নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সচেতনতার পাশাপাশি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, করোনায় মরে যেতে পারি, আমার লাশের আশেপাশে কেউ নেই ৷
.
ইদানিং আমার সৃষ্টিকর্তাকে আমি বারে বারে বলে চলছি, আমার মতো গুনহাগারের পক্ষে হিসেব নিকেশ শেষে জান্নাতে যাওয়া সম্ভব না, অন্তত কোন এক জান্নাতের একটা কোণ যাতে আমার জন্য রাখা হয়!
.
আমি জানি মরে গেলে এই লেখাটি খুব্ ভাইরাল হবে, অনেকে ট্যাগ করে টাইমলাইনে দিবে, তাই সেটাও খুলে দিলাম ৷
.
যদি মরে যায় তোমাদের জন্য যে কথাটি বলে যাবো সেটা হলো, মুসাফিরের মতো পৃথিবীতে এসেছিলাম, স্বপ্ন দেখতাম একদিন অনেক কিছুলকরবো জীবনে ৷ ফাইভ স্টার হোটেলে কোন রমনীর হাঁটুর উপ্রে ডান পা রেখে স্পা করাবো রোজ কিন্তু অদৃশ্য এক ভাইরাস এসে সবকিছু পিষে দিয়ে গেলো ৷
.
বিসিএস ক্যাডার ডাক্তার মারা যাচ্ছে একদিন দুদিনের জন্য আমিও ভাবতাম, একদিন তাদের মতো হবো,
.
ভাগ্য এখনো সুপ্রসন্ন তারা আন্দার কবরে থাকলেও আমি এখনো লিয়ন আলোর নিচে বসে সবচেয়ে পছন্দের কাজ লেখালেখি করতে পারছি ৷
.
আমি মরে গেলে আমার বাবা ভাই হয়তো সেই লাশ জীবনের ঝুঁকি নিয়ে হলেও কাঁধে নিবে, তাদের বলছি, তোমরা বেঁচে আছো ওপার থেকে দেখাটা ই তো আনন্দ, কেনো ভাইরাস বুকে টেনে নিচ্ছো!
.
তোমরা বেশী বেশী শেয়ার কইরো যাতে সেই খবর প্রাক্তনদের কানেও গিয়ে পৌঁছায়! আমার মৃত্যুটা যেনো বারোভাতারিদের জন্যও শিক্ষা হবে ৷
.
মরতে মরতে আমি হয়তো দেখবো এখনো কেউ কেউ পূর্বের পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে যাচ্ছে তাদের বলবো হাসিখুশি জীবনে একদিন বাঁচা কেঁদে কেঁদে হাজার বছর বাঁচার চেয়ে উত্তম!
.
আদ্ভুত এক আমার কি যেনো নেই রোগে ভুগছি আমরা, হাজার কোটি টাকার মাঝেও সেই অভাববোধ ৷ অর্থনীতির ছাত্র ছিলাম, অসীম অভাব খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি হাসপাতালের ইমার্জেন্সিতে একটি ভেন্টিলেটরের খুব ই অভাববোধ করছি ৷
.
গুরু বলেছিলো মাঠে শচীন টেন্ডুলকার ছক্কা হাঁকাচ্ছে কিন্তু একজন হাঁপানি রোগীর তাতে কিছু যায় আসে না, সে অক্সিজেনের খোঁজ করছে, জিততে হলে এক বলে ছয় রান খোঁজার মতো,
.
সেদিন ফ্রেন্ডলিস্ট চেক্ করতে গিয়ে দেখি একটি রিমেম্বারিং আইডি সেই আইডির ইনবক্স চেক্ করতে গিয়ে দেখলাম, আমি সারাজীবন আপনাকে ফলো করে যাবো অথচ সেই আমি তিন বছর পর তার মরে যাওয়ার খোঁজ পেলাম ৷
.
এই ভার্চুয়াল জগতটি এমনি, হয়তো বলে যেতে না পারলে কয়েকদিন স্ট্যাটাস না দিলে তোমরাও ধরে নিও, শরীফব্বাই বাই হয়ে গেছে!
.
পৃথিবীর এই ক্রান্তিকালে আল্লাহর খোঁজ করা ই একমাত্র শান্তি, হঠাৎ হঠাৎ খুব ধার্মিক হয়ে যাচ্ছে আবার পৃথিবীর রঙ্গলীলা আমাকে চেপে ধরতেছে,
.
মরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছে কিসের লাগি এই বুকে এতো হিংসে বিদ্বেষ অহংকার বুকে পোষণ করতাম আজ তো সেই বুকে কেবলি করোনা ভাইরাস!
.
একবার ভাবছি আজ যদি অনন্ত জলিল হতে পারতাম, নিজের বুক থেকে নিজে ফুসফুস বের করে স্যানিটাইজার দিয়ে ধুয়ে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম!
১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: ক্ষণে ক্ষণে আঁতকে উঠছি
২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: না আপনি করোনায় মারা যাবেন না।
১৫ ই মে, ২০২০ রাত ১০:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: তাই যেনো হয়
৩| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপ চলে যান, লরকা মাছ ধরে আরামে খান; করোনা হলে, শহরে আসিয়েন।
৪| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: কঠিন সত্য মরণ । ভয়ে আছি । ধর্ম মেনে চলি যেতটুকু পারি ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪২
মীর আবুল আল হাসিব বলেছেন: হুমম!! খুব ভয় হয় মাঝে মাঝে
এই মনে হয় আমার কিছু হবেনা আবার মনে হয় করোনা ধরলে আমারই ধরবে।