নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লেখকদের সম্মানী দেওয়া উচিত

২৮ শে মে, ২০২০ বিকাল ৫:৩৮



আমি যখন কলেজে পড়ি তখন নজরুলকে নিয়ে একটি লেখা বই পড়েছিলাম ৷ একজন জাতীয় কবি টাকার জন্য চায়ের দোকান থেকে শুরু করে লেটো গানের দল, সৈনিক কোথায় কাজ করেন নি?
.
সেই বইয়ের নাম মনে নেই, বইয়ের শেষ পৃষ্ঠায় তার কবরের একটি ছবি দেওয়া ছিলো তার নিচে লেখা, এই টাকাও যদি সে বেঁচে থাকতে পেতো তাহলে শেষ জীবন কিছুটা আরামে থাকতে পারতো,
.
কত পত্রিকা বই সংখ্যা প্রচ্ছদপটে তিনি ছিলেন ৷ পেয়েছেন জাতীয় কবির ট্যাগ ৷ মরে যাওয়ার পরে তার লাগি দরদ উতলায় উঠলো সবার ৷
.
কারণ, বাঙ্গালী হুজুর আর লেখকদের টাকা দিয়ে তুচ্ছ করতে চায় না এতো শ্রদ্ধা করে ৷ হাস্যকর ৷
.
এদিকে হ্যারি পটারের মতো কাল্পনিক লেখা লিখে জেকে রাওলিং বিলিওনিয়ার হয়ে গেছেন ৷ আমেরিকাকে যত গালি দেন না কেনো, আপনাদের মতো চোর না ৷
.
কপি রাইটের কারণে আজকে হাজারো লেখক ব্লগার কোটিপতি, একটু ইয়ুটিয়ুবে সার্চ দিলে বুঝতে পারবেন ৷
.
বাংলাদেশ এমন একটা মানসিকতার দেশ যেখানে হ্যারি পটারও নিউজ প্রিন্টে ছাপিয়ে মাথার উপ্রে ঝুড়িতে করে ফেরীওয়ালা ডাক দেয়, এই পটার লাগবে? পটার?
.
শ্লা বাটপার ৷
.
একমাত্র হুমায়ুন আহমেদ ছাড়া কয়জন লেখক প্রফেশনালি লিখতে পেরেছে, সারাদিন ব্যাংকের ক্যাশ মেইনটেইন করে এসে রাতে নির্ঘুম গল্প লিখা আপুটাকে দেখেছি, সাহিত্যের প্রতি ভালবাসা ৷
.
সুন্দরী মেয়ের মা পর্যন্ত মেয়ে দিতে চায় না, লিখে কি পেট ভরবে?
.
একটা লেখক মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নেই তা আমি দেখেছি আখতারুজ্জামান ভাইয়ের ক্রাউড ফান্ডিংয়ের একটা স্ট্যাটাসে প্রায় দেড় লাখ টাকা জমা হয়েছে ৷
.
জাস্ট মুখ ফসকে হেলা করে বলেছে, লেখকদের সম্মানী পাওয়া উচিত, আমি বিল্ডিংয়ের মালিক হলেও লেখার সম্মানী নিবো কেউ যদি ভালবেসে দেয় ৷
.
আমি নিজে যখন নিম্নের লেখাটা পোস্ট করেছি দশ জন ফান্ডিং করেছে, দশ টাকা লোড থেকে শুরু করে একশ টাকার উপরেও বিকাশ এসেছে ৷
.
লেখাটি ছিলো,
'এটা কিন্তু সিরিয়াস পোস্ট, কেউ মজা হিসেবে নিবেন না, রম্য লেখকদেরও জীবন আছে, এভাবে আপনাদের জন্য বছরের পর বছর জীবনের মূল্যবান সময়গুলো গল্প লিখে কাটিয়ে দিলাম কিন্তু ভালবাসা ছাড়া কিছু পেলাম না ৷ যদিও লেখাগুলো আগের মতো ফ্রি পড়তে পারবেন তারপরও যদি কারো কাছে মনে হয় সম্মানী পরিশোধ করা দরকার তাহলে ০১৮১৫৩৩৮৩৭৫ নম্বরে বিকাশ করবেন, মোবাইল রিচার্জের জন্যও একই নাম্বার, রকেটে পাঠাতে হলে নাম্বারের সাথে বাড়তি জিরো(0) যোগ করতে হবে ৷ নগদ নাম্বারও এটা, বিন্দু বিন্দু করে ই তো সিন্দু হবে ৷ অনুপ্রেরণা জোরদার হবে ৷ আবারো বলছি লেখকদেরও জীবন আছে ৷ বউ বাচ্চা হবে ৷ বিঃদ্রঃ সুন্দরী মেয়েরা আবার কল করে বসিও না ৷'
.
এভাবে লেখকদেরও এগিয়ে আসা উচিত ৷ অনলাইনে লিখলে সেটা মূল্যহীন এটা ভাবার কোন কারণ নেই ৷ ট্রেন্ড আমাদের ই চেঞ্জ করতে হবে ৷ এভাবেই শুরু হোক ৷ আমাদের এখানের লেখাগুলো ই পত্রিকায় প্রকাশ হয় কিংবা বইয়ে লিপিবদ্ধ হয় ৷ ওগুলো আসমান থেকে নেমে আসে না ৷

