৩| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ৭:৫৬
একাল-সেকাল বলেছেন: ইতালিতে মহামারির কারনঃ
ক) ধীরে চলা নীতি ও মিশ্র কথাবার্তা:
- বাংলাদেশে লক্ষণীয়।
খ) ইতালির জনমিতি:
- ইতালিতে বয়স্ক লোক, বাংলাদেশে তরুনদের সংখ্যা বেশি।
গ) স্বাস্থ্য-ব্যবস্থাপনা সংকট:
- বাংলাদেশে লক্ষণীয়।
ঘ) কোভিড-১৯ পরীক্ষার কিট সংকট:
- বাংলাদেশে লক্ষণীয়।
*** ৪ টা কারনের মধ্যে ৩ টাই বাংলাদেশে ৬ কোটি জনসংখ্যার ইতালির চাইতে মারাত্নক আকারে লক্ষণীয়। তথাপি সরকারের ছত্রছায়ায় চলছে করোনা বাণিজ্য। গভীর ভাবে ভাবলে স্ট্রোক করার সম্ভাবনা প্রবল।
মানলাম ডাঃ সাবরিনার আছে যৌবন, সাহেদের কি ?
ফাক ইউর কান্ট্রি সিস্টেম ! শূয়রের দেশ !! আজন্ম পাপের দেশ !!! আমার সুনার বাংলা !!!! এই সব গুলুই যতার্থ।
আর সূর্যালোকের মত সত্য, গায়ের তেল আর কালো কোট !!!!
৪| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: কিছু না বলে অনেক কিছুই বলেছেন। ধন্যবাদ।
৫| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: ছবি দিয়ে কি হয়? কিছুই হয় না।
৬| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলাদেশে জন্ম নেয়া পাপ নয়। পাপ করলেই পাপী।
৭| ১৪ ই জুলাই, ২০২০ রাত ২:০১
ইফতি সৌরভ বলেছেন: একসময় চুরি করার আগে...... ...... ....... ............. এখন কালা কোট আর সাদা পাঞ্জাবি পরে। - যথার্থ!! মধ্যবিত্ত বাংলাদেশীরা বেশিরভাগই লেখার শিরোনামের মতোই নিজের ভাগ্যকে দোষারোপ করে হয়তো যদিও জানে, অরণ্যে রোদন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২০ ভোর ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনারা প্রতিবাদ করতে চাচ্ছেন, কিন্তু সমস্যার সমাধান চাননি ককনো!