নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছবিঃ সংগৃহীত
ফেনীর এক লোক লাইভে এসে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে,
.
সে নিজে আবেদন করেছে ভিডিওটা ভাইরাল করার জন্য এবং তা যেনো প্রধানমন্ত্রীর কানে যেতে পারে!
.
তারপর সে ঠান্ডা মাথায় দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছে,
.
এবং দাবী করেছে মেয়েটির কারণে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে!
.
আজ থেকে কেউ আর তাকে ব্লাক মেইল করবে না এবং খুনের জন্য সে নিজে ই দায়ী,
.
তারপর কিছুক্ষণ পর ভিডিওটি সে ডিলিট করে দেয় এবং আইডিও ডিএক্টিব করা, তারমধ্যে কেউ কেউ ভিডিওটি সেইভ করে রেখেছেন তাই আমরা জানতে পেরেছি!
.
একটা মানুষ কতটা বর্বর হলে করোনার ক্রান্তিকালে এমন একটি কাজ করতে পারে,
.
ভিডিও দেখার পর হাত পা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো!
.
পবিত্র বৈবাহিক সম্পর্কের উপর এমন দৃশ্য অদূর ভবিষ্যতে মানসিক চাপ সৃষ্টি করবে,
.
এই ভেবে ভালো লাগছে যে এখনো বিয়ে করিনি, করলে হয়তো ভাইরাল হওয়া ভিডিওটির পর বউয়ের সামনে চোখ দেখাতে পারতাম না!
.
দাম্পত্য জীবনে অনেক সমস্যায় থাকতে পারে, বিচ্ছেদ হতে পারতো তাই বলে এমন কাপুরুষতা কখনো মেনে নেওয়া যায় না,
.
পৃথিবী দিন দিন নষ্টদের অধিকারে চলে যাচ্ছে! এসব দেখে মাথা ঠিক রাখাটা দায়!
.
খুব ই নিন্দনীয়, জঘন্য, বর্বর, পশুসুলভ এমন আচরণের জন্য দ্রুত তাকে শনাক্ত করে এখনি ফাঁসিতে ঝুলানোর দাবী করছি সরকারের কাছে!
২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনুষত্যের উপর যখন
পশুত্ব রাজ করে তখন
তার পক্ষে সব কিছুই
করা সম্ভব। কারণ তখন
আর সে মানুষ থাকেনা।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার তো মনে হচ্ছে এখন বাঙ্গালির জন্যে বিয়ের আগে রক্ত পরীক্ষার পাশাপাশি মানসিক সমস্যা আছে কিনা তারও পরীক্ষা করে তারপরে আগানো উচিত, এবং তা উভয়পক্ষের ভালোর জন্যেই
মানুষের মধ্যে বর্বরতা বেড়েই চলছে
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮
বিজন রয় বলেছেন: এরকম তো এদেশে অহরহ ঘটছে।
এদেশে এসব তো ঘটবেই।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
সোনালি কাবিন বলেছেন: কেউ কি ৯৯৯ এ ফোন দেয় নাই?
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৯
নেওয়াজ আলি বলেছেন: ঘটনা সত্য । পুলিশ তাকে ধরেছে। তবে ফেসবুকে কোন ভিডিও নাই। নারীর নাকি পরকীয়া ছিল। সত্য মিথ্যা জানি না। তার বাড়ি পশ্চিমে আমার পূর্বে মাঝখানে শহর।
৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি! এতো ভয়াবহ খবর।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: এরকম অসুস্থ মা্নুষের সংখ্যা সমাজে অনেক।