নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছবিটি সংগৃহীত
গণস্বাস্থ্যের কিট নেয়নি ওষুধ প্রশাসন, জাফরুল্লাহ চৌধুরীর ক্ষোভ প্রকাশ কিংবা
সরকারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি নতুবা গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনও প্রতিনিধি আসেননি!
.
আমি ভাই অতোসব নাটক বুঝিনা, সরকার কেনো আসেনি তার কারণ খোঁজার চেষ্টায় আছি,
.
০৮ই মার্চ, ২০২০ 'মেজরের বাঁশির ফুঁ-তেই সবাই ঝাঁপিয়ে পড়েছিল: জাফরুল্লাহ'_Risingbd
.
তিনি বলেছিলেন, ‘৭ মার্চ ও ২৭ মার্চের ঘোষণার মধ্যে খুব বেশি ফারাক নেই। প্রধানমন্ত্রী একটা ভুল কথা বলেছেন। তিনি বলেছেন, কোনও মেজরের বাঁশির ফুঁ দিয়ে স্বাধীনতা হয় না। অথচ ওই সময় সেই বাঁশির ফুঁটাই গুরুত্বপূর্ণ ছিল। যেমন ৭ই মার্চ সবাইকে আকর্ষিত করেছিল। তেমনি সেই সময়ে দেশবাসী অপেক্ষা করেছিল, কোনও মেজরের বাঁশির ফুঁয়ের।’
.
১জানুয়ারি২০ 'বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ'_যুগান্তর
.
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘বিএনপির এক লাখ লোক জামিনে আছে। তাদের ডাক দেন, তারা দুদিনের জন্য হাইকোর্টের সামনের প্রাঙ্গণে এসে বসে থাকুক। এর মধ্যে খোদার তখ্ত নড়ে যাবে, আর হাসিনা তো উড়ে যাবে।'
.
৩১ ডিসেম্বর২০১৯ 'জেএসডি পারলে বিএনপি পারে না কেন ডা. জাফরুল্লাহ চৌধুরী'_ইনকিলাব
.
তিনি বলেছিলেন, 'তারেক নিশ্চয়ই তুমি একদিন আমাদের প্রধানমন্ত্রী হবা। তবে তুমি হতে চাও কিনা, চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকলে কোনদিনও সম্ভব না।'
.
০৯ ফেব্রুয়ারি ২০১৯ 'জাফরুল্লাহ চৌধুরী বলেছেন তারেক রহমানকে ধৈর্য ধরতে হবে!'_সমকাল
.
তিনি বলেছিলেন, 'তারেক রহমানের দিকে অনেকেই চেয়ে আছে। আপনার সঠিক সিদ্ধান্তে আন্দোলন গড়ে উঠবে। আর আন্দোলন গড়ে না উঠলে খালেদা জিয়া সহজে মুক্তি পাবেন না।'
.
০৯ ফেব্রুয়ারি, ২০১৯ 'ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে ডা. জাফরুল্লাহ'_দৈনিক ইত্তফাক
.
তিনি বলেছিলেন, 'তবে শেখ হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি। শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা।'
.
নিন্মে আরো বিভিন্ন সময়ের শিরোনাম,
.
রাজপথে নেমে মোনাজাত ধরেন, বিএনপি নেতাকর্মীদের জাফরুল্লাহ!
.
তারেক কন্যা জাইমা, বিএনপির জন্য অপরিহার্য : জাফরুল্লাহ চৌধুরী
.
বিএনপি নেতারা লন্ডনের ওহির অপেক্ষায় বসে থাকেন: ডা. জাফরুল্লাহ
.
বিএনপির স্থায়ী কমিটির সবাই 'ভেড়া' : জাফরুল্লাহ চৌধুরী
.
বিএনপির সুদিন ফিরে আসবে : জাফরুল্লাহ চৌধুরী
.
তারেক রহমানের বিএনপি ছাড়া উচিত: ডা. জাফরুল্লাহ
.
তারেককে এমফিল-মাস্টার্স করতে বললেন ডা. জাফরুল্লাহ
.
এই কয়দিনে ওনাকে নিয়ে 'রূপকথার মতো এক জীবন তার। বিলাতে বিলাসি জীবন ফেলে এসে যোগদেন মুক্তিযুদ্ধে' কিংবা 'রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন আহত মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচানোর জন্য' এমন অনেক কিছু পড়েছি!
.
