নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় কর্মকর্তা Rashed Amin Chy আংকেল হার্ট অ্যাটাক করে মেডিক্যালে খবরটি আমাকে দিয়েছে আমার অফিসের স্যার, ওনারা ভালো বন্ধু ৷ আমি আংকেলকে চিনি একজন স্বভাবজাত কবি লেখক হিসেবে ৷ চুরি করে তার টাইমলাইনে গিয়ে কবিতা পড়ি ৷ সকলে তার জন্য দোয়া করবেন কিন্তু আমি তার আগে আংকেলের কিছু অসাধারণ কবিতার পংক্তি আপনাকে পড়তে বলবো ৷ তিনি কত বড় মাপের একজন সাহিত্যের সাধক তাহলে খুব সহজে বুঝতে পারবেন ৷
.
পিছন ফিরে বারেবারে ইতি-উতি চায়, বাপের বাড়ি যাচ্ছে ছেড়ে কান্নারত মা'য়।
.
.
ডানা মেলে ঐ যে শ্বেত বলাকারা উড়ে যায়,
ভাবিনি উড়বে কতো ভর দিয়ে ঐ ডানায়।
.
.
এবার একটু ফুুল হও তুমি
পাথর থেকোনা প্রিয়,
পাথরের বুকে ফুল হয়ে ফুটে
সুবাস ছড়িয়ে দিও।
.
.
রেল লাইনই ধরনীতে আজো
সমান্তরালই বহে,
পারে নাই মানুষ বহিতে সেইরূপ
শ্রেনীতে শ্রেনীতে রহে।
.
.
একটু একটু ক্ষয়
অনর্গল বয় কষ্টে শিষ্টে সয়,
ক্ষয়ে ক্ষয়ে জীবনটা
তবু টিকে রয়।
.
.
ঘুম হয়ে কেনো আসো
জাগাতে কি ক্ষতি?
রাত যায় দিন যায়, চাতক এ দুচোখে যে
তোমাকেই দেখি।
.
.
পৃথিবীর বুকে এঁকে দিয়ে গেলে আজ বিস্বাদের ক্যানভাস,
কনে দেখা আলোয় দেখবো বলে তোমায় আকাশ নিয়েছে আবীর রাঙানো সাজ।
.
.
পৃথিবীর সুখতলা ছিঁড়ে খুলে গেছে,
আছি আজ যার যার মতো করে বেঁচে!
.
.
বিভিষিকার বুকেই ঘুমুতে চাইছি
আমি নিশিপদ্ম ভুলে,
উঠুকনা ঝড় ইচ্ছে মতো বেগে আজ
বালিয়াড়ির ঐ বুকে।
.
.
মুক্ত হও বিষ বৃত্ত ভেঙ্গে
জোছনায় চিত্ত শুদ্ধ করো,
পূর্ণ করো হে ধরনী প্রেমে
উড়াও মিথ্যেরে, সত্যে ভরো ।
.
.
তোমার মায়াহরিন দু' চোখের ঐ কাজল দিয়ে,
পড়িয়ো আমায় ছোট্ট এক টিপ নজর না লাগে।
.
.
এক বন্ধনের গ্রন্থি মোরা একই রক্তের ধারা,
আছি জড়াইয়া পরস্পরে ছুটাইবে তাহা কারা?
.
.
ওরা আমাদের হারতে দেয়না,
নিজেরাই ধরে হারার বায়না,
তারা আমাদের প্রিয় বাবা ও মা ।
.
.
যাচ্ছি বলে যায়না সে ফিরে আসে বারবার,
এর নাম আঠা প্রেম কেউ বলে ছারখার।
.
.
বিনয়ের সাথে বলি ঐ গোলাপটার কাছে,
সৌন্দর্য্য বাড়িয়ে নিও তুমি প্রিয়ার খোঁপায় গুঁজে ।
.
.
ভালবাসা শেষ হলে
একদিন অভিমানে চলে যাবো মেঘ বাড়ি,
দেখে নিও ফিরবোনা
গুনে যাবে শুধু কড়ি।
.
.
এই সময়।
আমি যদি আমাতে হারাই ,
জগতে কি আর লাগে ভাই !
.
.
মৌনতার সুতোয় উড়ে
বাউন্ডুলে এক ঘুড়ি,
ভালবাসার আকাশ জুড়ে
দেখো তার ওড়াউড়ি ।।
.
.
আমাদের কৃষ্ণচূড়া পথ, এভাবেই ভেঙ্গে পড়ে সব,
আমাদের সোনালু , জারুল রাঙা পথ উপড়ে যায়
স্বপ্ন রং হারায় নীরব।
.
.
একফোঁটাও যদি মনে না পড়ে
তবেই আসবে নিবিড় ঘুম, একফোঁটাও সেদিন পড়বেনা মনে
মৃত্যু যেদিন দেবে চুম।।
.
.
দিওনা,দিওনা নজর
আমার প্রিয়ার উপর,
যেখানে নিখাদ আমার
প্রেমের আঁতুড় ঘর, আমার প্রেমেশ্বর।
.
.
পৃথিবীর জলধির সুখী আজ মন,
উষ্ণতা পরশ ধারা ঝরছে
ভীষণ।
.
.
ওঁত পেতে আছে দেখো
শকুনের দল,
চারিদিকে লাশেরাও
করছে কোন্দল।
.
.
যত রাখঢাক ততো বেশী প্রকাশ,
যতো মেঘ তারচেয়ে বড় আকাশ।
.
.
বুকের পাটায় বল আছে তাই
বিবেক মতোই চলি,
এই পাটায় সব পিসিনা
মিথ্যে পিসি দলি।
.
.
উনার সুস্থতার জন্য মন থেকে দোয়া করবেন তো?
২| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩
কাছের-মানুষ বলেছেন: তিনি সত্যিই ভাল কবিতা লিখে। কবির সুস্থতা কামনা করছি।
৩| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১
শাহিন-৯৯ বলেছেন:
উনার সুস্থতা কামনা করছি।
কবির একটি পূর্ণ কবিতা দিলে চমৎকার হতো।
৪| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর। সহজ সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৯
হাবিব ইমরান বলেছেন:
বাহ, ভালো। খুব সুন্দর লিখেছেন। সুস্থতার জন্য দোয়া রইল।