নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গতকাল যখন কেডিএস এক্সেসোরিজ হেড অফিসে আসাদ ভাইয়ের পিছনে নামায পড়তে দাঁড়িয়েছিলাম তখন তিনি বলছিলেন কোনভাবে কেউ এক হাতের কম দূরত্বে দাঁড়াবেন না, করোনা থেকে সবাইকে সচেতন হতে হবে, সেই তিনি আজকে মারা যাবেন সেটা আমি ভাবতেই পারিনা!
.
সদা হাস্যোজ্জল মানুষটি সবসময় গ্রীণ টি খেতেন, পরিপূর্ণ জীবনে তার সবকিছুই ছিলো গাড়ি, বাড়ি, টাকা, সামাজিক অবস্থান তাই মাঝে মাঝে ভাবতাম মানুষটার চাকরি করার কি দরকার ৷
.
তার সাজানো গোছানো সুন্দর জীবন দেখে একদিন আমিও ওমন হলে নিজেকে অনেক সুখী মনে হতো মর্মে মাঝে মাঝে আপসোস হতো, আজ সেই তরতাজা মানুষটা নেই আমি কোন ভাবেই মানতে পারছি না!
.
ভোরে যখন সহকর্মী সাইফুল ভাইয়ের ইনবক্স ভেসে এসেছিলো তখন আমি বারবার নামটি পড়ার চেষ্টা করেছিলাম ৷ এটা কখনো আসাদুল বারি ভাই হতেই পারে না, এই নামটিকে আমি গতকালও যত মানুষ দেখেছি তাদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত মনে হয়েছিলো,
.
নিরাপদ দূরত্বের জন্য তিনি সামনে থেকে এসে আমার চোখের সামনে আরেকটি কার্পেট বিছিয়ে সেখানে নামায পড়বেন বলতেছিলেন, দৃশ্যটি এখনো আমার চোখে ভাসে!
.
মনে মনে ভাবছিলাম এমনি সচেতন হওয়া উচিত কিন্তু সেদিন রাতেই তার এনজিও রিপোর্টে দুটি ১০০% হার্ট ব্লক এবং আরেকটি ৯০% আমি কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না ৷
.
সারাদিন সবাইকে মাতিয়ে রেখে সন্ধ্যায় যে মানুষটি অফিস ত্যাগ করেছেন, রাত দশটায় ব্লাড প্রেসার খুব ই কম হওয়ার কারণে ডাক্তার তার হার্টে রিং বসানোর চেষ্টা করেও ব্যর্থ, এবং রাত দুটোয় তিনি মারা যাবেন সেটা কল্পনাতীত,
.
অফিস থেকে যাওয়ার সময় তিনি পার্সনাল গাড়ির দরজা খোলে তাতে না ঢুকে কি যেনো মনে করে নীরবে দাঁড়িয়ে অন্য কলিকদের মায়া ভরে চলে যাওয়া দেখছিলেন, আজ তিনিই চিরতরে নেই, কেবলি থেকে গেছে প্রিয় মানুষটির রেখে যাওয়া হাজারো স্মৃতি ৷
.
খবরটি পাওয়ার পর কোনভাবেই ঘুম আসছে না ৷ সেদিনও তিনি আমাকে তেমন কেউ না থাকায়, নামাযে ডাকতেছিলেন আমি কাজ কর্মের অযুহাত দিয়ে ঘাপটি মেরে বসেছিলাম! এই দুনিয়ার জন্য কতটা পাগল আমরা ৷
.
অফিসের যে চেয়ারটিতে উনি না বসলে পুরো ডিপার্টমেন্টটি এক প্রকার অচল সেই তিনি আর কখনো সেই চেয়ার বসতে কাঁধে ব্যাগ ঝোলা হয়ে আসবেন না!
.
যেই মানুষটি গতকাল কাঁচামাল সংগ্রহের মিটিংয়ে পুরোপুরি সরব ছিলেন তার এমন নীরবতা কখনো কাম্য হতে পারে না ৷ বিদায় এতোটা নির্মম, নিষ্ঠুর, কাঠ খোট্ট কেমনে হতে পারে ৷
.
হয়তো বিদায়ের এই লিস্টে আগামীকাল আমি আপনি যে কেউ থাকতে পারি ৷ পৃথিবীর কোন শক্তি নেই এই বিদায় থামিয়ে রাখবে ৷ যেনো কানে বাজছে, অতপর তোমাকে অবশ্যই তোমাদের পালন কর্তার কাছে ফিরে যেতে হবে ৷
.
মহান আল্লাহ যেহুতু করুণাময়, ক্ষমাশীল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনিই আমাদের কেবলি একমাত্র সান্ত্বনা ৷ আর কেউ চির আপন হয়ে পাশে থাকতে পারবে না ৷ আল্লাহর কাছে তাই এই মিনতি, আমরা যে ই চলে যায় না কেনো, করোনা ভাইরাস কিংবা অন্যকোন রোগ নতুবা এমনি এমনি, আমাদের ক্ষমা করে দিও! আমরা অনেক অনেক গুনহাগার!
.
ভাই যেহেতু হৃদরোগ নিয়ে মারা গেছেন তাই হার্ট সুস্থ রাখতে বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠীর একটি কথা দিয়ে শেষ করবো, 'জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনও কারণ নেই।' টেনশন, মানসিক চাপ, খাদ্য অভ্যাস, সচেতনতা দিকে খেয়াল রাখবেন ৷
.
পরিশেষে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 'আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী!'
১৪ ই মে, ২০২০ সকাল ১০:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: আমীন! হায়রে জীবন! বলা নেই কওয়া নেই!
২| ১৪ ই মে, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: প্রতি মিত্যু আমাকে কষ্ট দেয়। হোক সে পরিচিত বা অপরিচিত।
৩| ১৪ ই মে, ২০২০ দুপুর ১:০৩
নেওয়াজ আলি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২০ সকাল ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।