বাদ দেন এসব! আপনি যদি রাজাকারও হন আওয়ামী লীগ করলে আপনিই মুক্তিযোদ্ধা আর না করলে আপনি রাজাকার! সহজ হিসাব! আরো সহজ করে বললে চাকরি থাকবে না!
২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ঐক্যমত পোষণ করার জন্য ৷
২| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬
সোহানী বলেছেন: আমরা কি এতোটাই পরশ্রীকাতর যে নিজেদের ভালোও বুঝি না!!
২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮
আবদুর রব শরীফ বলেছেন: রেফারেন্সটা পড়লে তা ই মনে হবে,
"ডিগ্রিধারী বনাম দালালী "
কাল থেকে যারা গণস্বাস্থ্যের টেস্টিং কিটের বিরুদ্ধে লেখালেখি করছেন।তারা ঘুরেফিরে বলতে চাচ্ছেন, রাজনীতি করার জন্য ডা. জাফরুল্লাহ টেস্টিং কিট উদ্ভাবন করেছেন! স্বাস্থ্য অধিদপ্তরে যেসব বৈজ্ঞানিক কর্মকর্তা বসে আছেন জনগণের সেবা দেওয়ার জন্য তাহলে তারা এতদিন কি করলেন? অনেকে বলছে Rapid Dot blot Test এ False negative হওয়ার সম্ভাবনা রয়েছে। গণস্বাস্থ্য ও দাবি করেনাই ১০০% সঠিক টেস্ট হবে। দুনিয়ার কোন টেস্ট ই ১০০% সঠিক হয়না। এবং এখন RT-PCR এ যে পদ্ধতিতে টেস্ট করা হচ্ছে সেখানেও ৩০% False negative হচ্ছে। যেহেতু ডা. বিজন শীল ও তার টিমের উদ্ভাবিত টেস্টিং কিটের specificity বেশি সেহেতু টেস্টে False positive হওয়ার সম্ভাবনা কম।
ধরুন আপনার জ্বর,ঠান্ডা হল,আপনি মনে করলেন টেস্ট করানো দরকার।আপনি গণস্বাস্থ্যের টেস্টিং কিট দিয়ে টেস্ট করলেন। পজিটিভ হলে আর RT-PCR এ টেস্ট করার প্রয়োজন নেই।কিন্তু নেগেটিভ আসলে আরো ভালমত কনফার্ম হওয়ার জন্য RT-PCR এ টেস্ট করালেন। এখানেও false negative আসতে পারে।কারণ RT-PCR ১০০% সেন্সিটিভ নয়।
যেহেতু গণস্বাস্থ্যের কিটের দাম খুবই অল্প এবং সময় লাগে কম তাহলে প্রাথমিক ধাপে এটা দিয়ে টেস্ট করাতে অসুবিধা কোথায়? RT-PCR এ টেস্ট করতে সময় লাগে অনেক, খরচ ও অনেক। দরকার হয় উন্নতমানের ল্যাব,দরকার হয় এক্সপার্ট টেকনিশিয়ান। আর এটা তো কোন ওষুধ ও না খেলে অথবা ত্বকে লাগালে ক্ষতি হবে।এটা একটা ডায়াগনস্টিক টেস্ট।তবুও সরকারের এত সংকীর্ণতা কেন বুঝে আসেনা!ওরস্যালাইন যখন আবিষ্কার হয় তখনও নতুন আবিষ্কার কে কেউ সাদরে গ্রহণ করেনি!
বড় বড় বৈজ্ঞানিক কর্মকর্তা এখন প্রশ্ন তুলছে-
"বিদেশ থেকে কেন করোনা আক্রান্ত রোগীর স্যাম্পল আনা হল?"
এরা হয়ত জানেনা, গণস্বাস্থ্যের কর্মকর্তারা দিনের পর দিন আইইডিসিআরে বসে থেকেও স্যাম্পল কালেক্ট করতে পারেনি। দালালগুলো জানেনা, ল্যাবের বিদ্যুৎ সংযোগ কয়েকবার বিচ্ছিন্ন করা হয়েছে! বড় বড় বিজ্ঞানীরা এখন আর্টিকেল লিখছে "বিজ্ঞান বনাম রাজনীতি "
এরা হয়ত জানেনা অক্সফোর্ড ইউনিভার্সিটির ড. সারাহ গিলবার্ট ভ্যাক্সিনের সমস্ত বৈজ্ঞানিক ধাপ স্কিপ করেই Human trial শুরু করেছে।
এই জ্ঞানপাপীগুলো হয়ত জানেনা,দক্ষিণ কোরিয়ার মিকো বায়োনিড নামে প্রতিষ্ঠান একটি যন্ত্র বাংলাদেশ কে উপহার দিয়েছিল।সেদিন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী,সিনিয়র সচিব ও আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিল।কিন্তু যন্ত্রটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নয়!
