নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেমে ভুল না করলে বারোভাতারিও চেনা যাবে না/ uncut

১৪ ই মে, ২০২০ দুপুর ২:১৭



টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন 'অসংখ্যবার' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম' তা শুনে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে'
.
বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তার মধ্য দিয়ে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে,
.
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা'
.
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি'
.
How to change a life বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে How to change a wife হয়ে বের হয়েছিলো তারপর তা বেস্ট সেলার!
.
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না!
.
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে,
.
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাই বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া'
.
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়'
.
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে'
.
অন্যতম সেরা ক্রীড়াবিদ্ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল'
.
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাই বলেছিলেন, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ'
.
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
.
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
.
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মোছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মোচা না গেলে চিত্র হয় না!
.
কলম মানসিকতার মানুষগুলোর নিজেকে নির্ভুল ভাবে......! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:০৭

আল-ইকরাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ। খুব মূল্যবান একটি বিষয়ে আলোকপাত করার জন্য। প্রকৃত অর্থে আমি এধরণের জ্ঞানমূলক লেখার একজন পাঠক। আপনার লেখার শেষের দিকে ’মোচা’ শব্দটির পরিবর্তে ’মোছা’ হবে বলেই আমার বিশ্বাস। পড়ে সংশোধন করে নিলে বাধিত হবো। শুভেচ্ছা অগনিত।

১৪ ই মে, ২০২০ রাত ৮:২৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা এমন একজন পাঠক ব্লগার পেয়ে ৷

২| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৪ ই মে, ২০২০ রাত ৮:২৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্য ধন্য বলি তারে, লিখেছে এমন লেখা ব্লগের উপর, পোস্তা করে ৷

৩| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:৪৮

সাইন বোর্ড বলেছেন: যাইহোক, ভুল করার পর ধৈর্যটা কিন্তু থাকতে হবে ।

১৪ ই মে, ২০২০ রাত ৮:২৯

আবদুর রব শরীফ বলেছেন: আল্লাহও ধৈর্যশীলদের পাশে থাকেন ৷

৪| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ভুল মানুষের প্রেমে পড়ে জীবন শেষ হবে আবার প্রেম করার ইচ্ছাই থাকবে না মনে হয়

১৫ ই মে, ২০২০ রাত ১২:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: তবুও জীবন প্রেম আসবে বারবার

৫| ১৫ ই মে, ২০২০ রাত ১:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালো লাগলো...

১৫ ই মে, ২০২০ রাত ১:২১

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.