নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে কথা কখনো বলিনা...আজ বললাম ৷

০২ রা জুন, ২০২০ রাত ৯:১১

মেয়েরা যে প্যান্টি পরে তা আমি জেনেছি রোদে শুকাতে দেওয়ার পর, আমার চিড়িয়া নাহয় কথা শুনেনা তাই জাইঙ্গা প্রয়োজন! ওদের কেনো! সোজা বলতে এমনটাই ভাবতাম ৷
.
এগুলো ভিতরের বিষয় ৷ ভিতরেই থাকা ভালো ৷ আমারও মনে হয় ভিত্রেই শুকায় গেলে বাহিরে এনে প্রতিবাদ করা কি দরকার ৷
.
একান্ত প্রয়োজন না হলে আমি আমার জাহাঙ্গীরদের জনসন্মুখে রোদে শুকাতে দিইনা, তবুও সাম্প্রতিক যে আন্দোলন তাদের পক্ষে ই বলে আসছি ৷ ক্যাচালের কি দরকার ৷ রোদে শুকানো জিনিসের আলাদা একটা ঘ্রাণ সতেজতা আছে ৷ নিক্ না ৷
.
তবে ব্রা পেন্টি এমন কোন জিনিস না যে রোদে না শুকিয়ে পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ৷ সৌন্দর্যবর্ধনের জন্য আমি অনেক সময় ইস্ত্রী করা শার্ট পরলেও ভিতরে ছেঁড়া সেন্টু গেঞ্জি থাকলেও কোন বেপার মনে হয় না ৷ কাজ তো চলে যাচ্ছে...!
.
স্টেজের ভিতরেও যদি আপনি বাহিরের মতো সুন্দর পরিপাটি করতে আগ্রহী হন্, সেটা কেবলি বিলাসিতা ৷ কিছু জিনিস অগোছালো থাকা ই সুন্দর ৷ অন্তর্বাসও তেমনি ৷ হালকা ইলাস্টিক লুজ থাকে ৷ ছেঁড়া ফাটা থাকতেই পারে সাথে রং বেরংয়ের দাগ ৷ আড়ালেই তো থাকবে ৷
.
এটাকে সামনে নিয়ে এসে তর্ক বিতর্ক করা একদম নাই যে তালের কাজ ৷ এই লেখাটা লিখার আগে আমি কথিত নারীদের আন্দোলনে একাত্ম পোষণ করে তাদের পোস্ট হুবহু টাইম লাইনে শেয়ার করেছি ৷ তার জন্য আমাকে খেসারত দিতে হয়েছে কিছু ফলোয়ার হারিয়ে তবুও যাতে প্রশ্ন না উঠে আমি নারী বিদ্বেষী হয়ে গেছে ৷ ইচ্ছে হলে টাইমলাইন চেক্ করে দেখতে পারেন ফেসবুকের ৷
.
কারো যদি পুরুষ বিদ্বেষ থাকে সে প্যান্টি রোদে শুকাতে বললেও ঘরে শুকাবে, সমস্যাটা মাথার ৷ তখন বলবে আমার প্যান্টি কেনো আমি রোদে শুকাবো ৷ আমার ইচ্ছে হয়ছে লুকিয়ে রাখবো ৷ আপনি বলার কে? চিরকাল ই আপনারা পুরুষ সমাজ... শুরু হয়ে যাবে লেকচার ৷
.
বাংলাদেশে একসময় প্রচুর নারী নির্যাতন হতো ৷ এসিড নিক্ষেপ, যৌতুকের জন্য নির্যাতন, ছেলে সন্তান দিতে না পারার জন্য, পান থেকে চুন খসলেই হত্যা, ডিভোর্স এটা সেটা ৷ পত্রিকা টিভি গল্পে সারাক্ষণ ক্যাম্পেইন হতো ৷ সেদিন আমরা সবাই নারী নির্যাতন বিরোধি আইন হোক মর্মে উঠে পরে লেগেছিলাম ৷ আইন হলো ৷ সে আইনে আমরা ফাইসা গেলাম ৷ কঠিনভাবে!
.
২০১৬ সালে প্রথম আলোতে প্রকাশিত,'দেশের ৭২টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩৩টি মামলা বিচারাধীন রয়েছে। অথচ এসব ট্রাইব্যুনালের বিচারকেরা ইঙ্গিত দিয়েছেন, এগুলোর ‘অধিকাংশই মিথ্যা মামলা’। এর ৮০ শতাংশ মামলা যৌতুক, ধর্ষণ ও যৌন পীড়নের অভিযোগে দায়ের করা হলেও এর আড়ালে রয়েছে অন্য ধরনের বিরোধ।'
.
বিবিসি বাংলার মতে, বাংলাদেশে পুলিশের দেয়া হিসেবে ২০১৭ সালে দেশব্যাপী ১৫০০০ কিছু বেশি নারী নির্যাতনের মামলা হয়েছে তার মধ্যে ৪০০০ একদম ভিত্তিহীন ৷
.
২০১৮ সালে দৈনিক ইত্তফাকের নিউজ,কথায় কথায় নারী নির্যাতন মামলা | এসব মামলার ৯০ ভাগই ভুয়া। 
.
দিন দিন এসব ভুয়া মামলা বেড়ে এখন তা ব্যবসাতে পরিণত হয়েছে ৷
.
সেদিন আমরা যেভাবে নারীদের রক্ষায় এগিয়ে এসেছিলাম, আজ তারা একটা টু শব্দ আমাদের পক্ষে করেছে, এমন নিউজ পায়না ৷ দেখলে বলবেন ৷
.
মাইনকার চিপায় পরে আমরা আশেপাশে অনেক অনেক বন্ধু আত্মীয় ভাই চাচা থেকে শুরু করে পরিচিত, সামান্য পরিচিত হাজারো মানুষ আজ জীবনের সম্বল হারিয়ে কেঁদে কেঁদে মরছেন, কাউকে বলতে পারছেন না ৷
.
গত বছর এক নারী মিথ্যা মামলা করায় তার ৭ বছরের কারাদণ্ডও হয়েছে, এমন আরো হচ্ছে!
.
আপনাদের জন্য চিল্লাইয়া গলা ফাটাইয়া আইন করলাম, সেই আইন দিয়ে মিথ্যে বানোয়াট তথ্য এবং স্বাক্ষী দিয়ে আমাদের ই পোনামারা দিলেন ৷
.
এখন শুরু করছেন ব্রা প্যান্টি রোদে কেনো শুকাতে দিবো না তার আন্দোলন ৷ আন্দোলন করেন কোন সমস্যা নেই ৷ পরে কি করবেন জানা আছে ৷ আস্তে করে জাইঙ্গাটা ফেলে দিয়ে ওখানে আপনারটা ঝুলিয়ে দিয়ে বলবেন, সমান অধিকার নিশ্চিত হয়েছে তারপর ইচ্ছে মতো সেই অধিকার দিয়ে আমাদের হাড্ডি চিবিয়ে খাবেন ৷
.
বাংলাদেশের একমাত্র সেরা রোমান্টিক উপন্যাস শেষের কবিতায় রবি ঠাকুর বলেছেন, 'অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস্‌ করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ংকর।'
.
জানিনা কবিগুরু এতো সত্যি কথা কিভাবে বলেছে! ইশ্ আজ যদি তিনি বেঁচে থাকতেন ৷
.
প্রত্যেক পুরুষদের এই লেখাটি শেয়ার করা উচিত ৷ দেয়ালে পিঠ ঠেকে গেছে ৷ যদি লেখাটি ভালো না হয়েছে মনে হয়, আপনি একটি লেখুন, খোদার কসম আমি শেয়ার করবো ৷ এমন অনেক কথা বুকে জমাট বেঁধে গেছে ৷ ক্ষোভে ফেটে যাচ্ছে বুক্ ৷ ঘরে মা বোন আছে, তাই কিছু বলিনা ৷

