নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিশ্ববিদ্যালয়ের ছোট বোনের 'আমার বাবার জন্য একটা আইসিইউ হবে' লিখে স্ট্যাটাস দেওয়ার তিন ঘন্টা পর 'আর আইসিইউ লাগবে না' স্ট্যাটাস দেখে আমি খুব ভালো ভাবে জেনে গেছি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ৷
.
চবি সাংবাদিক সমিতির সেক্রেটারির বাবাকে ওরা মেডিক্যালে ভর্তি করায় নি, তার কোলে তার বাবার মৃত্যুর লেখাটি আমি কয়েকবার পড়েছি ৷
.
একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা মাঝ রাত পর্যন্ত অপেক্ষা করেও একটি আইসিইউ না পেয়ে মারা গেছে ৷
.
চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মারা গেছে তারা এক ভেন্টিলেটর নিয়ে দুই ভাই এক প্রকার কাড়াকাড়ি ৷
.
আবার বাবা কাশি দিলে আমার বুক ধরে যায় ৷ আমার বন্ধুর বাবা মৃতপ্রায় হয়ে শুয়ে আছে ঘরে ৷ আরেক বন্ধুর বাবার পস্রাব বন্ধ হয়ে গেছে প্রায় ৷ কোথায় যাবে?
.
বাবা দাদাদের একটা আইসিইউ দিতে না পারার ব্যর্থতা আগামী দিনে আশা করি দেশে ক্ষুদিরাম প্রীতিলতার জন্ম দিবে ৷
.
টাইম লাইনে ঢুকলে আমারও নিশ্বাস সংকট হয় ৷ সমগ্র বাংলাদেশ যেনো 'আই কান্ট ব্রেথ ৷'
.
১২ থেকে ১৬ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ৩০ হাজার টাকারও বেশি। মাস্ক পিপিই সেনিটাইজারের কথা কি আর বলবো ৷
.
নিম্মমানের সুরক্ষা সামগ্রীর বলি হচ্ছেন অসংখ্য চিকিৎসক ৷ ভাবছিলাম এই ক্রান্তিকালে এটলিস্ট এসব জরুরী সামগ্রী নিয়ে মুনাফালোভীদের সিন্ডিকেট হবে না ৷
.
আজ পুরো বাংলাদেশ বাবা হারা হচ্ছে ৷ সন্তানগুলো সব যেনো এতিম হয়ে যাচ্ছে ৷ নাসিম সাহেব আপনি চাঁদ কপাল নিয়ে এসেছিলেন বলে আইসিইউ তে মৃত্যুবরণ করেছেন ৷ সেই সৌভাগ্য এখন খুব কম মানুষের ৷
.
স্বামী হাসপাতালের বাহিরে হুইল চেয়ারে বসা, কাপলে হাত দিয়ে বউ হাসপাতালের বারান্দায় এই ছবিটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে মনে ৷
.
সরি বাবা ৷ আমাদের ক্ষমা করে দিও ৷ কলম তুলে না দিয়ে তোমার উচিত ছিলো আমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া ৷
.
ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশ কখনো আর আমাদের সামনে বলতে আসবে না ৷ স্বাধীনতা প্লিজ ক্ষমা করো আমাকে ৷ বাসার সবাই ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যাওয়ার আমার বোন ধর্ষিত হতে হয় ৷
.
আমার বাবা আমাকে জিজ্ঞেস করে হীরামনি আসেনি কেনো? ওকে একা রেখে তোমরা সবাই চলে এসেছো ৷ আমার কলিজার টুকরো মা টাকে রেখে! আমি বলেছি, সে সামাজিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ৷ সেই ক্যান্সারে গোপনাঙ্গে রক্তক্ষরণ হয় ৷৷
২| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪
কৃষিজীবী বলেছেন: ভালো পোষ্ট সাথে কাক্কুর মন্তব্যটি ভালো লেগেছে
৩| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৫
শাহিন-৯৯ বলেছেন:
উন্নয়নের মহাসড়কে না লিখে, লেখা উচিত "উন্নয়ন মহাভাগাড়ে"
৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: একমাত্র গোপাল ভাঁড়ের মন্ত্রী সেই যতই অপরাধ করুক, কিন্তু মন্ত্রিত্ব যায় না ।
৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫০
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
আপনার লেখায় সবসময় একটি না একটি মেসেজ পাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
এতদিনে দেশকে বুঝার শুরু করেছেন; অনেক সময় লেগেছে?