নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মীর জাফর একজন পীর আউলিয়া ছিলেন

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৩

বিএসএমএমইউ বলেছেন, করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় ৷
.
প্রথম আলো থেকে জানতে পারলাম ৷ এতোদিন লাগলো এটা জানার জন্য ৷ এতোদিন পরে কেনো ৷ মানুষের সাথে আর কত মশকারি করবেন ৷ করোনা টেস্ট করান তারপর রোগী মরে গেলে আপনাদের রিপোর্ট স্বজনদের হাতে আসে ৷
.
দেশ কিংবা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অতীতে আপনারা অনেক লুটপাট করেছেন ৷ এগুলো বলার আগে চিন্তা করি, এখনো বিয়ে করি নাই ৷ শ্বশুর বাড়ি যাওয়ার আগে জেলখানায় যাওয়া একদম ঠিক হবে না ৷
.
একজন জাফরুল্লাহকে নিয়ে এতো কাহিনী করেন কেনো ৷ তার কীট যদি কার্যকর না ও হয় সেটা কেনো তখন এতোবার ডাকার পরও আপনারা তরিৎ গতিতে যান নি?
.
রেশমা নাটকের মতো নতুন নাটক তো আমরা দেখেছি ৷ ওনাদের কীট নষ্ট হলেও জনগন তো ঠিকি ওনাদের চেষ্টাকে বাহবা দিচ্ছে দেখলাম ৷
.
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এবং একজন স্বাস্থ্যযোদ্ধাখ্যাত জাফরুল্লাহ দুই জন ই করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ সেই নিউজগুলোর কমেন্ট দেখলে যদি আক্কেল থাকে লজ্জায় পদত্যাগ করবেন ৷ ও আচ্ছা জনগন আবার কি! সব গন্ডমূর্খ ৷ পীর আউলিয়া সব ই তো আপনারা ৷
.
আইন হুমকি দমকি কিংবা ভয় দেখিয়েও তো সাধারণ মানুষদের মুখ বন্ধ রাখতে পারেন না কারণ এতো মানুষকে জেলে নিলে পুরো বাংলাদেশ হয়ে যাবে একটি জেলখানা ৷
.
অক্সিজেন, ভেন্টিলেটর, আইসিইউ কিচ্ছু দিতে পারেন না তবুও কিছু বলিনি ৷ আমাদের বাবারা সব রাস্তায় মারা গেলো ৷ কিছু বলবো না ৷ এতো উন্নয়ন আর সহ্য হয় না ৷ এরমধ্যে এসব নাটক দেখার মুড্ নেই ৷
.
ছয় লক্ষ কোটি টাকা তো কয়েক বছরে পাচার করে দিয়েছেন ৷ কালো টাকা সাদা করতেছেন ৷ মরহাবা! মারহাবা! কালো টাকা বলেন কেনো? কোন টাকার রং তো কালো দেখিনি এখনো? আপনারা কেউ কালো রংয়ের টাকা দেখেছেন? ও আচ্ছা জনগন বুঝে যাবার ভয়?
.
কালো টাকা সাদা করেন সমস্যা নেই ৷ বলেন, চুরির রাহাজানি দূর্নীতি ডাকাতি ট্যাক্স ফাঁকির টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে ৷ তথ্য লুকিয়ে আবার তথ্য সুরক্ষা আইন ৷
.
চলিতেছে সার্কাস ৷ এতো ক্ষমতা এবং টাকার মালিক হয়েও লজ্জায় বলতে পারেন না যে করোনা আক্রান্ত হয়েছি ৷ বললে কিছু ফল ফ্রুট নিয়ে দেখতে যেতাম ৷ হাজার হলেও বঙ্গবন্ধুর আদর্শ কথাটি অন্তত বলতেন ৷ বুকে না থাকলেও মুখে ছিলো ৷
.
আবার এ ও বলেন মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না ৷ তাহলে আমিও বলি 'মীর জাফর পীর আউলিয়া ছিলেন ৷'
.
মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না, 'হিটলার হেব্বী বীর যোদ্ধা ছিলেন ৷'
.
সমালোচনা করা যাবে না যেহুতু 'খন্দকার মোস্তাক দেশপ্রেমী ছিলেন ৷'
.
জনাব ইয়াহিয়া খান ছিলেন পুরোদমে নিষ্পাপ ভদ্রলোক ৷
.
তুই রাজাকাররা হঠাৎ হয়ে গেলো 'আপনার রাজার মতো আকার ৷'
.
স্বাস্থ্যখাতে অনবদ্য অবদান রেখে মারা গেলেন সাবেক উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী ৷
.
আচ্ছা যে কথাটি বলার জন্য এসেছি সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থাও তো মরে গেছে ৷ মরে যাওয়া ব্যবস্থারও সমালোচনা করা যাবে না ৷ স্বাস্থ্যখাতে পৃথিবীকে পথ দেখিয়ে বিদায় পৃথিবীর একজন স্বাস্থ্যমন্ত্রী ৷
.
চলে যাওয়ার আগে বাংলাদেশের স্বাস্থ্যখাত বড্ড মেধাবী ছিলো ৷ অসংখ্য গুনগ্রাহী করোনা রোগী রেখে সে ইহকাল ত্যাগ করেছে ৷ আপনারা সবাই এমন স্বাস্থ্যব্যবস্থার মাগফেরাত কামনা করে দোয়া করবেন ৷
.
আমি মোমবাতি কিনতে যাচ্ছি ৷ মেডিক্যালগুলোকে মাজার বানাতে হবে ৷ করোনা শেষ হলে কিছু না কিছু করে তো খেতে হবে ৷ আইসসা যান! বইসসা যান! আইসা যান্! বওইসসসসা যাআন্ ৷

