নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
যে সুন্দরী কোন দিন আমার দিকে তাকাতো না সে ও সেদিন ন্যাড়া হওয়ার পর আমার দিকে ফ্যালফ্যাল কর তাঁকিয়ে ছিলো!
.
শুধু আমি না, চারদিকে একযোগে চলছে ন্যাড়ার হাট-বাজার ৷
.
সিঙ্গাপুরে চিল্ড্রেন ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শিশুদের সহমর্মিতা দেখানোর জন্য এক সময় হাজার হাজার মানুষ মাথা ন্যাড়া করেছিলেন!
.
বলা হয়ে থাকে মহাত্মা গান্ধী প্রতিবাদের ভাষা স্বরূপ সারা জীবন ন্যাড়া থেকেছেন কিংবা পৃথিবীর বহু দেশে যুগে যুগে ডাব্বু হওয়া প্রতিবাদের ভাষা ছিলো, সেদিকে যাবো না,
.
করোনায় বেশী বেশী হাত ধৌত করতে বলেছিলো কিন্তু বেশী বেশী ডাব্বু হতে বলেনি তবুও আমরা হৃদয়ের কোথায় যেনো একাত্মা পোষণ নতুবা এক্সট্রা সচেতন হিসেবে করেই ফেললাম,
.
জীবনে প্রথম ন্যাড়া হওয়ার পর আবিষ্কার করলাম মশা মাথায়ও কামড়ায়,
.
মজার বেপার হলো, মাথা চকচকে না করলে নাকি প্রকৃত ডাব্বু হিসেবে নিজেকে উপস্থাপন করা ন্যাড়া সমাজের অবমাননা হিসেবে ধরা হয় ৷
.
চবির শোভাকলোণীতে সবচেয়ে মজার বন্ধুকে জিজ্ঞেস করলাম, জীবনের প্রথম ডাবু হওয়ার পর আপনার অনুভূতি কি? সে বললো, 'গফ আগে বাবু থাকতো এখন ডাবু বলে ডাকা শুরু করেছে ৷'
.
‘ঠুল্লা মাথা বেল বেল পইড়া গেল মাথার তেল' অথবা 'ডাব্বু মাথা চাইর আনা, চাবি দিলে ঘুরেনা, চাবি হইলো নষ্ট, ডাব্বু মাথার কষ্ট' কিংবা 'নাইড়্যা মাথায় টিনটিন, এক পয়সার তেলের টিন'সহ কত অতিকথা আমাদের সংস্কৃতিতে!
.
আর্টিফিসিয়াল ইন্টেলেজিন্স রোবট সোফিয়া বাংলাদেশে এলে তাকে একজন প্রশ্ন করলো 'আপনি ন্যাড়া, আপনার মাথায় চুল নেই কেন?' তা শুনে সে উত্তর দিলো 'আমি হলাম আপনার বুড়ো বয়সের প্রতিচ্ছবি!'
.
মাথা ন্যাড়া নিয়ে সবচেয়ে প্রচলিত যে কৌতুক সেটা হলো, চুল কাটতে ৫০ টাকা, সেইভ করতে ৩০ টাকা হলে আমার মাথাটা বরং শেইভ করে দেন!
.
সুকুমার রায় তাই হয়তো লিখেছিলেন, 'ন্যাড়া বেল তলাতে যায় কয়বার সে কথাটি বলছি শোন, যতই ভাব যতই গোন, নাহি তার জবাব কোন কুলকিনারা নাইরে হায়।'
.
কিন্তু ন্যাড়া আর ছ্যাঁচড়ার মধ্যে পার্থক্য কি জানেন, ন্যাড়া বেল তলায় একবার গেলেও ছ্যাঁচড়া প্রেম তলায় বার বার যায়!
.
এই মুহূর্তে মানুষকে ন্যাড়া হওয়ার জন্য উৎসাহিত না করলে, স্যালুন খুললে এক সপ্তাহেও সিরিয়াল পাবেন না!
.
সময়ের স্লোগান 'ন্যাড়া হয়ে ঘরে রবো, করোনা হতে রক্ষা পাবো' অন্তত সামাজিক লজ্জাবোধের কারণে সামাজিক দূরত্ব কিছুটা হলেও পালন হবে ৷
.
বেলু হওয়া নিয়ে যারা খুবই দোটানায় আছেন তাদের বলতে চাই 'সব টাক ই ন্যাড়া কিন্তু সব ন্যাড়া টাক নয়' আরো মনে রাখা দরকার 'ন্যাড়া কৃত্রিম, টাক প্রাকৃতিক!'
.
করোনায় প্রভাবে প্রকৃতিতে ডলফিন, পাখি, সবুজ ফিরে আসার পাশাপাশি ডাব্বু মাথা করার পর দেখলাম শৈশবের স্মৃতিও ফিরে আসতে শুরু করেছে ৷
.
দুক্ক লাগে শুধু এই ভেবে, যে ভাবে সবাই ডাব্বু হচ্ছে তাহলে বিলুপ্ত হওয়া আরেকটি প্রজাতির মধ্যে দুদিন পর উঁকুনের নামও পাওয়া যাবে!
.
যদিও একসময় আমাদের সংস্কৃতিতে বিয়ে মানে ছিলো একটি উঁকুনের দুটি বাড়ির মালিক হওয়া ৷
.
সবশেষে আশার বাণী দিয়ে শেষ করবো,কিছুদিন পর প্রকৃতিতে বসন্তের আগমন হলে দেখবে কেশকালো চুলে নতুন করে সেজেছে প্রকৃতি, এটাই লক ডাউনের খেলা ৷
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম ৷
২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সিনেমা করা উচিত
সাইকো থ্রিলার মুভি
২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য ৷
৩| ২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০০
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ৷
৪| ২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৭
সোহানী বলেছেন: তাইতো দেখতাছি ফেবুতে। সবাই ন্যাড়া হওয়ার প্রতিযোগিতায় নামছে। যাক্ তার রেশ ধরে ছেলেকে এ পথে নামিয়েছি, মেয়েকে চেস্টা তদ্বীর করছি .......
২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০৭
আবদুর রব শরীফ বলেছেন: দশে মিলে করি কাজ, ন্যাড়া হতে নাহি লাজ ৷
৫| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: করোনার সাথে চুল ফালানোর কোন ফল নেই।
মানুষ হুজুগে মেতেছে।
আপনি চুল সমেত সুন্দর। চুল ছাড়া কিছুটা ম্লান।
২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০২
আবদুর রব শরীফ বলেছেন: দুটো মাস পরে তো আবার বড় হয়ে যাবে ৷
৬| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে মজা পেলাম। তবে আমিও কিন্তু এই কাজ অনেক আগেই সেরে নিয়েছি। হা হা হা ।
২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: এখন শুধু চুল উঠার অপেক্ষা ৷
৭| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: ভালো বিনোদন।
২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ অনুপ্রাণিত হলাম ৷
৮| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আমার কাছে জানতে চাইছিলো এখন ন্যাড় হবে কিনা!
আমি না হতে পরামর্শ দিলাম, কারন নরসুন্দরের দা কাচিতে
করোনা ভাইরাস থাকতে পারে। সুতরাং তা এড়িয়ে চলুন।
টাক্কু কথন ভালো লাগলো। ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: আমার শ্রদ্ধেয় দাদী আমার মাথা মুন্ডনের কারিগর ৷
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৬
মুহা. নাজিম উদ্দীন বলেছেন: মজা পাইলাম।