নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
১৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: এটা একটা কোয়ারেন্টাইন চ্যালেঞ্জ গেইম ৷
২| ১৯ শে মে, ২০২০ দুপুর ১:০৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: রুচির বহি:প্রকাশ!
১৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: এটা একটা গেইম, ছোট বেলায় কত মিলানো মিলানো খেলতাম ৷
৩| ১৯ শে মে, ২০২০ দুপুর ১:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এটা কি আপনার রাশির সাথে মিল!
১৯ শে মে, ২০২০ দুপুর ১:৫০
আবদুর রব শরীফ বলেছেন: এটা একটা চ্যালেঞ্জ গেইম, পোশাকের সাথে ছবি মিলাতে হয় যে কোন একটি প্রজাতি দিয়ে ৷
৪| ১৯ শে মে, ২০২০ দুপুর ১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: জানিয়ে রাখা ভালো, এটা একটা কোয়ারেন্টাইন চ্যালেঞ্জ গেইম, কোন প্রজাতির খোঁজ করে পোশাকের সাথে মিলাতে হয় ৷
৫| ১৯ শে মে, ২০২০ দুপুর ১:৫৫
শুভ_ঢাকা বলেছেন: সামুর প্রথম পৃষ্ঠার বারোটা বাজাইলেন।
১৯ শে মে, ২০২০ দুপুর ২:০১
আবদুর রব শরীফ বলেছেন: করোনা চলতেছে, বিনোদন দরকার ৷
৬| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:০৮
নেওয়াজ আলি বলেছেন: Cute
১৯ শে মে, ২০২০ দুপুর ২:১৯
আবদুর রব শরীফ বলেছেন: হেহে মজা পেলাম ৷
৭| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: বিয়ের জন্য ব্লগে পাত্রী খোজা আর তৃষ্ণার্তের সাগরের পানি পান একই কথা। কারন ব্লগে যারা লেখেন বেশীর ভাগ বিবাহিতা। সুন্দরী যাও দুয়েকজন আছেন তারাও খুব বেশী এক্টিভ না কারন বাংলাদেশের সুন্দরীদের মধ্যে নার্সিজম প্রকট থাকায় ফেসবুক ইনস্টা আর হাল আমলের স্নাপচ্যাট(বাংলাদেশের সুন্দরীদের মধ্যে এখন কোন ট্রেন্ড সেটা জানার জন্য স্নাপচ্যাট বেস্ট)। আর যদি সত্যিকারের বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ফেসবুকে বিসিসিবি এর মতো বেশ কিছু গ্রুপ আছে যারা আসলেই সাহায্য করেন। আর ওখানে অনেক সিঙ্গেল প্রবাসিনী শর্ট ডিভোর্সী ও ভালো পাত্র খুঁজেন ফর রিয়েল।
ব্লগে যেটা হতে পারে কারো সাথে যদি দেখাও হয় তাহলে সে আপনার মনোঃপুত হবে না, কেন হবে না সেটা দেখা করলেই বুঝবেন।
তাই এটা অরন্যেরোদন। ব্লগে যারা লেখেন তাদের অনেকের টার্গেট থাকে বই বের করার। সেটা একটা ভালো দিক। আমরা যারা বই বের করার জন্য লিখি না, আমাদের কাছে এটা খেরোখাতা। এটা খুব জরুরী নয় কিন্তু মনের গোপন কথা যেটা আমি আমার বিদেশী জিএফ বা নিজের আপন বোন বাবা এদেরকেও বলতে পারি না। যেসব জিগরী দোস্তকে বলতে পারতাম তারা ভিনদেশী হয়ে দৌড়ের ওপর।
সে হিসেবে ব্লগ যদি বিয়ের সিভি হিসেবে ব্যাবহার করেন তাহলে মানুষের হাসির পাত্র হবেন। তার জন্য ফেসবুক আছে, কুইকির জন্য টিন্ডার আছে। এবং ট্রাস্ট মি টিন্ডার ওয়ার্কস। বাংলাদেশে তো এটা এখন আরো ইজি। আগে প্রবাসীরা টাকা হলে থাইল্যান্ড যেতো কিন্তু এখন তারা বাংলাদেশ যায়।
আশা করি বুঝতে পারছেন
১৯ শে মে, ২০২০ দুপুর ২:২০
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা আমি বিবাহিত ৷
৮| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:২৪
আবদুর রব শরীফ বলেছেন: ব্লগের মানুষগুলো দিন দিন সরকারি অফিসের কর্মকর্তার মতো হয়ে যাচ্ছে, একদম হাসে না ৷ গুরুগম্ভীর, সব সময় সিরিয়াস ৷
৯| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:৪৪
আল-ইকরাম বলেছেন: বিচ্চ্যু ও একটি জীব। তার জন্য মমতা থাকাও জরুরী। বেশ।
১৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৭
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই, তারও অনেক রং আছে ৷
১০| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: বেশ।
১৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৬
আবদুর রব শরীফ বলেছেন: অনেক কষ্ট করে মিললাম, তাই ব্লগেও রেখে দিলাম ৷
১১| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এগুলো সবই কি ভাজি করে খেয়েছেন ?
টেস্ট কেমন? ভাজতে ভাজতে লাল করে
ফেলছেন!! সেভেনআপ না, সস দিয়ে খাবেন
তা হলে টেস্ট বেশী হবে!!
১২| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২১
মীর আবুল আল হাসিব বলেছেন: দারুন তো!!!! এই গেইম এর কথা আগে কোনদিন মাথায় ও আসেনি।
আপনি একেক পোশাকে একেক রকম দেখতে।
ভালো লাগলো।
১৩| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২৩
মীর আবুল আল হাসিব বলেছেন: কষ্টসাধ্য কাজ।
আমি মেলাতে পারবো না।
১৪| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার নাকি সন্দ্বীপ যাবার কথা? ঘাটে হাজার হাজার মেয়ে অপেক্ষা করছে!
১৫| ২০ শে মে, ২০২০ ভোর ৪:৩৭
কানিজ রিনা বলেছেন: আল্লাহ্ আপনাকে অনেক সুন্দর
করে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ্।
১৬| ২০ শে মে, ২০২০ দুপুর ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমে ভেবেছিলাম সত্যিকারের বিচ্ছু, পরে বুঝলাম গেইমসের বিচ্ছু। নাকি কিছু জীবন্ত বিচ্ছুও আছে?
কিন্তু, ছবিগুলোর রেজ্যুলেশন ভালো আসে নাই।
ব্যাপারটা দারুণ যে ব্রাজিল আর আর্জেন্টিনা, দুটোকেই হাতে রেখেছেন
১৭| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৫৬
আমি সাজিদ বলেছেন: আমি আসলে এমন কনটেন্টের চমকপ্রদ পোস্টই আপনার কাছ থেকে আসা করি। এর বেশী কিছু না।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২০ দুপুর ১:০৭
সুপারডুপার বলেছেন: আপনি তাড়াতাড়ি করোনা টেস্ট করান , কারণ আপনার মাথায় সমস্যা দেখা দিয়েছে।