নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জন্য প্রয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল করার আহবান জানাচ্ছি

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

নাসিম সাহেব করোনাক্রান্ত এবং অবস্থা সংকটাপন্ন, আমরা মন থেকে দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবার স্বাস্থ্যমন্ত্রী হয়ে জীবনের প্রাপ্ত শিক্ষা থেকে কিছু করে দেখাক ৷
.
২০১৬ সালে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম আহ্বান জানিয়েছিলেন,
.
বাজেট বাড়ানো হয়েছিলো কি না জানি না তবে একটি পর্দা ৩৭ লাখ টাকা দিয়ে কিনতে দেখেছি আমরা, আপনারাও স্বাক্ষী আছেন ৷ স্বাক্ষী আছে ফেসবুক, টুইটার, গুগুল ৷
.
২০১৭ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘স্বাস্থ্যখাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই খাতে প্রতিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে। তারপরও ন্যূনতম অভিযোগ পাওয়া মাত্রই তা খতিয়ে দেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
.
তারপরে পত্রিকায় খবর এসেছিলো, ২০১৭-১৮ অর্থ বছরে অন্তত ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতের হাসপাতালের যন্ত্রপাতি কেনায়। যার বেশিরভাগই নিম্নমানের এবং অব্যবহৃত।
.
২০১৯ সালে, স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসাসেবা, চিকিৎসাসেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি খাতে দুর্নীতি বেশি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে দুর্নীতির এই খাতগুলো চিহ্নিত করা হয়। এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করেছে সংস্থাটি।
.
একটা কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কয়েকদিন আগেও গর্ব করেছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা টেস্ট হচ্ছে কিন্তু গতকাল শুনলাম নিম্মমানের কীটের কারণে আপতত পরীক্ষা আর হচ্ছে না ৷ ভাবা যায়! এই লজ্জা কোথায় রাখবো?
.
এই করোনাকালে, ১০০০ টাকার গগলস্ ৫০০০ টাকায় কিনে ৪০০০ টাকা মেরে দিচ্ছেন এবং ২০০০ টাকার পিপিই কনতেছেন ৪৭০০ টাকা করে ৷ যে দূর্নীতি সম্প্রতি ভাইরাল ৷
.
স্বাস্থ্য খাতের কি যে বেহাল অবস্থা তা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করে বলছেন, করোনা না এলে কখনো বুঝতেই পারতেন না এমন হবে!!!
.
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. হিরণ্ময় দত্ত থেকে আমরা জানতে পেরেছি, জায়গাটা ২৫ জন রোগীর জন্য নির্ধারিত তাতেও আবার খুব সম্ভবত ১৮/২০ টা বেডে অক্সিজেনের পোর্ট আছে। এই একটা পোর্ট একটা রোগীর চাহিদার যোগান দিতে পারে। সেখানে ৯০+ রোগী। আর অধিকাংশ রোগীরই অক্সিজেন দরকার। তার মধ্যে বেশীরভাগেরই মিনিটে ১৫ লিটার এর মত অক্সিজেন দরকার। যারা এই ১৮ টা পোর্টের কাছাকাছি বেডে ফ্লোরিং করছেন তারা একটা পোর্ট থেকে ৪/৫ জন শেয়ার করে অক্সিজেন নিচ্ছে।
.
বুক ফেটে কান্না আসতেছে ৷ আমি নিজেও সিন্ধান্ত নিয়েছে মরলে বাসায় ই মরবো, মেডিক্যালে কখনোই না ৷ এটলিস্ট শান্তিতে মরতে পারবো ৷
.
এরপরেও দেখেছি নির্লজ্জের মতো হাসিমুখে করোনা ইউনিট উদ্বোধনপূর্বক সেলফি আর প্রচারণা চালাচ্ছে কেউ কেউ ৷
.
শুনেছি আপনার ছেলে তমাল মনসুর নিউ ইয়র্কের আফতাব টাওয়ারের ১২টি এপার্টমেন্ট ও ৪টি পার্কিং স্পটের মালিক । এবং গুগুলে আপনার নামে বেনামে শত কোটি টাকার দূর্নীতির নিউজ ৷
.
মনসুর আলী মেডিক্যাল কলেজের কেনাকাটায় ২৭৫ কোটি টাকা আত্মসাৎের এমন অনেক তীর আপনার একান্ত সচিবের দিকে ছিলো সেই সময় ৷
.
এগুলো ঘাটাঘাটি করতে আজকে লিখতে বসিনি ৷ কেবল মন থেকে দোয়া করতে এসছি, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ৷

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: স্বাস্থ্যখাতের অবস্থা ভয়াবহ। নাসিম সাহেব সরকারি হাসপাতাল সামান্য দালাল দূর করতে পারেন নি।

যাই হোক, উনাকে এয়ার এম্বুলেন্সে করে্ সিঙ্গাপুর নিয়ে গেলে বাচানো যেতে পারে। দেশের চিকিত্সার মান আসলেই ভালো না।

২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

নতুন বলেছেন: এখন তিনি এবং অন্যরা বুঝতে পারবে দূনিতি করে তারা দেশকে কোথায় নিচ্ছেন। :(

খারাপ লাগে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিতসা পাচ্ছেনা। যাদের ক্ষমতা আছে তারা কেন এমন করে?

