নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
লকডাউনে বেশী বেশী বিনোদনমূলক বাণী পড়া দরকার, মজার বাণীগুলো কারো সাথে মিলে গেলে কাকতালীয়,
.
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে 'বিএনপি সমালোচনা বিষয়ক মন্ত্রী' করা সময়ের দাবী!
.
আমাদের চন্দ্রযান লাগে না, চাঁদ উল্টো বাঙ্গালী শিশুর কপালে রোজ টিপ দিতে আসে!
.
নোয়াখালিকে বিভাগ ঘোষণার পাশাপাশি প্রমথ চৌধুরীকেও প্রথম চৌধুরী ঘোষণার দাবী জানাচ্ছি!
.
ইতিহাস স্বাক্ষী সালমান শাহ, তাহসান এবং আমি কেউ ভালা না বরং সৃজিত, ফাহমি কিংবা আজিজ ভাইয়েরা ভালো, ভালা লইয়া ই থাকো!
.
বাতাবী লেবুর মতো দেখি প্রাক্তনের টাইম লাইনেও লাভ রিয়েক্টের বাম্পার ফলন হয়েছে!
.
সেদিন দেখলাম মানবতার দেয়ালে আমার গিফট দেওয়া তোমার সেলোয়ার কামিজটি ঝুলছে!
.
সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রিশের আগে ছেলেদের বিয়ে মানে সেটা এক প্রকারের বাল্য বিয়ে!
.
বাংলাদেশে বর্তমানে কাকের চেয়ে ইঞ্জিনিয়ার, লয়ার এবং বিবিএ/এমবিএ করা মানুষ বেশী!!!
.
একমাত্র আসামীদের পালিয়ে যাওয়া ছাড়া ভারত আমাদের কোন কাজে লাগে বলে মনে হয়না!
.
বিয়ের মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া!
.
বাল্যবিবাহ প্রতিরোধে টিএনও আসছে খবর শুনে কনের আসনে বউ সেজে কনের ভাবি বসে গেছে, এতো কিউট বাঙ্গালী জাতি আমরা!
.
সবাই পাদ ত্যাগ করতে চায় কিন্তু কেউ পদ ত্যাগ করতে চায় না!
.
বিশ্ববিদ্যালয়ে দুই বছর সেশন জট্ না থাকলে আমরা দুই বছর আগে বিয়ে করতে পারতাম!
.
ভারত শুধু আমাদের থেকে নেয় না বরং ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিও দেয়!
.
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যাসিনো, যেখানে জীবন নিয়ে জুয়া খেলা হয়!
.
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো বিসিএস ক্যাডার স্বামী তার!
.
ছাত্রলীগ যুবলীগের পদ ও এখন প্রাইভেট চাকরির মতো কোন ভরসা নাই!
.
ছোট বেলায় যারা স্কুলে কান ধরে উঠ বস টাইপ ব্যায়াম করেনি তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশী!
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা, হাসি ঠাট্ট অনেক সময় বাস্তবতা প্রকাশের একমাত্র মাধ্যম ৷
২| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: ভারত কিন্ত মিথিলাকেও নিয়েছে । হা হা
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১
আবদুর রব শরীফ বলেছেন: ইদানিং শুনা যাচ্ছে ভারত বঙ্গবন্ধুর খুনীদেরও নিয়েছে ৷
৩| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭
রাজীব নুর বলেছেন: বিনোদন।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
আবদুর রব শরীফ বলেছেন: রাজীব দা, বিনোদনের স্ত্রী লিঙ্গ কি বিনোদিনী?
৪| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৭
রাফা বলেছেন: ভালো লাগার মত কিছু থাকলে ভালো'তো লাগবোই।
আমি'তো বালা না তোমরা বালা লইয়াই থাকো।
আর কিছু কওনের নাই,সংগ্রহটা বিনোদিত করিলো।
ধন্যবাদ,আ.র.শরীফ।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: এগুলো সবি আমার উজবুকের বাণী, আগের ব্লগে আরো পাবেন অনেক, নিমন্ত্রণ রইলো ৷
৫| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০২
ফারহানা শারমিন বলেছেন: ব্যাপক বিনোদন
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: চলিতেছে সার্কাস
৬| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাণী চিরন্তনী। ধন্যবাদ ।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: চিরন্তন হলো পুরুষবাচক, স্ত্রী বাচক হলো চিরন্তনী ৷
৭| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১
ক্ষুদ্র খাদেম বলেছেন: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যাসিনো, যেখানে জীবন নিয়ে জুয়া খেলা হয়!
এক্কেবারে মনের কথা
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: আর তাই যুবলীগ ছাত্রলীগের পদ এখন প্রাইভেট চাকরি হয়ে গেছে ৷
৮| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬
সমুদ্রনীল বলেছেন: ১১ নাম্বারটা ভালো লাগছে।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৯| ০৩ রা মে, ২০২০ রাত ৯:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাণী চিরন্তনী নামে একটা বই আছে। আমরা ছাত্র অবস্থায় এই বই থেকে মনিষীদের বাণী শিখতাম ও পরীক্ষার খাতায় প্রয়োগ করতাম। বাণী চিরন্তনী নামে এখনও আরও কিছু বই পাবেন। ইন্টারনেটে গেলে পাবেন। এখানে স্ত্রী লিঙ্গ বা পুং লিঙ্গ এটা ব্যাপার না।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৮
মুহা. নাজিম উদ্দীন বলেছেন: `সবকয়টিই চমৎকার। তবে কয়েকটাতো ফাটাফাটি।