নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আগে 'জান' ছিলাম বিসিএসে ফেইল করার পর 'ভাইজান' হয়ে গেছিলাম, আজ যান হয়ে গেছি!
.
ইন্টারে ফেইল করা সুন্দরীকে ইগনোর করা ছিলো জীবনের সবচেয়ে বড় ভুল, সে এখন বিসিএস ক্যাডারের বউ!
.
সেলারি, বয়স এবং জীবনে কয়টা প্রেম করেছেন এগুলো জিজ্ঞেস করা অভদ্রতা!
.
ছোট বেলায় চুলে আর্মি কাট দেওয়া ছেলেগুলো এখন কোন ব্যাটালিয়নের অধিনায়ক!
.
জাতিসংঘ হলো বাংলা সিনেমার পুলিশের মতো মারামারি শেষ হয়ে গেলে উদ্বেগ প্রকাশ করে!
.
মুখের সাথে ঘাড়ের রংয়ের পার্থক্য থাকলেই বুঝে নিও সে মধ্যবিত্ত!
.
পকেটে যতই স্মার্ট কার্ড রাখুন না কেনো, হাতে ছাতা থাকলেই নিজেকে আনস্মার্ট মনে হয়!
.
ঢাকায় প্রতি পঞ্চাশ মিনিটে একটি সংসার ভাঙ্গছে, প্রেম ভাঙ্গা তো মামুলি বেপার!
.
প্রাইভেট জব পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন!
.
এমপি মন্ত্রী মেয়র পর্যন্ত জলবদ্ধতার কারণে অফিস যেতে পারছেন না!!! কিছুক্ষণ জনগন সেজে নিজেরাই নিজেকে গালি দিচ্ছেন!
.
সত্যি বলতে কি, শুধু আর্জেন্টিনা সাপোর্ট করার কারণে আমার চোখের জল অর্ধেক শুকিয়ে গেছে!
.
নতুন প্রেমে পড়া বন্ধু আর সদ্য বিসিএস ক্যাডার, এদের থেকে কিছুদিন দূরে থাকা ভালো!
.
ফোন কলের উপ্রে ভ্যাট না বসিয়ে মিসকলের উপ্রে বসালে সরকারের দ্বিগুণ আয় হতো!
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০
আবদুর রব শরীফ বলেছেন: দিতেই থাকবে তবুও ইংরেজিতে অনার্স করা ছেলেটি ই স্বাস্থ্যমন্ত্রী হবে ৷
২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ভালো।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭
নেওয়াজ আলি বলেছেন: গুড়
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: দুঃখের ব্যাপার হচ্ছে, ছোটবেলার আর্মি কাট দেয়া ছেলেটার অভ্যাস হয়ে গেছে, আজও সে সেই আর্মি কাট ই নেয়