নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

০১ লা জুলাই, ২০২০ রাত ১১:১৭

চবি প্রশাসন যখন চট্টগ্রামে করোনা পায়নি তখন দেশের সেবায় আইস্যুলেশন সেন্টার করে ফেলতেছিলো ৷ ওরে তাগাদা ৷ ওরে বাহবা ৷ আমরা শেয়ার করতে করতে শেষ একটি মানবিক চবির গল্প ৷ পুরাতন হলকে আইস্যুলেশন সেন্টার বানাবে ৷ একদিকে এলাকাবাসীর তোপ আরেকদিকে বাহবা ৷ আমি নিজেই গোটা কয়েক লেখা শার্টের কলার উঁচিয়ে বুক ফুলিয়ে লিখেছি ৷ চবির শোভাকলোনীকে এখন পুরো দেশের অনেকে চিনে কারণ ব্রান্ডিং করেছি ৷ ভালবাসি ৷ অনেকে আমাকে এখনো বলে, লেখাতে শোভাকলোনী নাম না দেখলে তৃপ্তি পায় না ৷ আজ শোভাকলোনীতে করোনা ৷ কাল থেকে লক ডাউন ৷ এখনো চবি নিজেদের পরিবারের মানুষের জন্য একটা আইস্যুলেশন সেন্টার করতে পারেনি ৷ উত্তর ক্যাম্পাসে করোনা ৷ কোন পদক্ষেপ কি কারো মনোপুতো হয়েছে?
.
আমার কথা হচ্ছে তবে কি আমরা আইস্যুলেশন সেন্টার করবো, কোয়ারেন্টিন সেন্টার আসিবার পূর্বে রোগী মারা যাওয়ার পর!
.
পত্রিকায় লেখালেখি করি ৷ নিউজ করিনা ৷ তবুও স্বনামধন্য পত্রিকায় কাজ করা ছোট ভাইয়েরা নিজ থেকে বলে, সুবিধা অসুবিধা জানান ৷ নিউজ করে দিচ্ছি ৷
.
এলাকার বেপার ৷ চাইনা এগুলো নিয়ে ঘাটাঘাটি হোক ৷ তবুও প্রশাসনকে ওরা নিজেরাই আমাদের পক্ষ হয়ে বিরক্ত করে যাচ্ছে ৷ কলম ধরিনা চবি নিয়ে ৷ একসময় চবির পাতা নড়লেও একটা লেখা লিখতাম ৷ কিন্তু আজ খুব তামাশা মনে হচ্ছে ৷ কঠিন তামাশা ৷
.
পুরো দেশের জন্য যে চবি বুক পেতে দিয়ে বলেছিলো আমার হৃদয়ে তোমার কোয়ারেন্টিন, সে চবিতে আজো একটা আইস্যুলেশন সেন্টার হয়নি ৷
.
কি দরকার ছিলো সেদিনের লোক দেখানোর? আজ সারা দেশের কথা দূরে থাক আপনার ঘরের মানুষ করোনা আক্রান্ত তেমন কোন আশার আলো দেখছি না ৷
.
নতুন প্রক্টর এসেছে ৷ তিনি পরিস্থিতি আমলে নিয়েছেন ৷ কয়েকজন সাংবাদিকের প্রতি শ্রদ্ধা রেখে কলোনী লক ডাউন করেছেন কিন্তু সেই পুরাতন আইস্যুলেশন চিন্তা এখন বাস্তবায়ন কে করবে?
.
এতোগুলো হল পরে আছে ৷ এতো ইনস্টুটিউট ৷ গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধনে, কি দরকার, যদি না হয় প্রয়োজন? জীবন না বাঁচলে কিসের কি ৷ প্রজন্ম না বাঁচলে কি হবে এসব দালান কোটা দিয়ে!
.
সাবাস্ চবি ৷ বাহ্ ৷ একদিন আইস্যুলেশন সেন্টার করতে চেয়েছিলে ৷ ওয়ান্স আপন এ টাইম ৷ স্যালুট চবি ৷ বাহবা নিয়েছো ৷ এখন আর তোমার কোন কিছু করার দরকার নেই ৷ কি চমৎকার দেখালে ৷ অর্থনীতিতে যা শিখিনি ৷ কয়েকদিনে তা শিখেছি তোমার কাছে ৷ তবুও ভালো থেকো চবি ৷ প্রিয় চবি ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: Good

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.