দূনিতি করে আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে সবাই?

৩| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:০৩

মা.হাসান বলেছেন: নাসিম সাহেব কীর্তিমান পুরুষ। উনি মন্ত্রী থাকিলে নিমতলির দুর্ঘটনা ঘটিত না। অর্থমন্ত্রণালয়ের সাপোর্ট পান নাই বলিয়া উনি অনেক কিছুই করিতে পারেন নাই। করনা কালে মাজারে যাইয়া দুয়া করিতে পারিতেছি না, ঘরে বসিয়াই দোয়া করিতেছি, উনি সুস্থ হউন, এরপর মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অর্থ স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুক। প্রয়োজনে আরো কিছু দিতে পারেন। ওনার কাছ থেকে জাতি আরো অনেক কিছুই প্রত্যাশা করে।

৪| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়া।

৫| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ বলেছেন।   

৬| ০৬ ই জুন, ২০২০ সকাল ১০:২৪

খাঁজা বাবা বলেছেন: কাদের সাহেব ও দ্বিতীয়বার ফিরে এসে শিক্ষা নেন নাই, নাসিম সাহেব ও নেবেন বলে মনে হয় না।

ফিরে আসার পরে অনলাইন পত্রিকা গুলোয় ওনাকে নিয়ে সাধারন মানুষের কমেন্ট গুলি পড়া উচিত।

৭| ০৬ ই জুন, ২০২০ সকাল ১১:০৪

আমি সাজিদ বলেছেন: আমার মেডিকেলে কাজীপুর থেকে রোগী আসলে তাদের কথার তোপের ছোটে থাকা যেতো না। এই লোক, তার পরিবার কেউই ভালো মানুষের তালিকায় পড়ে না। কত সিন্ডিকেটের জন্ম দিয়ে ফোরথ ক্লাস কর্মচারীকে কোটি টাকার মালিক বানালো এই লোক, তার ছেলে ও তাদের পিএ।

৮| ০৬ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

আমি সাজিদ বলেছেন: পড়ালেখা করে ভুল করেছেন। এরচেয়ে রাজনীতি করলে মাল কামাতে পারতেন আর তোপের উপর রাখতে পারতেন সব। একটা ওয়ার্ড নেতা ( ক্ষমতাসীন দলের) নিজেকে সব বিষয়ে পন্ডিত পিএইচডিধারী মনে করে, সরকারি অফিসে ঢুকলে এইসব শালা অফিস বা প্রতিষ্ঠানকে তাদের বাপের মনে করে৷

৯| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:২৯

আঁধার রাত বলেছেন: দোয়া করা হয়ে গেছে। বাসায় যান

১০| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: ওনার সময়ে স্বাস্থ্য সেক্টরে মাফিয়া ও দালালদের দৌরাত্ম অপ্রতিরোধ্য ছিল। অপ্রয়োজনীয় মেশিন ও টুলস এর চাহিদা করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনদের বাধ্য করা হতো এবং সেগুলো চড়া দামে ক্রয় করে তার চেয়েও বহুগুণ বেশী মূল্যে বিল ভাউচার করা হতো। এসব করতে রাজী না হওয়াতে একজন সিভিল সার্জনকে তার অবসরগ্রহণের মাত্র কিছুকাল আগে পদ থেকে অপসারণ করা হয়েছিল।
একজন গুণী ব্যক্তির (জাতীয় চার নেতার এক নেতা) সন্তান হয়ে তার এসব কুকর্ম ইতিহাস হয়ে থাকবে এবং তার পরিবারের মুখে কালিমা লেপন করবে।
মানুষের মৃত্যুর সময় এসব কথা না তুলে তার জন্য দোয়া করাই ভাল কাজ। আবার এসব দুষ্কর্মের কথা মানুষ সহজে ভুলতেও পারে না। তবুও আপনার এ মানবিক আবেদনে আমি সমর্থন জানাচ্ছি।
খাঁজা বাবা এর ৬ নং মন্তব্যে 'লাইক'। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.