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ বিকাল ৫:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

আবদুর রব শরীফ বলেছেন: দশজন মিলে যা এসেছে তার প্রায় অর্ধেক ই ত্রিপল থ্রি ৷ :P

২| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাকেও সম্মানী দেওয়া হোক। বছর দশেক আগে জীবনে মাত্র একবার
১০০ টাকা পেয়েছিলাম একটা প্রবন্ধ লিখে যা ছিলো ১ম পুরস্কার।
আসলে টাকার অংক মাপকাঠি নয় সম্মানীটা গুরুত্বপূর্ণ। তাই শরীফ
ভাইয়ের মহো আমিও সম্মানী চাই দশ বিশ টাকা যা্ই হোকনা কেন?
মরাার পরে শ্রদ্বা জানিয়ে কি হবে জীবনে সম্মানী যদি পেলাম না।

২৮ শে মে, ২০২০ রাত ৮:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: গত দিন থেকে ছোট খাট আন্দোলন করে হাজার খানেক টাকা পকেটে ভরতে পেরেছে ৷ :P

২৮ শে মে, ২০২০ রাত ৮:৪০

আবদুর রব শরীফ বলেছেন: সত্যি বলতে সোনাবীজ নামক একজন ব্লগার আছেন ৷ দাদা একাই একশো ৷ এমন অনুপ্রেরণা পেলে আর কি চাই?

৩| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: কবি নজরুলের শেষ জীবনে ভালো কেটেছে।
তাজউদ্দিন আহমেদের স্ত্রী দেশে যুদ্ধচলাকালীন সময়ে তাকে বলেছিলেন, দেশ স্বাধীন হোক আপনাকে দেশে নিয়েও যাওয়া হবে।
শেখ মুজিব তাকে দেশে নিয়ে আসেন। এবং বাকিটা জীবন তিনি অভাব বোধরেন নি। যদিও তিনি তখন অভাব বা বিলাসিতা কি তা জানেন না।

২৮ শে মে, ২০২০ রাত ৮:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: গদ্য পদ্যের মাঝখানে একটা টার্মস থাকে চম্পু, জীবন পাতার অনেক খবর এমনি, এইতো ভালো আছি ৷ বেশ্ চলে যাচ্ছি ৷

৪| ২৮ শে মে, ২০২০ রাত ৯:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: লেখকের জীবনে টান পোড়ন বা অভাব না থাকলে ভাল চিন্তা বা লেখা হয় না! হয়ত এখন বেশী উপার্জন করছেন না বলে এমন ভাবছেন, অনেক টাকা হয়ে গেলে দেখবেন আর লিখতেই পারছেন না! জীবনের সেরা লেখা গুলো এখুনি লিখে ফেলার সময়!

আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আমি জীবনের প্রায় দশাই শেষ করেছি!

২৯ শে মে, ২০২০ সকাল ৯:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: তবুও সব কাজের অল্প কিংবা বেশী হোক, সম্মানী পেলে অনুপ্রেরণা দ্বিগুণ হয় ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.