নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মন ভালো করার মতো একটা খবর পেয়ে গেলাম!

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

আমি আগেই ভাবছিলাম করোনায় বারোভাতারিদের খবর আছে,

ভারতের ইন্দোরের এক তরুণী করোনা পজেটিভ হওয়ায় মেয়েটি এবং তার বয়ফ্রেন্ডের বাড়ির সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

কিন্তু ঘটনা এখানেই শেষ না। ভেজাল আসলে বিশাল। কন্টাক্ট ট্রেসিং করে জানাগেলো ওই মেয়ের বয়ফ্রেন্ড আসলে তিনটা। এখন মেয়ে এবং তিন বফের পরিবারের ৩৭ জনকেই কোয়ারেন্টাইনে নেয়া হইছে ৷

সাধু সাবধান
সূত্র - এনডিটিভি

স্বপক্ষের ডানপক্ষ = বামপক্ষ

তিন বারো ছত্রিশ + মেয়ে = ৩৭ জন

সুতরাং মেয়ে বারোভাতারি ছিলো

মজনু ভাবছে, 'আমার এক্স এর করোনা ধরা পড়লে আমি বাদে পুরা ঢাকা ,রাজশাহী , চট্টগ্রাম ডিভিশনের সব ছেলের ফ্যামিলিই কোয়ারান্টাইনে যাওয়া লাগবে ।'

আমার ধারণা, 'তোমার করোনা ধরা খেলে কোয়ারেন্টাইনে চলে যাবে পুরো শহর!'

সিঙ্গেল পরিষদের বার্তা, 'পুরাই এমএলএম তথা ডেস্টিনি স্টাইলে ছড়ায়া যাইবো!'

জাতির প্রশ্ন, 'জাস্ট ফ্রেন্ডদের কি হবে!'

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

ফারহানা শারমিন বলেছেন: বিনোদন পাইলাম।

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ দেখি বিরাট পাজল।

ঘটনা তো আরো থাকতে পারে। ৩ বফের প্রত্যেকের যদি আরো কিছু গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, সেই গফদের যদি এমন গাণিতিক হারে বফ থাকে, সেই বফদের যদি এমন গাণিতিকা হারে গফ থাকে, -- পৌনঃপুণিক - তাইলে কিন্তু সারাদেশেরই খবর আছে

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক। আমি মোটেও অবাক হইনি।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৩

নেওয়াজ আলি বলেছেন: মজাই মজা

৫| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৪

চাঙ্কু বলেছেন: দুঃখজনক খবর কিন্তু হাসিও পাচ্ছে!!

৬| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৩

শের শায়রী বলেছেন: :)

৭| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:২০

রাফা বলেছেন: আল্লাহ মাফ করুন বাংলাদেশের জাস্টফ্রেন্ড প্রজন্মকে। বারো ভাতারি বা বয় ফ্রেন্ডরা হাবিয়া'তে গেলেও সমস্যা ছিলোনা।সমস্যা হইলো পরিবারের সবাইরে নিয়া যাইতেছে এখানেই।শিশু,তরুন,যুবক বৃদ্ধারাও এর মাশুল দিবে কোন অপরাধ না করেও।

এটাই করোনার সবচাইতে ভয়ংকর দিক।ধন্যবাদ,আ.র.শরীফ।ভালো থেকে ভালো রাখুন।

৮| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৩০

ইসিয়াক বলেছেন: =p~ =p~ =p~

৯| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: =p~ =p~ =p আজ কুতায় রয়েচে মানুবতা, মানোশ ইসব লিয়েও মাজা লিচ্ছে :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.