নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এটা কোন সাধারণ ছবি না, এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা একেক জন বীর পুরুষ! এসব জাতীয় বীরেরা করোনা ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন এভাবে খেলতে নামে ৷ আগেও বলেছি, কোন লাভ হয়নি, হবে কিনা জানিও না!
.
ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আজকে বিকেলে তোলা, এই বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি, প্রো-ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বয়ং রাষ্ট্রপতি ৷ আছে পক্টর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল ৷
.
ওদের সবার পরনে জাইঙ্গা আছে কিন্তু কারো মুখে মাস্ক নেই, যদিও বেঁচে থাকতে হলে এখন সবচেয়ে বেশী মাস্ক প্রয়োজন ৷
.
সবচেয়ে বড়কথা এটি মাঠের একাংশ ৷ বাকী অংশগুলোর কথা আর কি বলবো ৷ বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে যদি আমি এই দৃশ্যটি দেখতাম তাহলে খুব সহজে মেনে নিতাম কিন্তু বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিদ্যায়তন কিংবা বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য পুরো জাতির জন্য লজ্জার ৷
.
এক দুইদিন না, প্রতিদিনকার এমন দৃশ্য দেখে যখন ক্লান্ত তখন কেউ যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুরক্ষা গ্রুপে এড্ করে, যা অথোরিটি দ্বারা পরিচালিত, তাদের নজরে আনার পরও প্রশ্ন জাগে, তাহলে কি দরকার আপনাদের এসব কর্মকান্ডের! যদি সামান্য খেলা কিংবা অযথা ঘুরোঘুরি বন্ধ করতে অপারগ হন্!
.
আবারো করজোড় নিবেদন করছি শুধু লোক দেখানো সচেতনতা দিয়ে করোনা মোকাবেলা কখনো সম্ভব না ৷
.
আগেও বিস্তারিত লিখে বিভিন্ন গ্রুপ পেইজে দিয়েছি ৷ অনেক রথি মহারথী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তার নজরে এলেও যে যার মতো নির্বাক ৷ যেনো দেখেও দেখে না ৷
.
নৌকার ফুটো সামনে কিংবা পিছনে হোক না কেনো, পুরো নৌকা ই কিন্তু পানিতে ডুববে ৷ কেউ বাঁচবেন না ৷
.
ঘুঘু কিংবা ডাহুক পাখির একটা বুদ্ধিমত্তার লেভেল থাকে ৷ তাকে যখন শিকারী ধরতে যায় সে আরো পালাতে থাকে ৷ পালাতে পালাতে ক্লান্ত হলে এবার নিজের পাছায় নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে, সে যখন কিছু দেখছে না ৷ অন্যজনও তাকে দেখছে না ৷ এভাবে সে শিকারীর খাঁচায় বন্দী হয় ৷
.
বিবেক বুদ্ধি চোখ মুখ লুকিয়ে আমরা যদি ভাবি, ওরা খেলছে, ঘুরছে আমাদের কি! ভুলে গেলে চলবে না, মোবাইলের টাচ্ কি বোর্ডে স্পর্শ করলে পুরো মোবাইল ই আনলক হয়ে যায় ৷ তেমনি করোনা ভাইরাসও ৷
.
আপনার করোনা হলে আমি বাঁচবো সেটা আশা করা বোকামী, সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে ৷ জানি এগুলোর কথার কথা তবুও যদি কোন বিবেকবান প্রশাসনিক কর্মকর্তার সুনজরে আসে....!
২| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখাগুলো বুঝার মতো করে, ঠিক করেন; কেডি এ্যাপারেলের মতো লেখা চলবে না।
৩| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবি দেখে মনে হয় দুরত্ব রেখেই খেলছে।একটা জট পাকানো ছবি দিতেন বিষয়টা স্পট হতো।সবকিছু যখন খুলে দেয়া হয়েছে তখন নিজ নিজ প্রয়োজনে নিজেকে বাচিয়ে রাখতে হবে।
৪| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ জাঙ্গিয়া পড়তে ভুলেনা কিন্তু মাক্স পড়তে ভুলে যায় আজবতো !!!
৫| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:২৭
নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল উপস্থাপন ।
৬| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: ভিয়েতনামের কাছ থেকে বাংলাদেশের সচেতনা শেখা উচি্ত।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮
রাকু হাসান বলেছেন:
তারা কি সীমিত আকারে খেলছে না?