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ রাত ৯:১৬

আমি সাজিদ বলেছেন: তালি দিতে লগ ইন করলাম! পারেন আপনি!

০২ রা জুন, ২০২০ রাত ৯:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: আমরা পুরুষ বাঁচতে চাই ৷

২| ০২ রা জুন, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: আপনি যে সমান অধিকারের টিপস দিয়েছেন । তাতে সারছে কাম। :D

০২ রা জুন, ২০২০ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: নারীদের স্টিম রোলার চলছে চারদিকে

৩| ০২ রা জুন, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্য ধন্য বলি তারে ৷

৪| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৩০

মীর আবুল আল হাসিব বলেছেন: একদিন ক্লাসে ফ্রি বই বিতরন চলছে। (তখন আমি ক্লাস ১০ এ পড়ি)। ২টা বই কম পড়েছে। স্যার সিদ্ধান্ত নিলেন একটা মেয়ে আর একটা ছেলে বই কম পাবে। ব্যাস শুরু হয়ে গেছিল মেয়েদের প্যানপ্যানানি। তারা কেন বই কম পাবে? ছেলেরা তো বই কিনতে পারে; তারা কি পারে? শেষমেষ মেয়ে দুইটা "বই" নিয়েই তবে ছাড়ল। :((

এর ঠিক ৩০ মিনিট পর ক্লাসের বেঞ্চ সরানোর দরকার পড়লো। মেয়েগুলো সুরসুড় করে কমনরুম এ গিয়ে বসলো। স্যার ওইদিন সবগুলো মেয়েকে কান ধরে টেনে এনে বলেছিলঃ- সমান অধিকার চাও সমান কাজ করো। ;) ;) ;) ;)

আপনার পোস্ট পড়ে আমার ওই স্যার এর কথা মনে পড়ে গেল। :D :D

০২ রা জুন, ২০২০ রাত ১০:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: হেব্বী হয়েছে গল্পটা ৷ হাহা ৷

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: পিরিয়ড ইস্যুতে বাধ্য হয়ে কিছু ফুট নোট করে রেখেছিলাম, পাবলিকলি শেয়ার করবো অতো নিম্ন রুচিবোধ তৈরি হয় নাই। তাছাড়া এগুলো নিয়ে লেখতেও ভালোলাগে না, খুব খুবই বিরক্ত লাগে। আন্দোলন সংগ্রামের জন্য অনেক যথোপযুক্ত ইস্যু আছে, আমরা সেগুলো নিয়ে লিখালিখি না করে সস্তা ফেমাস হওয়ার জন্য এসব ইস্যুকে বেছে নিচ্ছি। এর ফলাফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে।

দেখি দুর্বলের কর্তৃত্ব কতটুকু সহ্য করতে পারি, সহ্য সীমার বাহিরে চলে গেলে সকল লেখাই পোস্ট করতে বাধ্য হবো। সেই পর্যন্ত এগুলো ড্রাইভে বিশ্রাম নেক
B-)

৬| ০৩ রা জুন, ২০২০ ভোর ৬:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাকে কি আপনার স্ত্রী খুব বেশি নির্যাতন করে? নির্যাতনের ধরনগুলু বিস্তারিত লিখে একটা পোষ্ট দিন হয়তো কোন একটা উপায় বের হয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.