নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পুরনো লেখায় রাষ্ট্রচিন্তার খোঁজ পেয়ে সরকারের কাছে ক্ষমা চাচ্ছি!

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০০


ছবিঃ সংগৃহীত

একদিন ঘুম থেকে উঠে শুনি আমাদের প্রায় ২০ টা পদ্মা সেতু চুরি হয়ে গেছে!
.
লাফ দিয়ে উঠলাম, যেখানে একটা পদ্মা সেতু পঞ্চাশ বছরের স্বপ্ন সেখানে বিশটা সেতু চুরি কেমনে সম্ভব,
.
বর্ধিত ব্যয়সহ সাধের পদ্মা সেতু তৈরী করতে খরচ হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা,
.
গত দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা,
.
ক্যালকুলেটর মারেন, দেখবেন এক বছরের চেয়েও বেশী বাজেট পরিমাণ টাকা পাচার হয়ে গেছে!
.
ফিরে যাবো ১৯৭১ সালে, বাংলাদেশ নামক একটি গাছ যে গাছটি বাঁচানোর জন্য ত্রিশ লক্ষ লোক পানির মতো রক্ত দিয়েছিলো, লক্ষ বীরাঙ্গনা শিশু গাছটিকে ছায়া দিয়ে বুকে আগলিয়ে রাখছিলো,
.
দেশ স্বাধীন হয়েছে! কিচ্ছু নাই! চারদিকে ধ্বংস লীলা,
.
১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ প্রথমবারের মত ৭৮৬ কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিলেন!
.
চোখে মুখে স্বপ্ন! ইতিহাসের শ্রেষ্ঠ নেতারা বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায়ের সাথে হাত পেতে সেই টাকা আনতেন! বাংলাদেশ বাঁচাও! আমাদের বাঁচাও!
.
অনেক আগে একটা বিদেশী সাক্ষাৎকারে দেখলাম বঙ্গবন্ধু কাঁদছে! মানুষ বাঁচাও! আমার জনগন!
.
আজম খান'রা গেয়ে উঠতো, হায়রে হায় বাংলাদেশ! আমার ভাঙ্গা দেশ!
.
রেল লাইনের বস্তীর সে মায়ের একমাত্র সম্বল ছেলেটা যুদ্ধে গিয়ে মারা গেছে, মা তার কাঁদে,
.
১৯৭৪ সালের স্বাধীনতার মাস হঠাৎ দেশে দূর্ভিক্ষ লাগে,
.
বেসরকারী হিসেবে অনাহারে মারা যায় পনের লক্ষ মানুষ!
.
নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ব্যাপক দুর্নীতি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে থাকে,
.
একমাত্র বন্ধু ভারত বাংলদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অপারগতা প্রকাশ করে
.
প্রায় বছর খানেক পর বিদেশ থেকে সাহায্য আসতে থাকে, নেতাদের চোখের জল শুকিয়ে যাচ্ছিলো, কোথাও কেউ নেই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়তাম, স্যারেরা তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য রপ্তানীতে সক্ষম একটি দেশে গল্প বলতো,
.
প্রবৃদ্ধি বেড়ে আট নয় দশ ছাড়িয়ে যাবে মর্মে গল্প! পেছনের গল্প অধরায় থেকে যায়!
.
এমন একটা সময় যখন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে পাল্লা দেওয়ার কথা তখন এসে শুনছি দেশ চুরি হয়ে যাচ্ছে!
.
খোদার কসম, মাটি চুরি করা গেলে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে ওরা একদিন দেশ পাচার করে দিবে!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছুই বুঝি নাই,দয়াকরে একটু স্পষ্ট করে বলুন?

০৯ ই মে, ২০২০ রাত ১:১৩

আবদুর রব শরীফ বলেছেন: এরচেয়ে স্পষ্ট করলে ভাভাগো সরকার বাবাজি....

২| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৩৯

মীর আবুল আল হাসিব বলেছেন:





খোদার কসম, মাটি চুরি করা গেলে বঙ্গবন্ধুর কথা বলে ওরা একদিন দেশ পাচার করে দিবে! (এই লাইনটাই সবকিছুর নির্যাস)





০৯ ই মে, ২০২০ রাত ১:১৪

আবদুর রব শরীফ বলেছেন: আকাশটা চুরি হয়ে গেছে

৩| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: আমি যদি কোনদিন রাষ্ট্র প্রধান হই, ৩৬৫ দিনের একদিন ঘোষণা করব "জারুল ফুল দিবস", যেদিন জনগণ শুধু খুঁজে খুঁজে জারুল দেখতে বের হবে বাল বাচ্চা নিয়ে।

০৯ ই মে, ২০২০ রাত ১:১৫

আবদুর রব শরীফ বলেছেন: কেনো? মাত্র একদিনই বা কেনো!

৪| ০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: চুপচাপ পড়ে গেলাম।

০৯ ই মে, ২০২০ রাত ১:১৫

আবদুর রব শরীফ বলেছেন: চুপচাপ ভাগলামও

৫| ০৮ ই মে, ২০২০ রাত ৮:১৫

আলোকরশ্মি22 বলেছেন: বর্তমানে এর থেকে সত্যি কথা বাংলাদেশের জন্য আর নাই ( খোদার কসম, মাটি চুরি করা গেলে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে ওরা একদিন দেশ পাচার করে দিবে ! )

০৯ ই মে, ২০২০ রাত ১:১৬

আবদুর রব শরীফ বলেছেন: মহাশয় বলিকি এগুলো পাচার না অপ্রপচার

৬| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২৬

সাইন বোর্ড বলেছেন: এসব দেখে যাওয়া ছাড়া আম জনতার কিছু করার নেই । দুঃখ ।

০৯ ই মে, ২০২০ রাত ১:১৭

আবদুর রব শরীফ বলেছেন: চেয়ে চেয়ে দেখলাম, সরকার নিয়ে চলে গেলো!

৭| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২৯

অনল চৌধুরী বলেছেন: নষ্ট লোকের নষ্ট দেশ।
এর নাম বাংলাদেশ।

০৯ ই মে, ২০২০ রাত ১:১৭

আবদুর রব শরীফ বলেছেন: সোনার বাংলা, সোনার দেশ, দিনের ইনকাম, রাইতে শেষ!

৮| ০৮ ই মে, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন: সরকার বিরোধী লেখায় লাইক কমেন্ট করলে সরকার নারাজ হবে। জনগণ রাষ্ট্রের কিছুই না যেন।

০৯ ই মে, ২০২০ রাত ১:১৮

আবদুর রব শরীফ বলেছেন: সরকার মুখ ভার করে রাখবে...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.