নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সীমিত আকারে খুলে দেওয়ার এই ধারণা আসছে প্রেমিকাদের কাছ থেকে....!
.
.
লক ডাউন উপেক্ষা করে যে প্রেমিকার সাথে দেখা করার চেষ্টা করেনি তার সাথে আজ ই ব্রেকাপ করুন, সে প্রেমিক ম্যাটেরিয়াল...!
.
.
হাতে হাত রেখে একজন পিছনে আরেকজন সামনে থেকে ছবি তোলাকে বলে আপাতত সীমিত পরিসরে লক ডাউন...!
.
.
কিরণমালা ড্রেসের পর এবার ঈদে নিশ্চিত 'করোনামালা' ড্রেসও আসবে...!
.
.
জিনিয়াসদের জন্য আমার একটাই বাণী, 'নিজের চেয়ে যোগ্য মন্ত্রী মন্ত্রণালয়ে রাখলে আপনি কখনো প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখতে পারবেন না!'
.
.
কেউ 'বাবু খাইছো' না বললেও, ঠিকি মুরগীর রান দিয়ে দুই প্লেট খাচ্ছি দেদারচ্ছে, আই ডোন্ট কেয়ার!
.
.
মেকাপ বক্সের এক্সপায়ার ডেইট শেষ হয়ে যাচ্ছে প্লিজ লক ডাউন খুলে দিন্....!
.
.
সীমিত পরিসরে বিয়ে করার সুযোগটা দিলে কি হয়, মরার আগে অন্তত বিয়েটা করে যেতে চাইছিলাম, এআরকি...!
.
.
সীমিত আকারে মার্কেট খুলে দিলে সে হয় প্রেমিকা আর পুরো মার্কেট চলমান থাকলে হয়ে যায় বারোভাতারি...!
.
.
করোনার অমঙ্গলের কথা ভেবে বাঙ্গালীর 'মঙ্গল শোভাযাত্রা' পর্যন্ত পালিয়েছে...!
.
.
বিটিভির মহাপরিচালক এসএম হারুন রশীদ স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর 'পরিস্থিতি স্বাভাবিক' শব্দটির নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না..., কোন সহৃদয়বান ব্যক্তি শব্দটির খোঁজ পেলে রামপুরা ভবনে যোগাযোগ করে বাধিত করবেন!
.
.
এখনকার কিছু মেয়েরা এতো শুকনা লক ডাউনে হাওয়া খেতে ছাদে গেলে ভয় হয় না জানি বাতাসে উড়ে চাঁদে চলে যাবে কি না...!
০৫ ই মে, ২০২০ রাত ১:২০
আবদুর রব শরীফ বলেছেন: মার্কেট না খুললে করোনা ভাইরাস কিনবো কেমন করে?
২| ০৫ ই মে, ২০২০ ভোর ৫:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সীমিত পরিসরে শপিং মল খুলছে । সীমিত পরিসরে মানুষও মরছে। কিন্ত এখন বাচ্চারা বলবে শপিং করবো বাবারতো দুই মাস বেতনই পায়নি । শুরু হবে কলহ ।
০৫ ই মে, ২০২০ দুপুর ১২:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: বেতন অর্ধেক হয়ে যাচ্ছে ৷
৩| ০৫ ই মে, ২০২০ ভোর ৬:৩৭
মা.হাসান বলেছেন:
আফসোস , হাচান মাহমুদ সাহেব আরো বড় দায়িত্ব পেয়েছেন, না হলে বিটিভিতে ওনার চেয়ে ভালো কোন বিকল্প ছিলো না।
সীমিত আকারে বিয়ের দাবির প্রতি সহমত।
০৫ ই মে, ২০২০ দুপুর ১২:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: এটা তো আওয়ামী লীগের সবচেয়ে বড় আবিষ্কার এমন এক্কান জিনিস ৷
৪| ০৫ ই মে, ২০২০ দুপুর ১২:৩৫
সাইন বোর্ড বলেছেন: কিছু বলার নেই !
০৫ ই মে, ২০২০ দুপুর ১২:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: যা কিছু বলার ছিলো বলে দিয়েছি ৷
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২০ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: মার্কেট খুলেছে এই খবর পেয়ে খুশিতে বাকবাকুম করতে করতে মিস্টার বাবলু ছুটলেন মার্কেট এর দিকে। ঈদের এই সময়টায় মার্কেটে খুব ভীড় হয় তাই ইচ্ছেমতো মেয়েদের ধাক্কা দেয়া যায়।