দালাল বিজ্ঞান মনস্করা এখন বলছেন, "যেহেতু সম্মুখ ভীড় এরিয়ে চলতে বলা হয়েছে সেখানে কিট হস্তান্তরে যাওয়াটাই তো বিপদজনক "
দালালরা কি জানেনা, স্বাস্থ্যমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের সময় একসাথে কতমানুষ জড়ো হয়! এরা হয়ত জানেনা এই মহামারীতে এদেশে নির্বাচনও আয়োজন করা হয়! তাছাড়া সমস্ত গার্মেন্টস খুলে এরা ভীড় এরিয়ে চলতে চাইছেন!
আসল কথা ডা. জাফরুল্লাহর সবচেয়ে বড় ভুল হয়েছে, চেতনা ভাইরাস মোকাবেলা না করে করোনা ভাইরাসের টেস্ট কিট আবিষ্কার করা!
কবি বলে গেছেন-
" হে বঙগ ভান্ডারে তব বিবিধ রতন
তা সবে (অবোধ আমি) অবহেলা করি
পর-ধনে লোভে মত্ত করিনু ভ্রমন
পরদেশে ভিহ্মা বৃত্তি কুহ্মনে, আচরি"
৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ঐক্যমত পোষণ করার জন্য ৷
ভালো থাকুন।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: স্টে হোম, স্টে সেইফ
৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সব দেশকে মেরে খেতে পছন্দ করে
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: সোনার বাংলা, সোনার দেশ, দিনের ইনকাম, রাইতে শেষ ৷
৫| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০০
করুণাধারা বলেছেন: এইসব দেশি জিনিস ব্যবহারে লাভ নাই। বিদেশি কিট আমদানি করলে লাভ আছে।
কাফনে পকেট নেই, কথাটা কারো মনে থাকে না।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: দেশীয় পণ্য, কিনে হোন ধন্য এগুলো কেবলি আজ খাতা কলমে ৷
৬| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩৩
সোহানী বলেছেন: আসল কথা করুণাধারা আপু বলে দিয়েছেন। এদের কাছ থেকে নিলে পকেট ভরবে কিভাবে? শুনছি কার যেন ছেলে পিপিই আমদানী করেছে দুই নাম্বারটা.....। হায়রে দেশ লাশের উপরও ব্যবসা........।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: তারপরও বহাল তবিয়তে আছেন তার বাবা তার বাবা তার বাবা
৭| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে কাকে কি বলবেন ?যেমন জাফরুল্লহ তেমন সরকার।জাফরুল্লাহ সাহেবের অনেক কথাই স্ববিরোধী আবার সরকার বিষয়টা তালগোল পাকিয়ে ফেলেছে।আমাদের কপালই এমন,তানাহলে মুক্তিযাদ্ধা রাজাকারের পক্ষে কথা বলে।
২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৩
আবদুর রব শরীফ বলেছেন: চলিতেছে সার্কাস
৮| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬
অনল চৌধুরী বলেছেন: ড: সাহেব প্রতিভাবান লোক ঠিক।কিন্ত তিনি খালেদা-তারেকের মতো দুর্নীতিবাজ-লম্পট-চক্রের পক্ষে ওকালতি করেন কিভাবে?
নিজেই তো একটা দল করতে পারেন।
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০
আবদুর রব শরীফ বলেছেন: সেটা মাঝে মাঝে আমারও প্রশ্ন!
৯| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: আজকাল আপনি মন্তব্যের উত্তর দিচ্ছেন। এটা বেশ ভালো।
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১
আবদুর রব শরীফ বলেছেন: করোনায় চাকরি এক প্রকার চলে গেছে, এখন তো এই একটা ই চাকরি...!
১০| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৯
খাঁজা বাবা বলেছেন: আসল কথা ডা. জাফরুল্লাহর সবচেয়ে বড় ভুল হয়েছে, চেতনা ভাইরাস মোকাবেলা না করে করোনা ভাইরাসের টেস্ট কিট আবিষ্কার করা!
কমেন্টের উওর চমৎকার দিয়েছেন
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২
আবদুর রব শরীফ বলেছেন: চেতনা ভাইরাস ৷
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সত্য লিখেছেন।