নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বনানী,এয়ারপোর্ট রোডে কাকলী নামে যে বাসস্ট্যান্ড সেই বাসস্ট্যান্ড যার নামে ওনাকে কেউ কি চিনেন????
ইনিই সেই কাকলী...
পুরা নাম- Sheikh Ferdousi Kajol Kakoli....কেক খাওয়াচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী..
ওনার শেখ ফেরদৌসী কাজল কাকলী.. বনানী বর্তমান কাকলীতে ওনাদের একটা রেস্টুরেন্টে ছিল কাকলী রেস্টুরেন্টে নামে।বঙ্গবন্ধু কে হত্যার পর এই কাকলী আপা নিজে সাইকেল চালিয়ে খুনী কর্নেল ফারুক এর বাসায় গিয়ে শেখ রাসেল ও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেন।প্রতিবাদ এর পরিপ্রেক্ষিতে কাকলী হোটেল খুনী কর্নেল ফারুকরা ভেংগে দেয়।
কাকলীর মোড় নামে সেই জায়গাকে তখন ডাকা হত।।পরবর্তীতে সেই জায়গার নাম রাখা হয় কাকলী।
দেশে এমন সাহসী কাকলী চাই আরো.....! তথাকথিত সহমত ভাই বোন আর কতো...!
২| ১১ ই মে, ২০২০ সকাল ৯:২৫
আহা রুবন বলেছেন: কাকলী বাসস্ট্যান্ডের নামের পেছনে এমন একটি ইতিহাস আছে জানা ছিল না।
৩| ১১ ই মে, ২০২০ সকাল ৯:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ভাবতাম,কাকলি সিনেমা হলের জন্য
৪| ১১ ই মে, ২০২০ সকাল ১১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমন সাহসী মেয়ে ঘরে ঘরে জন্ম নেয়া দরকার।
৫| ১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ফেসবুকে দেখলাম।
৬| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেখ কাকলী কি বঙ্গবন্ধু পরিবারের কেউ ?
বিস্তারিত জানতে চাই । যদি কেউ জানেন
অনুগ্রহ করে শেয়ার করবেন।
৭| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: নতুন তথ্য জানলাম। সাহসী নারী যুগে যুগে আসো বাংলায়
৮| ১১ ই মে, ২০২০ দুপুর ১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন বইয়ে তথ্যটি আছে তাড়াতাড়ি জানান।
বইটি পড়তে চাই।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২০ ভোর ৪:৫৮
বিষন্ন পথিক বলেছেন: জানলাম, ধন্যবাদ
উনি এখন কোথায়?