নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মা

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৪২



ভারতে একটা হাতিকে আনারসের মধ্যে বাজি ভরে খেতে দেওয়া হয় ৷ খবরটি আমরা ছবিশুদ্ধ পেয়েছি এনডিটিভি থেকে, কিন্তু বাজিটি মুখে বিষ্পোরিত হয় ৷
.
হাতি তা বুঝতে পেরে পানিতে নেমে যায় ৷ পেটের বাচ্চা বাঁচাতে হবে ৷ কোনভাবেই যাতে বিষ্পোরণ পেটে গিয়ে বাচ্চাটি মারা না যায় ৷
.
এভাবে নিজের মৃত্যু পর্যন্ত হাতিটি মাথা তুলে পানিতে দাঁড়িয়ে ছিলো ৷ ক্রমে ক্রমে সে মৃত্যু কোলে ঢলে পরতে থাকে ৷ জানিনা পেটের বাচ্চাটির কি হয়েছিলো ৷ তবে প্রকৃতিতে মায়ের মমতার নতুন একটি উদাহরণ সৃষ্টি হলো ৷
.
ভূমধ্যসাগরীয় এলাকার ব্ল্যাক লেক ওয়েভার মাকড়সা ডিম পেড়ে নিজের দেহে বহন করে বাচ্চা হওয়া পর্যন্ত তারপর বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় মায়ের পুরো দেহ খেয়ে ফেলতে থাকলেও মা বুঝতে পেরেও টু শব্দ করে না, এভাবে সে সন্তানের জন্য নিজে এবং নিজের দেহকে উৎসর্গ করে ৷
.
মাকড়সা যদিও অনেকটা নিরুপায় প্রাণী তাদের ঘরও সবচেয়ে অস্থায়ী যা পবিত্র কোরআনে সূরা আনকাবুতে ইঙ্গিত রয়েছে , 'যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারীরূপে গ্রহণ করে,তাদের উদাহরণ মাকড়সা।সে ঘর বানায়।আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরইতো অধিক দুর্বল ৷' সূরার নামের অর্থ ই মাকড়সা ৷
.
কিছুদিন আগে বিদ্যুতের তারে ঝুলতে থাকা বানর ছানাকে বাঁচাতে মায়ের বারবার লাফ দিয়ে সফলতার ভিডিও ভাইরাল হয়েছিলো ৷
.
বাঘের মুখ থেকে সন্তানকে বাঁচাতে ভাল্লুকের যুদ্ধও আমরা দেখেছি, এ যেনো সন্তান যখন বাঘের খাঁচায় বাঘকে ভয় পাওয়ার টাইম নাই ৷
.
চিতার কাছ থেকে সন্তানকে বাঁচাতে মা-হরিণের এগিয়ে যাওয়া এবং জীবন দিয়ে রক্ষার এসব দৃশ্য এখন আর নতুন নয় ৷
.
পৃথিবীর সবচেয়ে কিউট প্রজাতি পান্ডাকে দেখেছি নয় বছর সন্তানকে নিজের কাছে আগলিয়ে রেখে লালন পালন করতে ৷
.
মাদার্স ডে'তে কয়েকজন মা'কে নিয়ে ট্যুইট করেছিলো ন্যাশনাল জিওগ্রাফি। সেখানে কোথাও দেখা যাচ্ছে ভয়ংকর হায়নার পালের সামনে বুক চেতিয়ে নিজের সন্তানকে আগলে রেখেছে মা হাতি সেই দৃশ্য দেখে ভয়ে দূরে চলে যাচ্ছে হায়নার দল।
.
চীনের টেলিভিশন চ্যানেল সিজিটিএনে উঠে এসেছিলো, ডিম বাঁচাতে ট্রাক্টর থামানোর জন্য ডানা ঝাপটিয়ে আহবান জানাচ্ছে ছোট্ট পাখি ৷
.
তুরস্কের ইস্তানবুলে হাসপাতালের জরুরি বিভাগে নিজের অসুস্থ সন্তানকে ঘাড় কামড়ে নিয়ে হাজির হয়েছিল একটি মা বিড়াল, এমন ছবি ভাইরাল ৷
.
একটি ছোট্ট কাটঠোকরা পাখি সন্তানদের বাঁচাতে দশ ফুট লম্বা সাপের সঙ্গে লড়াই করছে এমন ভিডিও লক্ষ লক্ষ বার ভিউ হয়েছে কারণ তা জনসন্মুখে এসেছে ৷
.
জীবন পাতার এমন হাজারো খবর অগোচরে থেকে যায় ৷ একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে একটি কাকে বাচ্চা শখ করে নিজের কাছে নিয়ে আসার পর প্রায় সপ্তাহ খানেক তারা আমার মাথা ঠুকরানোর জন্য আমি যেদিকে যায় সেদিকে উড়ে যেতো ৷
.
এখনো সেই ভয় মাথায় চেপে আছে ৷ কাক মাথার উপ্রে উড়তে দেখলে দৌড়ে পালাই হয়তো এই কারণে আমার মাথায় সবচেয়ে বেশী কাক্ পট্টি করে ৷ মনে করে চলমান টয়লেট ৷

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আহ বড় মর্মান্তিক ।

২| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: +++++

৩| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিন্দা জানাই এ সব মানুষের
অমানবিক কর্ম কান্ডের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.