নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উজবুকের অমীয় বাণী/ টক্ মিষ্টি ঝাল্

০৬ ই মে, ২০২০ রাত ৩:৩০

বর্তমানে ইন্ডিয়া যেতে হলে পাসপোর্ট লাগে না, সরকারের সমালোচনাই যথেষ্ট!
.
কয়েকদিন ধরে দেখতাছি তোমরা মাদুরে শুয়ে বসে দাঁড়িয়ে আকাশে উড়তাছো, ব্রাহ্মণবাড়িয়ার আকাশ সীমাটা মাথায় রাখিও....!
.
আমার ফেসবুক পোস্টে প্রথম লাইক আর ব্লগে প্রথম হিট্ আমি নিজেই দিয়েছিলাম...., এভাবে বিপদে আপদে নিজেকে নিজের পাশে থাকতে হয়!
.
প্রথম প্রেমের মতো জীবনের প্রথম ফেসবুক লাইক ও ব্লগের প্রথম হিট্ ভোলা যায় না!
.
নামকরণের স্বার্থকতা,
আমার দাদী বলে 'করোলার কি খবর?'
.
আমার দাদীর মোবাইলে দুইটা গান, এই দুইটা গান শুনেই জীবন পার কইরা দিছে..., আর তোমরা বারোটা প্রেম করো!
.
লক ডাউনে হাতে টাকা না থাকায় অনেকে এমবি কিনতে পারতেছে না, আমরা ফ্যান ফলোয়ার ব্লগার হারাচ্ছি তাই ওদের জন্যও সরকারি প্রণোদনার দাবী করছি...!
.
তাহসান ভাইকে বললাম ফেসবুকে একটা কেয়ার রিয়েক্ট আসছে, ভাই বললো, 'আই ডোন্ট কেয়ার'
.
ফেসবুকে কেয়ার রিয়েক্টের পাশাপাশি মেয়েদের জন্য একটা হুম(hmm) রিয়েক্ট আনা ও সময়ের দাবী..!
.
আমার কাছে তুমি এখন বিরোধিদল নেত্রী রওশন এরশাদের মতো....!
.
সুন্দরবন, কক্সবাজারের পর ইউনেস্কো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক মারামারিকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করেছে!
.
মেয়ের বাবার বাড়ি বরিশাল, মায়ের বাড়ি নোয়াখালি আর তাদের কর্মসংস্থানের সুবাদে মেয়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়া, পাত্রী হিসেবে কেমন হবে?
.
ক্রাশকে না পেয়ে তার ছোট ভাইকে শালা বলে গালি দিতাম!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ রাত ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: বি বাড়িয়া নিয়ে কিছু বললে মামলা হবে। দাদি সহজ সরল । ক্রাশ সহজ সরল নয়।

০৬ ই মে, ২০২০ ভোর ৪:১২

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা একদম!

২| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ডিপ্রেশন এর চরমতম পর্যায় পার হবার পরই হয়তোবা মানুষ আবার ফিরে আসে স্বাভাবিকত্বে।

০৬ ই মে, ২০২০ রাত ১০:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: জীবনে তবুও বিনোদনের বিকল্প নেই ৷

৩| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:৪৪

মা.হাসান বলেছেন: আমার ভারতের ভিসার মেয়াদ শেষ হবার পর এই কায়দা খাটানোর ইচ্ছা ছিল; কিন্তু শুনিয়াছি পিছনে হাত বান্ধিয়া খুব হাঁটায় ।কাজেই আপাতত এই প্রক্রিয়া বাদ দিলাম।

এমবি খরচের ভয়ে অনেকৈ পোস্টে লাইক কমেন্ট করে না। এইজন্য তীব্র দাবী জানাইতেছি যে সকলের পোস্টে মডু যেন কমপক্ষে পাঁচ খানা লাইক, পাঁচ খানা কমেন্ট নিজেই করিয়া দেন।

০৬ ই মে, ২০২০ রাত ১০:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা আমাদের ভালো লাগা ই মূখ্য ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.