নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
Believe(বিশ্বাস) শব্দটির ঠিক মাঝখানে lie(মিথ্যা) এর অবস্থান!
.
ইয়ু হেভ টু বুঝতে হবে,
.
Be(lie)ve
.
চারদিকে একি শুনি, 'বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস'
.
কাজী নজরুল ইসলাম বলেছিলেন,'বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম'
.
বিশ্বাস করো আমি তোমাকে ভালবাসি বলে খেলে দেয় কেউ কেউ!
তারপর থেকে 'ছেলেদের কোন বিশ্বাস নেই' বলে আধুনিক প্রবাদের সৃষ্টি হয়,
.
রাজনীতিবিদরা বলেন, 'আমাদের সবাইকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে'
.
আমি বলছি না কথাগুলোর মাঝখানে সবসময় মিথ্যে লুকিয়ে আছে থাকে কিংবা থাকবে,
.
আমি বরং বলছি অর্ধশত বছরে ধরে বিশ্বাস,আস্থা ও ভালবাসার অারেক নাম 'আমিন জুয়ের্লাসে'র বিজ্ঞাপনের কথা
.
সবাইকে ভালবাসো কিন্তু বিশ্বাস করো অল্প কয়েকজনকে এমন কথাটি সেক্সপিয়র কেনো বলেছিলেন জানি না!
.
তবে সোনা ভেবে কসমেটিক্সকে বিশ্বাস করতে নেই!
আবারও বলছি পরে খেলে দিয়ে চলে গেলে বিশ্বাসের লুঙ্গী ধরে টানাটানি করবেন,
.
প্রেম করবেন! মাস্তি করবেন! এদিক ওদিক হলে বিশ্বাস নিয়ে টানাটানি করবেন! বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস বলে চিল্লাচিল্লি করবেন!
.
কেউ কেউ বলবে ছেলেদের বিশ্বাস নেই! সব ছেলেরা এক একটা......... আবার কেউ কেউ বলবে পৃথিবীতে কোন মেয়ের বিশ্বাস নেই!
.
অথচ বর্তমান বাংলাদেশে সাড়ে তিন কোটি পরিবার আছে যারা একটি বিশ্বাসের সূত্রে গাঁথা,
.
বিশ্বাস আছে বলে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ধর্মের বন্ধনের মাধ্যমে একটি দেশ টিকে থাকে,
.
এই সমাজে প্রতি দুই কদম পর পর বিশ্বাসের গল্প!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান বিশ্বাস নামক এক ছাত্রের কৌতুক বলি,
.
সে স্যার যা বলে এবং করে তা মনে প্রাণে বিশ্বাস করে চলত! ক্লাশ শেষ করে একদিন স্যার বোর্ড মোচা শুরু করলে সে ও চল্লিশ মিনিট ধরে করা নোটও কলম দিয়ে কেটে দিতে লাগলো,
.
উস্ প্রাইমারী স্কুলে নার্সারিতে আমি আমার বন্ধুকে এতো বিশ্বাস করতাম সে যখন পরীক্ষার খাতার শুরুতে নিজের নাম লিখেছিলো তখন আমিও তার নাম আমার খাতার প্রথমে লিখেছিলাম!
.
মূল কথায় আসি, বিষকে মধু ভেবে মনে প্রাণে বিশ্বাস করলে সেটা মধু হয়ে যায় না! বুঝতে হবে!
১০ ই মে, ২০২০ রাত ৩:২২
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই, জগতে বিশ্বাস ছাড়া বাঁচা সম্ভব না
২| ১০ ই মে, ২০২০ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: খুব ভালো ।
১০ ই মে, ২০২০ রাত ৩:২৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ৷
৩| ১০ ই মে, ২০২০ রাত ২:০৬
সোহানী বলেছেন: ভালোলাগলো।
১০ ই মে, ২০২০ রাত ৩:২৩
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা ৷
৪| ১০ ই মে, ২০২০ রাত ২:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মূল কথাটাই ভাল লাগলো।
১০ ই মে, ২০২০ রাত ৩:২৩
আবদুর রব শরীফ বলেছেন: বিশ্বাস ই সবশেষে মূলকথা ৷
৫| ১০ ই মে, ২০২০ ভোর ৪:২৮
মীর আবুল আল হাসিব বলেছেন: বিশ্বাস ছিল, আছে, থাকবে। (তাই বলে আবার অন্ধ বিশ্বাস না)
১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১০
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই, বি শ্বাস
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০ রাত ১২:৪৯
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। আগে নিজেকে বুঝতে হবে। আমি নিজেকে কতো টুকু বিশ্বাস করি। আমার আত্নবিশ্বাস অটুট হলে বিশ্বাস ঘাতকতার দুর্যোগে পরার সম্ভাবনা কম। তবুও বিশ্বাস অবিশ্বাস নিয়েই জীবন। ভাল লাগলো আপনার আলোকপাত। শুভেচ্ছা অগনিত।