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: জাফরুল্লাহ আজ আওয়ামী লীগ করলে কালকে কীট সচল হয়ে যাবে । মানে ব্যক্তি স্বাধীনতা নাই। সবাই একদল করা উচিত।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২০

আবদুর রব শরীফ বলেছেন: করোনা নিয়ে ও রাজনীতি একদম ভালো লাগছে না ৷

২| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ডাঃ জাফরুল্লাহকে নিয়ে কত নাটক করলো ঔষধ প্রশাসন ও বিএসএমএমইউ; তা আমরা সব্বাই উপভোগ করলাম। আর মৃত ব্যক্তির কবরে লাথি, থুথু এগুলো কাদের আবিস্কার?

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২১

আবদুর রব শরীফ বলেছেন: কাদের? বলতে কি ওবায়দুল কাদের সাহেব?

৩| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৯

রায়হান চৌঃ বলেছেন: কাদের? বলতে কি ওবায়দুল কাদের সাহেব? :-P :-P:-P:-P:-P:-P:-P অসাধারণ বলেেন :-P:-P:-P

১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৩

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা ৷ আপনি বেপারটি বুঝতে পেরেছেন দেখেও অসাধারণ লাগলো ৷

৪| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি আজকাল যা বলার চেষ্টা করছেন, এগুলো তৃণমুল আওয়ামী লীগের লোকদের মুখ থেকে বের হলে কাজ হতো!

১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৭

আবদুর রব শরীফ বলেছেন: কাজ হোক না হোক বিবেকের তাড়নায় হলেও বলে যেতে হবে ৷

৫| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৩

বাংলার এয়ানা বলেছেন: নাটক আর নাটক, পিকচার আরো বাকি আছে। কম্বল চোর একন চাল চোর

৬| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয়ঃ বিএসএমএমইউ
তাহলে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর করোনা পজিটিভ আর নেগেটিভ দুটোই ওই কিটে হলো কি করে?

৭| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২

হাবিব ইমরান বলেছেন:

এতোগুলো সত্যকথা একসাথে বললে আইসিটি আইনে মামলা খেয়ে যাবেন কিন্তু। তাছাড়া জাফরুল্লাহ সাহেব ঐক্যফ্রন্টে যোগ দিয়ে নিজের সর্বনাশ ডেকেছিলেন। প্যাঁচহীন এই টাইপের মানুষ দিয়ে রাজনীতি হয় না, জাফরুল্লাহ সাহবের তা আগেই বুঝা দরকার ছিলো। একটু ভুলের জন্য আজ পুরো জাতিই ভয়ঙ্কর বিপদের মুখে। প্রচলিত সরকারি কিট দিয়ে করোনার রিপোর্ট আসতে আসতে রোগীর দাফন হয়ে যায়। দরকার ছিলো ভণ্ডামির রাজনীতি বাদ দিয়ে জাতির জন্য সবাই একসাথে কাজ করার। যদি জনগণই না থাকলো তাহলে রাজনীতি কার জন্য? ক্ষমতা দেখাবে কাকে?
কিন্তু দেরি করে ফেলেছে অনেক বেশি। ইতিমধ্যেই মন্ত্রী লেবেলের দুই একজন মারা গেছে, এমপি লেবেলের কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। মেয়র মারা গেছে, চিকিৎসক মারা গেছে, সচিব লেবেলের কয়েকজন মারা গেছে। সে হিসেবে আমরা সাধারণরা তো হিসেবের কাতারেই পড়িনা।

ভিআইপি মীর জাফরেরা মারা গিয়ে জাফরুল্লাহ সাহেবকে নিয়ে কি ভাবছেন জানতে খুব ইচ্ছে করছে।

৮| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টাকা কালো কিনা এটা বলতে পারবেন খালেদা জিয়া।উনি টাকা সাদা করেছেন।

৯| ১৭ ই জুন, ২০২০ রাত ৯:২৬

সাইন বোর্ড বলেছেন: আর কত নাটক দেখবে জাতি, নাটকের শেষ নেই, চলতেই আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.