নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চাঁদ দেখা কমিটির দেশের প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি আছে, এখন যদি কোন এক কমিটি রাত এগারোটায় চাঁদ দেখে মূল কমিটিকে ফোন করে তাহলে কিন্তু কাল ঈদ হবে,
.
হোপ্ বেটা চাঁদ দেখছোসনি ভালো করে কও! হ হুজুর চাঁদ ই তো! হপ্ বেটা কেউ দেখলো না তুই কেমনে দেখলি? হ হুজুর এটা চাঁদ ই, ভালো করে চোখ কচলাইয়া দেখে কও? কেমন দেখতে চাঁদ? হুজুর চাদের উপর যে ঁ বিন্দু থাকে তার মতো হুবহু ৷
.
ও ভাই, আপনারা তারপর শুরু করবেন আলোচনা সমালোচনা, ঐ বেটা রাত এগারোটায় চাঁদের আশায় ছাদে বসে না থাকলে ঠিকিই তো গতবার কোটি কোটি মানুষকে রোজা রাখতে হতো ৷
.
আমাদের বুঝতে হবে এটা একটা সিস্টেমেটিক পক্রিয়া, হুজুর কি আকাশে মেঘ থাকলে গায়েবি শক্তি দিয়ে তা সরিয়ে চাঁদ দেখতে পারবে?
.
রাত একটা বাজেও যদি ডিক্লার করে আমি বরং তাদের ধন্যবাদ দিবো, হয়তো বান্দরবন জেলার টিলার উপ্রে কেউ একজন আপনাকে সঠিক তথ্য দিতে রাত একটা পর্যন্ত বসেছিলো ৷
.
আর আমি আপনি সেই সংবাদ পেয়ে রাত সাড়ে একটায় ফেসবুকে এসে হাহা হেহে করতে থাকবো, এতো যখন হোহো করবেন, রাতে ছাদে বসেছিলেন না কেনো?
.
টিভির স্ক্রলে দেখলাম চাঁদ দেখা কমিটি তাদের নাম্বারও দিয়ে দেয় যাতে যে কেউ চাঁদ দেখলে তাদের ফোন করে জানাতে পারে,
.
আকাশ যদি রাত বারোটায় পরিষ্কার হয় তাহলে তো সন্ধ্যা সাতটায় চাঁদ দেখতে হলে এ্যাপোলো এলেভেন নিয়ে চন্দ্রাভিযান ছাড়া গতি থাকবে না ৷
.
বুড়ো চাচা কমিটিতে থাকার কারণে সকাল থেকে ছত্রিশ বার চশমার মোটা কাঁচ পরিষ্কার করেছে,
.
আরেকজন গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে তাই প্রথম রমজান থেকে ইফতার সেহেরীতে একাধারে চিবিয়ে চলছে ৷
.
ছোট ছোট আবেগগুলোকে আমাদের শ্রদ্ধা করা উচিত ৷ আমরা ট্রল করবো, মজা করবো, সব করবো তবে তা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ৷
.
আমার তো সুন্দরী দেখলেও চাঁদের মতো লাগে তাই নির্ভরযোগ্য ও ভালো দৃষ্টি শক্তিসম্পন্ন লোক ছাড়া কমিটিতে তেমন কাউকে রাখা হয় না ৷
.
আবহাওয়া অধিদফতরের দেশজুড়ে রয়েছে ৭৪টি স্টেশন, তারাও এগিয়ে আসে তথ্য উপাত্ত নিয়ে ৷
.
অপটিক্যাল থিওডিলাইট উচ্চক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ সাথে জ্যামেতিক ক্যালকুলেশন, উঠলেও কখন কোন উঠতে পারে, কোন জায়গা থেকে কয়টা বাজে দেখা যেতে পারে, এসব নিয়ে চলে চুল ছেঁড়া বিশ্লেষণ!
.
এদিকে জোতির্বিদরা বলে ওরা সঠিক, আপনারা বলেন সৌদিতে দেখা গেলে আমাদের কেনো যাবে না, ইসলামিক ফাউন্ডেশন বলে নিজস্ব ভূখন্ড থেকে দেখা যেতে হবে, শুরু হয়ে যায় ক্যাচাল ৷
.
একসময় না ছিলো টেলিস্কোপ, কমিটি, রেডিও, টেলিভিশন, জোতির্বিদ...না ছিলো এতো আজাইরা ক্যাচাল, পক্ষ বিপক্ষ...!
২| ২৩ শে মে, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: আরেকটা দিন পাওয়া গেলো!
না পাওয়া গেলেও সমস্যা কিছু নাই।
বন্দী জীবন।
৩| ২৩ শে মে, ২০২০ রাত ১০:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: চাদ দেখা যাক আর না যাক ,কাল কিন্তু ঈদ না।
৪| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৫৫
নেওয়াজ আলি বলেছেন: এই দেখা যায় বাঁকা চাঁদ ।
৫| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:১৫
সুপারডুপার বলেছেন: এইগুলো ক্যাচাললাভার ম্যাসোলম্যাদের ঘাউরামি ও জাউরামি ছাড়া আর কিছু না। এতো ক্যাচাল বাদ দিয়ে পুরা বিশ্বের মোসলমানরা একইদিনেই ঈদ উদযাপন করলে কি হয় !
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ রাত ৯:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদ দেখলে হবে না বিশ্বাস যোগ্য সাক্ষী নিয়ে
প্রমান করতে হবে, তাহলে ই আপনার প্রস্তাবমত
ঈদ হতে পারে ।