নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দেশে কোটিপতির সংখ্যা প্রায় পৌনে দুই লক্ষ যাদের অনেকে শত কোটি টাকার মালিক,
.
তাদের থেকে নূন্যতম দুই লাখ টাকা করে নিলেও চার হাজার কোটি টাকার ফান্ড হবে যা দিয়ে পুরো গার্মেন্টস শিল্পের শ্রমিকদের আরো এক মাসের বেতন দেওয়া যাবে!
.
গত দশ বছরে ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে ওখান থেকে এক লাখ কোটি টাকা উদ্ধার করতে পারলে পুরো দেশের যে ক্ষয় ক্ষতি তা অনেকটা মোকাবেলা করা যাবে,
.
শুধু সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানত আছে পাঁচ হাজার তিনশ তেতাল্লিশ কোটি টাকারও বেশী....!
.
তাহলে আমার দেশের মানুষ কেমনে না খেয়ে থাকে...ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করে! কেনো?
.
ব্রাক বলছে দেশের চৌদ্দ ভাগ মানুষের ঘরে খাবার নেই,
.
মাননীয় প্রধানমন্ত্রী এই চৌদ্দ ভাগ অভুক্ত মানুষের দুই চোখ আপনার দিকে তাকিয়ে আছে ৷
.
টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় যে দেশের নাম থাকে সে দেশের মানুষ কিভাবে না খেয়ে থাকে!
.
সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধার করতে এনবিআরকে দুদকের চিঠির সদুত্তর পাওয়ার সময় এসে গেছে,
.
এক কোটির উপরে মানুষ বেকার হওয়ার সম্ভবনা, দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকলেও খাদ্য ক্রয়ের মতো টাকা থাকবে না, তাদের হাতে টাকা পৌঁছাতে হবে!
.
হংকং ক্রয়ক্ষমতা বাড়াতে ১৮ বছর এবং তার বেশি বয়সের ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার ডলার দেওয়ার ঘোষণা করেছে,
.
কানাডা একমাসের বেতন, বাসা বাড়া থেকে যত খরচ সবি ই ব্যাংক হিসাবে পাঠিয়ে দিচ্ছে!
.
ট্রাম্প ২৫ হাজার কোটি টাকা ঘোষণা করেছে জনগনকে নগদ হাতে দেওয়ার জন্য!
.
পাকিস্তান দারিদ্র পীড়িত এক কোটি বিশ লক্ষ পরিবারকে নগদ সত্তর ডলার করে দেয়া শুরু করে দিয়েছে,
.
প্রায় সব দেশ লাখ কোটি টাকার প্যাকেজের পাশাপাশি অর্থনীতি টিকিয়ে রাখতে গরীব বেকারদের নগদ অর্থ হাতে দিচ্ছে!
.
দশ টাকা কেজিতে চাল বিক্রী করার আগে দেখতে হবে ওদের পকেটে অন্তত একশ টাকা আছে কি না,
.
যারা দিন এনে দিন খায় তাদের পকেটে এক সপ্তাহ কাজ না করলে কয়েক পয়সাও অবশিষ্ট থাকে না!
.
সরকারের এখনো করোনা পরবর্তী মোকাবেলার করার জন্য এক লাখ কোটি টাকা দরকার কমপক্ষে,
.
মানুষ সব দলে দলে বের হয়ে যাচ্ছে...ক্ষুধার জ্বালার কাছে লক ডাউন ফেইল করতেছে সেদিন এক রিক্সা চালক বললো, আইন আমিও মানি কিন্তু পেট পরিবার ওরা তো মানে না!
.
প্লিজ ওদের করোনা থেকে বাঁচাতে গিয়ে খাদ্যের অভাবে মরতে দিয়েন না ৷
২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫
সুপারডুপার বলেছেন: শুক্রবার পর্যন্ত গেল ১৪ দিনে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ১১৬ জনের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর আগে এদের কারো করোনা টেস্ট করা হয়নি (তথ্যসুত্র : ডয়েচে ভেলে) ৷ দেশে আশংকাজনক হারে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে রোগীর সংখ্যা। কিন্তু টেস্ট কম হচ্ছে। নো টেস্ট, নো করোনা৷ এখন মিনিমাম টেস্ট, মিনিমাম করোনা। এই ভাবে মহামারীর সময়কে আরো দীর্ঘায়িত করা হচ্ছে। ফলে দরিদ্রের দুষ্টচক্র বেশি করে আষ্টেপিষ্টে ধরার সুযোগ পাচ্ছে।
৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:২১
নেওয়াজ আলি বলেছেন:
৪| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: গরীব আর মধ্যবিত্ত নিঃস্ব হয়ে গেলে লক্ষ কোটি টাকা প্রণোদনা দিলেও ব্যবসা প্রতিষ্ঠান টিকাতে পারবে না। কারণ গরীব আর মধ্যবিত্ত হোল মূল ভোক্তা। রপ্তানি বাণিজ্য যারা করছেন তাদের সুদিন আসতে অনেক সময় লাগবে কারণ যারা বিদেশী ক্রেতা তারাই অনেক বিপদে আছে। প্রবাসী আয়ও কমে যাবে। তাই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে। উপর থেকে ঢাললে নীচে পৌছবে না। নীচ থেকে শুরু করতে হবে। মানুষ অনাহারে মরলে ব্যবসায়ীরাও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।
৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: এই প্রণোদনার কত শতাংশ আসলে কাজে আসবে তার কোনও হিসাব কি কেউ নিতে পারবে?? কেউ দেবে?? দেখেন এই টাকা কিন্তু, সরকারের কাছে আকাশ থেকে পড়ে নাই, আর মাটি ফুঁড়েও গজায় নাই
এখন যদি আমি বা আপনি ট্যাক্সপেয়ার হিসেবে জানতে চাই, "ভাই এই টাকার হিসাব টা একটু বুঝিয়ে দিন" কে আছে? অথচ, থাকা উচিত ছিল
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: দেশের মানূষ ভালো নেই। সত্যিই ভালো নেই। কিন্তু কেন ভালো থাকবে না। যে দেশ উন্ননের মহাসড়কে?
সত্য কথা বলি, আমার ঘরে খাবার নেই। আসলেই নেই। হাতে টাকাও নেই। আগামীকাল আমি বের হবো। টাকার ব্যবস্থা করবো। তারপর বাজার করবো।