নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইরফান খান, এক নীরব চাহনির চলে যাওয়া..!

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১



আর(R) এর প্রতি অদ্ভুত ভালো লাগা থেকে তিনি ২০১২ সালে নিজের নাম 'Irfan' থেকে পরিবর্তন করে 'Irrfan' রেখেছিলেন অথচ সেই জনপ্রিয় অভিনেতা ইরফান খান 'আর' আমাদের মাঝে নেই,
.
ভাবতাম কখনো তার সাথে দেখা হলে বলবো আমার নাম Abdur Rob Sharif এ ও তিনটি R আছে, প্রতিটি শব্দে R আছে কিন্তু সময়ের কি পরিহাস আজ সেই আর দিয়ে Rip Irrfan Khan লিখতে হচ্ছে!
.
এগুলো কোন সিনেমার শ্যুটিং নয়, লক ডাউনের কারণে আটকে যাওয়ায় চারদিন আগে ভিডিও কলে মায়ের দাফন কার্যক্রমে অংশগ্রহণের চারদিন পর নিজেও পৃথিবী থেকে বিদায় নিলেন অভিনেতা ইরফান খান!
.
ঠিকি মৃত্যুর আগে ইরফানের মুখে মায়ের নাম, আম্মা আমাকে নিয়ে যেতে এসেছেন, তারপরেই সব শেষ!
.
মৃত্যু কতটা বাস্তবতা, জীবনের নাট্যশালা কতটুকু নির্মম যার কাছে ক্ষমতা অাধিপত্য ধনরত্ন জনপ্রিয়তা সবি তুচ্ছ ৷
.
তার অভিনীত মুভি ‘লাইফ ইন আ মেট্রো'তে আমাদের জেমসের করা সুপার হিট চুপকে সে কাহিন 'আলবিদা' গানটির কথা মনে পড়ে গেলো!
.
আলবিদা আলবিদা এন্ড গুড বাই ফরএভার মিঃ কুল্ বয় ইরফান খান,
.
দুই বছর কোলন ক্যান্সারের সাথে লড়াই করে জয়ী হয়ে আবারও পরাজয় বরণ করে চলে যাওয়া, এটাই তো জীবন! একদিন আমি তুমি সবাই...!
.
ক্যান্সার জয়ের যুদ্ধে নিত্য দিনের সৈনিক ছিলেন তার স্ত্রী তাই কিছু দিন আগে বুক ভরা শ্বাস নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যদি বাঁচি, স্ত্রীর জন্যই আবারও বাঁচতে চাই’
.
আরো লিখেছিলেন, 'জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে  দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিকক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি।'
.
আসলে আমরা সবাই খুব তুচ্ছ কারণে প্রিয়জনদের অবহেলা করি কিন্তু যখন কোথাও কেউ থাকে না তখন কেবলি আমাদের মাঝে থাকে প্রিয়জন কিংবা আপনজন!
.
জীবনে ক্রিকেটার হতে চেয়ে ব্যর্থ হয়ে অস্কার জয় করা স্লামডগ মিলিওনেয়ার ছবির একজন ইরফান খানের অকাল মৃত্যু সত্যি বেদনার!
.
অনেক কিছু লিখতে গিয়েও থমকে যেতে হয়, করোনায় চারপাশে লাশ আর লাশ! চলে যাচ্ছেন প্রতিনিয়ত অনেক জ্ঞানী গুণী জন!
.
সবার জন্য আলাদা করে লিখা সম্ভব না তবুও প্রতিটি মৃত্যুই বেদনার! কষ্টের! মেনে নেওয়া ছাড়া কি ই বা করার আছে আমাদের?
.
আমরা যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় সান্ত্বনা সূরা আল ইমরানে দিয়েছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’
.
সূরা জুমআয় বলা হয়েছে, ‘তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে’
.
গতকাল জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আজ ইরফান খান, কাল হয়তো আমি, পরশু আপনি...এভাবেই চলে যেতে হবে!
.
এখন সিদ্ধান্ত আপনার, কি কাজ করে যাওয়া উচিত আমাদের....!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সোহানী বলেছেন: জানতাম না, আমার পছন্দের শিল্পী। ডুব এ উনি অভিনয় করেছেন।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০

আবদুর রব শরীফ বলেছেন: আজ জীবন থেকে চিরতরে ডুব দিয়েছেন ৷

২| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আতাউর রহমান মেহেদী বলেছেন: ঘুম থেকে উঠেই নিউজ টা দেখি। সারাটা দিন মন খারাপ ছিল। টিভিপর্দায় দেখা খুব কম মানুষের মৃত্যুতেই এতো হাহাকার, শূন্যতা বোধ হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

আবদুর রব শরীফ বলেছেন: যেতে নাহি দিবো হায়, তবুও চলে যেতে দিতে হয়!

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি ।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

আবদুর রব শরীফ বলেছেন: আমরাও সমবেদনা সহকারে......!

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: জীবন কচুপাতার উপর জলবিন্দুর মত।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

আবদুর রব শরীফ বলেছেন: সবসময় টলমল করছে ৷

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

সজল_ বলেছেন: ইন্ডিয়ান অভিনেতাদের মধ্যে খুবই প্রিয় অভিনেতা ছিলো। :(

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

আবদুর রব শরীফ বলেছেন: সর্বজনবিদিত মানুষ ৷

৬| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল একজন মানুষ ছিলেন। জীবন ছিলো সহজ সরল।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: এমন মানুষগুলো দিনশেষে হৃদয় কেড়ে নেয় ৷

৭| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শক্তি শালী অভিনেতা। মন খারাপ করা সংবাদ। যে যায় সে আর আসে না ফিরে। রেস্ট ইন পিস ইরফান।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: আর কখনো ফিরে আসবেও না ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.